ঢাকাশনিবার , ২৭ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ

বর্তমান পরিস্থিতে শরীয়তপুর জেলা বার এসোসিয়েশনের সভাপতির অভিনব উদ্যোগ

প্রতিবেদক
নিউজ এডিটর
৭ এপ্রিল ২০২০, ৯:১৫ অপরাহ্ণ

Link Copied!

” নবীন আইনজীবীদের জন্য বিকল্প আর্থিক সুবিধার অনুভূতি।”
——————————
সারা বিশ্ব তথা বাংলাদেশের প্রতিটি মানুষের মধ্যে এখন ভয় সৃষ্টি করে নিয়েছে কোভিড-১৯ বা করোনা ভাইরাস। যার ফলে সারাদেশ এখন লকডাউন অবস্থায়। জরুরী প্রয়োজন ব্যাতীত বের হতে পারছে না মানুষ।একইসাথে সরকার বন্ধ করে দিয়েছে প্রায় প্রতিটি সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান।

করোনা ভাইরাসের প্রভাবে দেশের সার্বিক বিবেচনায় প্রথমে সকল আদালতকে ২৯শে মার্চ হতে ২ এপ্রিল বন্ধ ঘোষণা করলেও এই ভাইরাসের প্রভাব নিয়ন্ত্রণে সরকার আগামী ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগ এবং দেশের সকল অধস্তন আদালত বন্ধের ঘোষণা করে। গত বছরও ডিসেম্বরের ২ -৩১তারিখ পর্যন্ত সারা দেশের জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সমূহে এক মাসের অবকাশ ছিল এবং এসব আদালতে বিচারাধীন মামলার কার্যক্রম বন্ধ ছিল। এবং বছরের প্রায় শুরুতেই কোভিড-১৯ এর কারণে বর্তমানে আদালতের সকল কার্যক্রম বন্ধ। সম্প্রতি প্রধানমন্ত্রীর ৩১ দফা বক্তব্যের একটি হচ্ছে “জনস্বার্থে বাংলা নববর্ষের সব অনুষ্ঠান বন্ধ রাখতে হবে যাতে জনসমাগম না হয়। ঘরে বসে ডিজিটাল পদ্ধতিতে নববর্ষ উদযাপন করতে হবে।” যা থেকে অনুমান করা যায় আদালতের কার্যক্রম আরো বেশ কিছুদিন বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে।

দেশের এই সংকটাপন্ন অবস্থায় বেতনভুক্ত সরকারী/বেসরকারী চাকুরীজীবীগণ তাদের বেতনের সুবিধা পাচ্ছে। এই পরিস্থিতিতে সমস্যা হয়ে দাড়াচ্ছে দিনমজুর ও নিম্ন মধ্যবিত্ত আয়ের পরিবারগুলোর। আশার বাণী কিছুটা হলেও স্বস্তিকর যে, অনেক বেসরকারী প্রতিষ্ঠান ও সরকারী ভাবে সেসব দিন-মজুর ও নিম্নবিত্ত শ্রেণীর পরিবারের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়েছে,যা দিয়ে তাদের কষ্ট হলেও চলে যাবে ১ সপ্তাহ। এই ভুক্তভোগী পরিবার ও ব্যাক্তির যথেষ্ট আশার বাণী থাকলেও আদালত বন্ধ থাকায় বেগ পোহাতে হচ্ছে নবীন আইনজীবীগণ ও শিক্ষানবিশ আইনজীবীদের।

আইনজীবীরা দেশের প্রথম শ্রেণীর নাগরিক ও সমাজের একজন সম্মানিত ব্যাক্তিত্ব হিসেবে বিবেচিত হওয়ায় এবং আদালতের কার্যক্রম বন্ধ হওয়ায় নতুন আইনজীবীদের পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। নতুন আইনজীবীগণের জীবিকার একমাত্র উৎস আদালত এবং তাদের কোন নির্ধারিত মাসিক আয় না থাকায় তারা রয়েছেন আর্থিক সঙ্কটে। আদালত চলাকালীন সময়ে মামলা ভেদে তাদের আয় দৈনিক এবং অনির্ধারিত। একদম নবীন আইনজীবীদের ক্ষেত্রে সঞ্চয় তেমন নেই বললেই চলে। অন্যদিকে একজন আইনজীবী আত্মনির্ভরশীল ও সম্মানিত ব্যাক্তি হওয়ায় তারা পরিবার ও নিকটাত্মীয় থেকেও কোন আর্থিক সুবিধা নিতে পারেন না এমন কি কোন বিজ্ঞ আইনজীবীগণ দান নেয়া পছন্দ করবেন না। অর্থাৎ নবীন আইনজীবীগণ এর একমাত্র আয়ের উৎস বন্ধ থাকায় তারা মানসিক ভাবে অর্থনৈতিক চাপের সম্মুখে রয়েছে।

