মোঃ আবু সঈদ,স্টাফ রিপোর্টারঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ব্যারিস্টার আনোয়ার হোসেন।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান এর নিকট মনোনয়ন পত্র জমা দেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন।
মনোনয়ন ফরম জমাদানকালে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সলিব নুর বাচ্চু, উপজেলা বিএনপি নেতা জিয়াউর রহমান ও মোঃ রমজান আলী।
মনোনয়নপত্র জমাদান শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, আমি সাধারণ মানুষের অধিকার রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছি। শান্তিগঞ্জ ও জগন্নাথপুর বাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ মুরুব্বী আব্দুল মান্নান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ,জয়কলস ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, গণ্যমান্য মুরুব্বি তারিফ মিয়া, আব্দুস সুবহান, মজনু মিয়া, শাহজাহান মিয়া, সানু মিয়া, মঈনুল হক,আব্দুর রাজ্জাক ময়না,
জিয়াউর রহমান তুহিন,আব্দুস সহিদ,
জয়কলস ইউপি সদস্য মছকু মিয়া, ইউপি সদস্য আশিক মিয়া, ফারুক আহমদ, ফখরুজ্জামান তালুকদার, আব্দুল লতিফ, সানুর মিয়া, আব্দুল ওয়াকিব, জমিল হোসেন, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোরশেদ আহমদ হৃদয়,উপজেলা ছাত্রদল নেতা মোফাসির আহমদ রিয়াদ ও রেজুয়ান আহমদ সহ প্রমুখ।