ঢাকাসোমবার , ১৩ মে ২০২৪
  1. সর্বশেষ

জাতীয় শোক দিবস; সততাই হোক আত্মশক্তি, পিতা মুজিবের শ্রদ্ধা জানানোর মাধ্যম; আতাউর রহমান বিপ্লব

প্রতিবেদক
নিউজ ভিশন
১৬ আগস্ট ২০২০, ১১:১৯ অপরাহ্ণ

Link Copied!

আমি বৃক্ষের কাছে চাই ছায়া, জীবনের কাছে চাই শক্তি, ইতিহাসের কাছে নেই সত্যের শিক্ষা। বেদনাবিধূর এই দিনকে ঘিরে গোটা জাতী আজ একত্রিত। এই স্মৃতি বেদনার ও অনুভবের। বারবার একটি আত্মপ্রশ্ন আমাকে তাড়িত করে, কেউ কি দেখেছে এমন মৃত্যু? শুধু বাঙ্গালী জাতী নয়, পৃথিবীর ইতিহাসে এ ধরনের হত্যাকান্ড বিরল। এতটা নির্মম আর পৈশাচিক হত্যার শিকার হয়নি কোন রাজনীতিবিদ। একের পর এক কন্টকাকীর্ণ পথ পাড়ি দিতে দিতে, বাঙ্গালী জাতী আজও থাকে স্মরণ করে বিরল মততায় শ্রদ্ধায়।

পিতা মুজিব তার বিশ্বাস গচ্ছিত রেখে গেছেন এদেশের মাটি আর মানুষের কাছে। আমজনতা সেই বিশ্বাস রক্ষা করেছে বটে কিন্তু তাকে রক্ষা করতে পারেনি। মানুষের মনে যিনি পৌঁছান, তখন মানুষই তার বিচারক হয়ে ওঠেন। তার বিশেষণ বা অলংকারের প্রয়োজন হয় না। স্বপ্ন হত্যার ৪৫ বছর পরও আমরা কি তাকে নিয়ে শুধু স্মতির মিনার গড়বো?

আসুন শোককে শক্তিতে পরিনত করি। আত্ম বিশ্লেষণের মধ্য দিয়ে ফিরিয়ে আনি পিতা মুজিবের কর্মময় জীবনের আদর্শ। একটি দেশ, একটি জাতী, অমিত সাহস ও দূর্বার প্রেরণায় জেগে উঠার সুপ্তমন্ত্র উচ্চারণ করেছেন শেখ মুজিবুর রহমান। তার মৃত্যুর কি প্রয়োজন ছিল? এ লজ্জা রাখবো কোথায়। এই বেদনা- বিধুর স্মৃতিই আমাদের বিবেক জাগ্রত করুক। তাকে শ্রদ্ধা জানানোর আগে নিজেদের আত্ম অহমিকা ও আত্ম প্রতারনার বলয় থেকে মুক্ত হতে হবে। পিতা মুজিবের স্বপ্নময় সোনার বাংলা গড়ার স্বপ্নকে সফল করার প্রেরণা আজ আমাদের শক্তি হয়ে উঠুক। আত্মশক্তির সততাই হোক তাকে শ্রদ্ধা জানানোর মাধ্যম।

এ সত্য অনুভবের, প্রকাশের নয়। তবুও ভেজা চোখে সবিনয় মিনতি, আবার কবে আসবে তুমি।

লেখক: খ.ম আতাউর রহমান বিপ্লব, সাধারণ সম্পাদক, কুড়িগ্রাম প্রেসক্লাব।

66 Views

আরও পড়ুন

জৈন্তাপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার পাশের হার ৬৮.৮৮% জিপিএ-৫ পেয়েছে।৩৪ জন।

১০ বছর যাবৎ ম্যানেজ করেই চলছে মইজ্জ্যারটেকের হাক্কানী খাদ্য কারখানা!

বাগেরহাট জেলার শরণখোলাতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত।

আগামীর লোহাগাড়ার উন্নয়ন ও অগ্রগতির পরিকল্পনা বিষয়ে মতবিনিময় ও সাংবাদিকদের মিলনমেলা লোহাগাড়ায়

মাতারবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পেলো আফিফ আল হোসাইন।

হাঁস প্রতিকে ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছে উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী আলেয়া ফেরদৌস

সাংবাদিক নির্যাতন ও কর্তব্য কাজে বাধা,নিন্দা জানিয়েছে বিএইচআরএফ

এসএসসি ও সমমান পরীক্ষার চলতি বছরের ফল প্রকাশ আজ

নওগাঁর পত্নীতলায় নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান।

নাগরপুরে মহিলার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ

দীর্ঘ ১৫ বছর পর বুটেক্সে ওসমানী হলে আসলো পরিবর্তন

সংবাদ সম্মেলনে এসে তোপের মুখে আরডিএ চেয়ারম্যান।