অপরদিকে শিক্ষানবিশ আইনজীবীগণকেও পেশাগত জীবনের শুরুতেই এই সঙ্কটাপন্ন সময়ে ধাক্কা খেতে হচ্ছে ধাপে ধাপে। শিক্ষাজীবন শেষে কর্মজীবনের শুরুতে প্রায় বেশিরভাগই পরিবার থেকে কোন অর্থনৈতিক সুবিধা নেয়না। তাদের আয়ের উৎস হিসেবেও রয়েছে আদালতের চলমান কার্যক্রম থেকে আসা অর্থ। প্রত্যেকটি শিক্ষানবিশ আইনজীবীর উপার্জন ছিল তাদের সিনিয়র আইনজীবী হতে প্রাপ্ত দৈনিক সম্মানী। তাদের সঞ্চয়ের কোন সুযোগ নেই এবং এই স্বল্প আয় না থাকায় অনেক শিক্ষানবিশ আইনজীবীর স্বাভাবিক জীবনমানে বাঁধা পড়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে তারাও এই মানসিক চাপের বাইরে নয়।

দেশের বর্তমান এই পরিস্থিতি এবং নবীন আইনজীবীদের এই সাময়িক সমস্যা একটি বড় সমস্যা। একজন আইনজীবীর পারিপার্শ্বিক দিক বিবেচনায় এনে এই সমস্যার সমাধান একটু জটিল ও চ্যালেঞ্জিং বটে। সমাজের প্রত্যেক পেশার মানুষ দেশের এই পরিস্থিতে বিকল্প পদ্ধতিতে সুবিধা পেলেও নতুন আইনজীবীদের ক্ষেত্রে নেই তেমন কোন বিকল্প বা উদ্যোগ। তবুও দেশের এই সংকটাপন্ন সময়ে ও বর্তমান পরিস্থিতিতে নবীন আইনজীবীদের সাময়িক সমস্যা আর তাদের সম্মান দুটোকেই বিবেচনায় রেখে এক অভিনব উদ্যোগ গ্রহণ করেন শরীয়তপুর জেলা আইনজীবীদের সর্বোচ্চ অভিভাবক, জেলা আইনজীবী সমিতি’র সম্মানিত সভাপতি জনাব আবু সাইদ।

“Progressive Lawyer’s Union of Shariatpur- [PLUS]” – এই ইউনিয়নটির পরিচালক শরীয়তপুর বারের নবীন আইনজীবী জনাব শহিদুল ইসলাম সজিব এবং এটি গঠিত হয় একাধিক আইনজীবী ও শিক্ষানবিশ আইনজীবীদের নিয়ে। এই ইউনিয়নটির প্রধাণ উদ্দেশ্য, শরীয়তপুরের স্থানীয় পিছিয়ে পড়া নাগরিকদের বিনামূল্যে আইনি সেবা প্রদান ও উক্ত বারের আইনজীবীদের সর্বোচ্চ অধিকার নিশ্চিত করা। এই ইউনিয়নের উপদেষ্টা হিসেবে রয়েছেন জেলা বারের সভাপতি জনাব আবু সাইদ। উক্ত ইউনিয়নের সর্বাধিক সদস্য নবীন আইনজীবী ও শিক্ষানবিশ আইনজীবী হওয়ায় তাদের সমস্যাগুলো উক্ত ইউনিয়নে আলোচনা হয় এবং তা জেলা বারের সভাপতি ও [PLUS] এর উপদেষ্টা জনাব আবু সাইদের কাছে উপস্থাপন করেন ইউনিয়নের পরিচালক এডভোকেট শহিদুল ইসলাম সজিব।

