ঢাকাশুক্রবার , ২২ সেপ্টেম্বর ২০২৩
  1. সর্বশেষ

সিলেট জজ কোর্টের পিপি হিসেবে নিয়োগ পেলেন এডভোকেট নিজাম উদ্দিন

প্রতিবেদক
নিউজ এডিটর
১০ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৬ পূর্বাহ্ণ

Link Copied!

সিলেট প্রতিনিধি :

সিলেট জেলা ও মহানগর দায়রা জজ আদালতের পিপি হিসেবে নিয়োগ পেলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ অ্যাডভোকেট নিজাম উদ্দিন। এর আগে ১৯৯৬-০১ সাথে সরকারের সহকারী পিপির দায়িত্ব পালন করেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত আদেশ পাওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। এর আগে এই দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ।

পারিবারিকভাবেই আওয়ামী লীগ পরিবারের সন্তান এডভোকেট নিজাম উদ্দিন। তার পিতা সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আফতাব উদ্দিন ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সিলেট আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য। আর মেঝো ভাই সাদ উদ্দিন আহমদ ছিলেন ষাটের দশকে এম.সি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

এছাড়াও নিজাম উদ্দিন ১৯৮০-৮৩ সালে নিজাম উদ্দিন সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৮৩-৮৬ সালে তিনি জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সাধারণ সম্পাদক থাকাকালে এরশাদ বিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের কর্মী হিসেবে কারাবরণও করতে হয় তাকে।

১৯৯৯-২০০৩ সালে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ২০০২-২০০৫ সালে জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।

রাজনীতির পাশাপাশি বিভিন্ন শিক্ষা ও সামাজিক কাজে সম্পৃক্ত রয়েছেন এডভোকেট নিজাম উদ্দিন।

297 Views

আরও পড়ুন

হিলিতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত

গ্রীনভয়েস জবি শাখার নতুন কমিটি গঠন

নওগাঁয় ২ ভুয়া পুলিশ আটক

দোয়ারাবাজারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাঈম হাসানের কবিতা “বিচ্ছেদ বিভ্রাট”

দোয়ারাবাজারের মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি, ক্ষমতাসীনদের পকেটভারী হয়েছে- জাহাঙ্গীর আলম

ইবি রিপোর্টার্স ইউনিটির মৌখিক ও লিখিত পরীক্ষা সম্পন্ন

কর্মকর্তা সমিতির সভাপতিকে লাঞ্চনার ঘটনা ভিত্তিহীন; দাবী ছাত্রলীগের

রাজশাহীতে দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান

রাবিতে কৃত্রিম প্রজনন ও পুনরুৎপাদন ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাগরপুরে চেয়ারম্যানের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

সান্তাহারে নারীসহ তিন মা দ ক বিক্রেতা গ্রেফতার