ঢাকারবিবার , ১৯ মে ২০২৪
  1. সর্বশেষ

বন্দুকের গুলিতে জোড়া খুন :
তাহিরপুরে দুই সহোদরের মৃত্যুদন্ড: ১৩ আসামীর যাবজ্জীবন

প্রতিবেদক
নিউজ এডিটর
২৬ মার্চ ২০২১, ৬:৪২ পূর্বাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ :

বন্দুকের গুলিতে জোড়া খুনের দায়ে আদালত সুনামগঞ্জের তাহিরপুরে দুই সহোদরকে মৃত্যুদন্ড’র রায় প্রদান করেছেন।
একই মামলায় অপর ১৩ আসামীকে আদালত যাবজ্জীবন কারাদন্ড’র রায় প্রদান করেছেন।

মামলার বিচারকাজ চলাকালে ৯ আসামী মৃত্যু বরন করেন এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ১৩ আসামীকে আদালত বেখসুর খালাস প্রদান করেন।
বৃহস্পতিবার সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ নুরুল আলম মোহাম্মদ নিপু এ রায় দেন।

মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীরা হলেন, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের কামদেবপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আবদুল হান্নান ওরফে যাত্রা মিয়া ও তারই সহোদর শামছুদ্দিন ওরফে শামছু মিয়া।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন-উপজেলার কামদেরপুর গ্রামের আবদুল মান্নান, ইনু মিয়া, রেনু মিয়া, হামদু মিয়া, আফজল মিয়া, জালাল উদ্দিন,আবদুল নূর, সবুজ মিয়া, বাবুল মিয়া, আলকাছ মিয়া, বাদল মিয়া, রহমত আলী ও মনু মিয়া।

বৃহস্পতিবার বিকেলে আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সৈয়দ জিয়াউল ইসলাম মামলার রায় প্রদানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০০০ সালের ১৮ মার্চ তাহিরপুর উপজেলার কামদেবপুর গ্রামে দু’পক্ষের লোকজনের মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে এক পক্ষের লোকজনের হাতে অন্য পক্ষের লোকজন হামলার শিকার হন।
পরদিন ১৯ মার্চ সকালে ওই ঘটনায় গ্রাম্য সালিসে যাবার পথে প্রতিপক্ষেi ছোড়া বন্দুকের গুলিতে গুলিবিদ্ধ হয়ে উপজেলার কামদেবপুর গ্রামের মৃত মফিউ উল্লাহ তালুকদারের ছেলে আরফান আলী ও মৃত মোজাফ্ফর তালুকদারের ছেলে মতিউর রহমান নিহত হন।

২০০০ সালের ১৯ মার্চ জোড়া খুনের ঘটনায় নিহতের আত্মীয় আতাউর রহমান থানায় ২৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
২০০১ সালের ৩১ মার্চ ওই মামলায় ৩৭ জনকে অভিযুক্ত করে মামলার তদন্তকারী অফিসার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার আদালতের বিজ্ঞ বিচারক এ রায় ঘোষণা করেন।,

বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট জহুর আলী ও অ্যাডভোকেট মো. কামাল হোসেন(৩) এবং আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলন।

রায় প্রদানকালে দন্ডপ্রাপ্ত ও খালাসপ্রাপ্ত সকল আসামীদের আদালতে হাজির করা হয়।

68 Views

আরও পড়ুন

বিচ্ছুর বন্যপ্রাণী সংরক্ষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শারমিন মীমের কবিতা “ভেজাল”

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শার্শায় ভোটগ্রহণ নিয়ে কর্মকার্তাদের সাথে নির্বাচন কমিশনারের ব্রিফিং

নাগরপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা দুলাল বহিষ্কার

গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে বুটেক্স শিক্ষার্থীদের মানববন্ধন

রূপগঞ্জের জাঙ্গীর কুদুর মার্কেট-নদীরঘাট রাস্তাসহ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

নাগরপুরে হেভিওয়েট প্রার্থী না থাকায় জমেনি উপজেলা নির্বাচন

“রাখে আল্লাহ, মারে কে” : নাইক্ষ্যংছড়ি ছালামী পাড়ায় মোটরসাইকেল মার্কার সমর্থনে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী তোফাইল

কবি ফিরোজ খানের কবিতা

নাইক্ষংছড়িতে প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ !!

লোহাগাড়ার আজিজ কাতারে মারা গেলো স্ট্রোকে