ঢাকাবুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ

ঢাকায় রাত জেগে জোনাকি দেখা এখন কল্পনার মতো

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৭ জুলাই ২০২৫, ৭:১৭ অপরাহ্ণ

Link Copied!

এলেন বিশ্বাস, কন্ট্রিবিউটিং রিপোর্টার, ঢাকা

কখনো ঘন অন্ধকার রাতে গ্রামের কোনো খোলা মাঠে বা নদীর ধারে চোখে পড়তো ছোট ছোট আলোর ঝিলিক জোনাকি পোকা। শিশুরা কৌতূহলে দৌঁড়ে যেত তাদের ধরতে, বড়রাও মুগ্ধ দৃষ্টিতে দেখত প্রকৃতির এই মায়াবী খেলা। অথচ ঢাকার বাসিন্দাদের জন্য এই দৃশ্য এখন যেন গল্প-উপন্যাসের কল্পনার মতো।

একসময় রাজধানীর আশপাশে, এমনকি কিছু পারিবারিক বাগানেও জোনাকির দেখা মিলতো। কিন্তু আজকের ঢাকা কংক্রিটের জঙ্গল, আলোর দানব, শব্দদূষণ আর বায়ুপ্রদূষণে জর্জরিত এক জনপদ। রাতেও নিস্তব্ধতা নেই, নেই প্রাকৃতিক পরিবেশ—ফলে হারিয়ে যাচ্ছে জোনাকি, যেমন হারিয়ে গেছে কোকিলের ডাক কিংবা শালিকের ঝাঁক।

পরিবেশবিদদের মতে, জোনাকি পোকা বেঁচে থাকার জন্য দরকার হয় পরিচ্ছন্ন ও আর্দ্র পরিবেশ, পাশাপাশি গাছগাছালি ও কম আলোকদূষণের পরিবেশ। ঢাকায় এর কোনোটিই এখন আর পাওয়া যায় না। প্রাকৃতিক বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হলে এমন অনেক প্রজাতিই হারিয়ে যাবে, আর জোনাকি তার এক প্রতীক মাত্র।

নগরবাসীর চোখে এটি শুধুই আরেকটি ক্ষতি। উত্তরার বাসিন্দা লায়লা তাসনিম বলেন, আমার শৈশবে নানা বাড়িতে গিয়ে জোনাকি ধরার অভিজ্ঞতা ছিল। আমার সন্তানেরা জানেই না ওগুলো কী। ওদের জন্য এসব শুধু বইয়ের ছবি।

বিভিন্ন প্রকৃতি সংরক্ষণ সংগঠন বলছে, নগরায়ন, রাসায়নিক কীটনাশকের অতিরিক্ত ব্যবহার, এবং আলো দূষণ কমানো না গেলে শুধু জোনাকি নয়, আরও অনেক ক্ষুদ্র প্রজাতির পতঙ্গও বিলুপ্ত হয়ে যাবে। ফলে প্রভাব পড়বে সম্পূর্ণ খাদ্যচক্রে।

তাই এখনই সময়, নগর পরিকল্পনায় পরিবেশবান্ধব নীতি অন্তর্ভুক্ত করার। শিশুদের প্রকৃতির এই বিস্ময়গুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার। নয়তো একদিন হয়তো বলতে হবে—“এক ছিল জোনাকি, রাতের আকাশে ছোট্ট জোনাকি আলো”।

ঢাকায় রাত জেগে জোনাকি দেখা এখন কেবলই স্মৃতির মায়ায় জড়িয়ে থাকা কল্পনা। প্রকৃতির এই নিঃশব্দ নিঃশেষে আমরা কী এতটাই উদাসীন?

ছবি সংগৃহীত

আরও পড়ুন

চকরিয়া রেলওয়ে স্টেশনের অ্যাপ্রোচ রোডে সৌরবাতি স্থাপনের আবেদন

জামায়াতে যোগদান করলেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান

দোয়ারাবাজারে বিএনপি নেতার মোবাইল নম্বর হ্যাক: অনাকাঙ্ক্ষিত স্ট্যাটাসে বিভ্রান্তি

বোয়ালখালীতে মরহুম রফিক মিয়ার পরিবারের উদ্যোগে মিলাদ মাহফিল ২৬ ডিসেম্বর

শান্তিগঞ্জে কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি সভা ‎

বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ-এর ৫৪তম শাহাদাত বার্ষিকীতে  শ্রদ্ধাঞ্জলি

বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ-এর ৫৪তম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

কুকসুর গঠনতন্ত্র অনুমোদনের জন্য ইউজিসির কমিটি গঠন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো চবি ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. নজরুল ইসলাম

প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপ-পরিচালক হলেন রফিকুল ইসলাম তালুকদার

ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি