ঢাকাসোমবার , ৬ মে ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন, গণতন্ত্রের চর্চা গোড়া থেকেই

প্রতিবেদক
নিউজ এডিটর
৩ জুন ২০২২, ২:০১ অপরাহ্ণ

Link Copied!

মাোঃ আজিজার রহমান, দিনাজপুর:

দীর্ঘাদিন নানা কারণে বন্ধ থাকার পর সারা দেশের ন্যায় খানসামার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্টুডেন্টস কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার (২ জুন) দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয় এরই ধারাবাহিকতায় দিনাজপুরের খানসামা উপজেলার ১৪৪ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চার লক্ষ্যে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন হয়।

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, শিক্ষার্থীদের গণতন্ত্রিক মন-মানসিকতা তৈরি করতে স্টুডেন্টস কাউন্সিল গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রতিটি বিদ্যালয়ে একটি কাউন্সিল গঠন করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তারা এ বিষয়ে প্রতিষ্ঠান প্রধানদের অবহিত করেছেন। শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের নিয়ে অবহিতকরণ সভাও অনুষ্ঠিত হয়েছে। গত ২২ মে নিয়োগ করা হয়েছে নির্বাচন কমিশনার। পরদিন ২৩ মে ভোটার তালিকা প্রকাশ ও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

২০১০ সালে সর্বপ্রথম স্টুডেনস কাউন্সিল নির্বাচন শুরু হয়। কিন্তু ২০১৩ সালের পর নানা জটিলতায় তা আর সম্ভব হয়নি। দীর্ঘদিন পর ২০২২ সালে আবার স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সূত্র মতে, গত ২৪ মে মনোনয়ন আহ্বান করে গত ২৮ মে তা জমা নেওয়া হয়েছে। পরদিন ২৯ মে মনোনয়নপত্র বাছাই করে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। মনোনয়ন প্রত্যাহার এবং চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে গত ৩০ মে। বৃহস্পতিবার (২ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরপর ফল ঘোষণা করা হয়।

32 Views

আরও পড়ুন

বজ্রপাতে অগ্নিদগ্ধ হয়ে খাগড়াছড়িতে নিহত-৩

দুবাই ইন্টারন্যাশনাল সাইন্স ফেস্টে তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা সাইন্স ক্লাবের অংশগ্রহণ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারারো যুবক,আহত ৩

কুবির তিন হলে তিন হাউজ টিউটর নিয়োগ

শিলাবৃষ্টিতে দোয়ারাবাজারে সহস্রাধিক ঘর ক্ষতিগ্রস্ত

মৌলভীবাজারে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আব্দুল মতিন খান

আনোয়ারায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পারভীন হাবিবের উঠান বৈঠক

শেরপুরের নবাগত পুলিশ সুপার আকরামুল হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময়

আজ থেকে রেলের বাড়তি ভাড়া কার্যকর । জেনে নিন কোন রুটে কত বেড়েছে-

বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা

বিতর্কে জয়ী রাবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল

জৈন্তাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক পেয়ে আনুষ্টানিক প্রচারণা শুরু।