ঢাকাসোমবার , ৬ মে ২০২৪
  1. সর্বশেষ

বিনম্র শ্রদ্ধাঃ প্রফেসর এ.জে.এম. নুরুদ্দীন চৌধুরী

প্রতিবেদক
নিউজ এডিটর
৭ অক্টোবর ২০২০, ৫:৪৩ পূর্বাহ্ণ

Link Copied!

অ্যাডভোকেট মো. সাইফুদ্দীন খালেদ

মানব সন্তানকে শিক্ষিত করে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলে বলেই শিক্ষককে বলা হয় মানুষ গড়ার কারিগর। মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করার ক্ষমতা সম্পন্ন এক সফল শিক্ষকের প্রতিকৃতি প্রফেসর এ.জে.এম নুরুদ্দীন চৌধুরী স্যার। যিনি সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করতে সমর্থ হয়েছেন। শিক্ষকতা এমন একটি পেশা যার সঙ্গে দেশ ও জাতির কল্যান-অকল্যান নিহিত রয়েছে। এ জন্যই এ পেশায় সবাই দেখতে চান কিছু বিদ্যানুরাগী ভালো মানুষ যাঁরা শিক্ষকতা পেশাকে আন্তরিকভাবে গ্রহণ করেন। পিতা-মাতা যেমন শিশুর জন্মদান করেন, লালন পালন করেন, তেমনি শিক্ষক তাঁর সকল মেধা, শ্রম ও সাধনা দিয়ে তাকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলেন। তিনি এমনই একজন শিক্ষক। শুধু তাই নয়, তিনি নিজেও জ্ঞানের আলোয় আলোকিত ও শুদ্ধ মানুষ হন। সন্তানের কাছে তার পিতা-মাতা যেমন
আদর্শ ও অনুকরণীয় দৃষ্টান্ত তেমনি তিনিও তাঁর ব্যক্তিত্ব, আদর্শ ও কর্মের গুণে শিক্ষার্থীর কাছে আদর্শ ও অনুকরণীয় হয়ে ওঠেন। জ্ঞান আহরণ ও বিতরণের প্রক্রিয়ায় তাঁর অংশগ্রহণ মানুষকে আলোকিত হতে সাহায্য করেন। তিনি
জীবদ্দশায় আলোকিত ও শুদ্ধ মানুষের বহুমাত্রিক প্রেষণায় অনেকের জীবনকে সমৃদ্ধ করেছেন। এমারসন যথার্থই বলেছেন, ‘‘জীবন জ্ঞানীদের জন্য উৎসবমুখর”। তিনি সম্মানের জন্যে লালায়িত ছিলেন না, বরং সম্মান তাঁর পিছু-পিছু হেঁটেছে। কঠোর অধ্যাবসায়, ধীশক্তি, সততা, সময়ানুবর্তীতা তাঁকে এ অসাধারণ সাফল্য এনে দেয়। তিনি তাঁর আচার
আচরণ, মন ও মননে নিজেই বটবৃক্ষের প্রতীক। তঁার সাফল্যের ভিত্তি হল পেশাগত জ্ঞান ও দক্ষতা, নির্মল চারিত্রিক গুণাবলী, জ্ঞান সঞ্চারণে আন্তরিক সদিচ্ছা ও প্রচেষ্টা। চট্টগ্রাম জিলার হাটহাজারী থানাধীন উত্তর মাদার্শা গ্রামে ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন। ছাত্র জীবনে তিনি চট্টগ্রাম মুসলিম হাইস্কুল, চট্টগ্রাম সরকারী বাণিজ্য কলেজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। পরবর্তীতে উচ্চতর ডিগ্রির জন্য ইংল্যান্ডে
অবস্থান করেন। দেশে ফিরে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদেন। দীর্ঘ চার দশকের বেশী সময় শিক্ষকতা পেশায় সাফল্য ও সুনামের সাথে নিয়োজিত ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সাদার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। দলমত, শ্রেণী-পেশা নির্বিশিষে এমন একজন শিক্ষক সমাজের সকল মানুষের শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি ছিলেন ছাত্রছাত্রীদের জন্য এক নির্ভরশীল অভিভাবক, আলোকবর্তিকা তুল্য। গত ২৬ সেপ্টেম্বর স্যার ইন্তেকাল করেন
(ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজেউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র এবং দুই কন্যা সহ আত্মীয় স্বজন, অগনিত শিষ্য ও গুনগ্রাহী রেখে যান।
২৭ সেপ্টেম্বর বাদ জোহর জমিয়তুল ফালাহ্ মসজিদ প্রাঙ্গণে তঁার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। স্যারের প্রতি রয়েছে আমার প্রাণভরা ভালোবাসা, কৃতজ্ঞতা ও হৃদয় নিংড়ানো শ্রদ্ধা। আইনগত বিষয়ে স্যার আমার সাথে আলোচনা করতেন। স্যারের সঙ্গে আমার ঘনিষ্ঠতা দিনে দিনে বৃদ্ধি পেতে থাকে। যতটুকু বুঝতে পেরেছি স্যার আস্তে আস্তে কথা বলতেন এবং চুপচাপ থাকতে পছন্দ করতেন। লকডাউন চলাকালীন সময়ে স্যারের সাথে আমার কিছুদিন পরপর ফোনে কথা হতো। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমার সাথে বসার কথা ছিল। কিন্তু আর বসা হলো না! শ্রদ্ধেয় এ.জে.এম নুরুদ্দীন চৌধুরী স্যার আর নেই। কিন্তু রয়ে গেছে তাঁর অনেক স্মৃতি বিশেষ করে তাঁর পরমতসহিষ্ণুতা ও ব্যক্তিগত সু-সম্পর্কের গুন সুন্দর সমাজ গঠনে আমাদের জন্য অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে। বর্তমান সমাজে তাঁর মতো এ ধরনের সজ্জ্বন ব্যক্তির বড়ই অভাব। এরকম জ্ঞানী ও গুনী ব্যক্তিদের চলে যাওয়া
দেশ ও সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। বিশেষ করে শিক্ষাঙ্গনে তাঁর মতো অসাধারণ প্রতিভার শুন্যতা পূরণ হওয়ার নয়। এ মানুষটির ছবি বারবার চোখে ভেসে আসছিল আর অন্তর থেকে দোয়া আসছিল তাঁর জন্যে। বিনম্র শ্রদ্ধা স্যারের জন্য। এ সুন্দর মনের মানুষটির চেহারা আমার স্মৃতিতে চিরজাগরুক হয়ে থাকবে। আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। আল্লাহ্ স্যারকে জান্নাত বাসী করুন, আমিন।

লেখক- আইনজীবী।

52 Views

আরও পড়ুন

লোহাগাড়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব‌ সম্পন্ন

নাগরপুরে শিক্ষক নেতৃত্বে সর্বোচ্চ ৫৬৮ ভোট পেয়ে নির্বাচিত ছানোয়ার

নাগরপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত

বাইশারী বাজারে অগ্নিকাণ্ডে ফ্যামিলি বাসাসহ ৪ দোকান পুড়ে ছাই !!

সুন্দরবন’র আগুন নিয়ন্ত্রণে এলেও শংকা কাটেনি এখনও

শেরপুরে ‌’কানেক্ট জাপান এডুকেশন’ ট্রেনিং সেন্টারের উদ্বোধন

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

চলছে তীব্র তাপদাহ এতে জনজীবন অতিষ্ঠ গ্রীন ভয়েস কক্সবাজার জেলার বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

রাসিক মেয়রের সাথে ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ।

নাগরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন নেতৃত্বে হোসেন-ওয়াহিদ-কানিজ

রাঙামাটির কাউখালীতে বজ্রপাতে মৃত্যু-১ আহত-৪

বজ্রপাতে অগ্নিদগ্ধ হয়ে খাগড়াছড়িতে নিহত-৩