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির একাধিকবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সভাপতি জনাব আবু সাঈদ উক্ত বিষয়গুলো বিবেচনা করেন এবং শরীয়তপুর আইনজীবী সমিতি’র সকল নবীন আইনজীবীগণ এর সম্মান অক্ষত রাখতে তার ব্যাক্তিগত প্রতিষ্ঠান “কো-অপারেটিভ” ব্যাংক থেকে প্রত্যেক নবীন আইনজীবী ও শিক্ষানবীশ আইনজীবীদের ১০ হাজার টাকা বিনা শর্তে ও বিনা সুদে প্রদান করছেন। আদালতের কার্যক্রম শুরু হওয়ার পরে প্রতি সপ্তাহে মাত্র ১০০ টাকা করে পরিশোধ করতে হবে। যার ফলে একজন নবীন আইনজীবীকে শুধু গৃহীত মূল টাকাই পরিশোধ করতে হবে এবং যার সময়কাল দীর্ঘ ২৫ মাস।

PLUS এর সদস্যদের ভাষ্যে- এই টাকা কোন নবীন আইনজীবীগণ বা শিক্ষানবিশ আইনজীবীদের জন্যই চাপ হবে না, কারণ আদালতের কার্যক্রম চলা অবস্থায় প্রত্যেক সপ্তাহে ১০০ টাকা করে পরিশোধ করা খুবই সহজ। এই ধারণা থেকে বিজ্ঞ আইনজীবীদের সম্মান আর বাস্তবতার নিরিখে এমন অভিনব কৌশল নিয়েছেন জেলার আইনজীবীদের সর্বোচ্চ অভিভাবক। শুধু তাই নয়ে তিনি নবীন আইনজীবীদের বাড়ি’তে স্ব-শরীরে(পর্যাপ্ত প্রটেকশনসহ) উপস্থিত হয়ে হ্যান্ড স্যানিটাইজারসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী এবং নগদ টাকার খাম তুলে দিচ্ছেন।

নবীন আইনজীবীরা তার এই অভিনব পদ্ধতিকে সাধুবাদ এবং একইসাথে তাকে কৃতজ্ঞতা জানায়। শরীয়তপুর জেলা বার এসোসিয়েশন এর নবীনদের পাশাপাশি প্রবীণ সকল বিজ্ঞআইনজীবীগণ তার এ তার এই অভিনব পদ্ধতিটি কে আইনজীবীদের জন্য রোল মডেল হিসেবে দেখেন। এবং প্রবীণ আইনজীবীদের মতে দেশের প্রতিটি বার এসোসিয়েশন অথবা সংশ্লিষ্ট বারের সিনিয়র আইনজীবীগণ এমন মানবিক উদ্যোগ নিলে সেটা নবীন আইনজীবীদের সম্মান বজায় আর শিক্ষানবিশ আইনজীবীদের প্রয়োজন দুটোই মেটাতে সক্ষম হবে।
—————————-
সংবাদ সংগ্রহণঃ মুবিন হাসান খান অয়ন।
সদস্য, Progressive Lawyer’s Union of Shariatpur- [PLUS]

105 Views

আরও পড়ুন

ক্রিকেট ইতিহাসে রেকর্ড সৃষ্টি : কোনও রান না দিয়েই ৭ উইকেট

চুয়েট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

এশিয়া এখন জ্বলন্ত উনুন চলছে তীব্র তাপপ্রবাহ

কাটা হবে ৩ হাজার গাছ, বন বিভাগ বলছে ‘গাছ রক্ষার কোনো সুযোগ নাই’

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি !! 

শেরপুর প্রেসক্লাবের নয়া কমিটি ॥ দেবশীষ- সভাপতি, মেরাজ সা: সম্পাদক

রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা।

শেরপুরে চাঞ্চল্যকর গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামী কানন মিয়া গ্রেফতার

আদমদীঘিতে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

BIIHR ও অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত: নেতৃত্বে জবি শিক্ষার্থী ফয়সাল

পেকুয়ায় বনবিভাগকে ফাঁসাতে গভীর ষড়যন্ত্রে নেমেছেন বনদস্যুরা

পেকুয়ায় বনবিভাগকে ফাঁসাতে গভীর ষড়যন্ত্রে নেমেছেন বনদস্যুরা

কুতুব‌দিয়ার ইউ‌পি চেয়ারম্যান আজমগীর কারাগা‌রে