ঢাকাশনিবার , ৪ মে ২০২৪
  1. সর্বশেষ

ইবিতে ছাত্রলীগের র‍্যাগিং ও যৌনহয়রানি বিরোধী পদযাত্রা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ৮:০৪ অপরাহ্ণ

Link Copied!

ইবি প্রতিনিধি:

সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসের সাধারণত শিক্ষার্থীদের মনে র‍্যাগিং নিয়ে বিরাজ করা ভীতি ও আতংককে দূর করতে এবং তাদের মাঝে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যাগিং ও যৌন হয়রানি বিরোধী পদযাত্রা ও ছাত্রসমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত এবং সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে দলীয় টেন্ট থেকে র‍্যাগিং বিরোধী পদযাত্রাটি শুরু হয়। এসময় তারা বই, খাতা, কলম নিন, ছাত্রলীগে যোগ দিন, এসো নবীন ভয় নাই, ছাত্রলীগ র‍্যাগিং নাই সহ নানা স্লোগান দিতে থাকে।

এসময় পদযাত্রাটি অনুষদ ভবনের সামনে হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুজ্ঞয়ী মুজিব ম্যুরাল ঘুরে বটতলায় সমবেত হয়। পরে সাধারণ শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

সমাবেশে নেতারা র‍্যাগিং এর দায়ে নবীন শিক্ষার্থীদের অন্তরে সৃষ্টি হওয়া ক্ষতিকর নানাবিধ কারণ উল্লেখ করে বলেন এটা কোন উপযুক্ত কার্যকরী পন্থা নয় সিনিয়র জুনিয়রের মাঝে পরিচিত হওয়ার। অবিলম্বে র‍্যাগিং নামক কুরুচিপূর্ণ মানসিকতা থেকে শিক্ষার্থীদের বেরিয়ে আসা উচিত।

এপ্রসঙ্গে শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, বাংলাদেশ ছাত্রলীগের দাবি একজন শিক্ষার্থী যেদিনই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে সেদিনই যেনো হলের একটি সিট পায়। সিট সংকট এবং গণরুমের দায় বাংলাদেশ ছাত্রলীগ কখনো নিবে না। আমরা সবমসময় চাই শিক্ষার যে সুষ্ঠু পরিবেশ তা ঠিক রাখতে, শিক্ষার মান ঠিক রাখতে। আমি একজন ছাত্রলীগের কর্মী হিসেবে সবার কাছে আহ্বান জানাবো ছাত্রলীগ যেনো আর কোনো নেতিবাচক শিরোনামের নাম না হয়। বিশ্ববিদ্যালয়ের সমস্ত ভাল কাজের শিরোনাম যেনো হয়।

এবিষয়ে সমাপনী বক্তব্যে সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, কোনো শিক্ষার্থী যাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর কোনোরকম শারীরিক বা মানসিক হ্যারেসম্যান্টের শিকার না হয় সেজন্য জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ আমরা এখানে সমবেত হয়েছি। আমরা মনে করি এই বিশ্ববিদ্যালয়ের ১৮ হাজার শিক্ষার্থী সবাই আমাদের ভাই, বোন এবং আপনজন। আমি ছাত্রলীগের সকল কর্মীদের অনুরোধ করবো নবীন শিক্ষার্থীদের আপনজন হতে যেনো ছাত্রলীগের মাধ্যমে ঐ শিক্ষার্থী বুজতে পারে একমাত্র ছাত্রসংগঠন হিসেবে ছাত্রলীগই সবার উপকার করে।

260 Views

আরও পড়ুন

শেরপুরে ছাত্র কল্যান পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুক্তি পেছালো আল্লামা মামুনুল হকের

রাজধানীতে হঠাৎ বৃষ্টি, সাথে তুমুল বজ্রপাত

চট্টগ্রাম উত্তর জেলায় ছাত্র অধিকার পরিষদ এর নতুন কমিটি

পেকুয়ায় বজ্রপাতে দুই লবণ চাষির মৃত্যু

গাইবান্ধায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত

আলোচিত মিল্টন সমাদ্দার গ্রেফতার

নওজোয়ানের সংবর্ধনায় চবি ভর্তি পরীক্ষায় ১ম স্থান অর্জনকারী মোবারক হোসাইন

শুধু গরমে গাছের গুরুত্ব নয়, গাছ লাগাতে হবে সারাবছর

বিশ্ব শ্রমিক দিবস : একটি পর্যালোচনা

কুবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

তীব্র তাপদাহে বাড়ছে রোগী : বারান্দা-মেঝেতে একের স্থানে তিন