ঢাকাশনিবার , ১১ মে ২০২৪
  1. সর্বশেষ

কাপাসিয়ায় সাড়ে সাত লাখ টাকা চুরির দায়ে এক নারী চোর গ্রেফতার

প্রতিবেদক
নিউজ এডিটর
২৭ অক্টোবর ২০২১, ১:২৭ পূর্বাহ্ণ

Link Copied!

শামসুল হুদা লিটন,কাপাসিয়া (গাজীপুর)থেকেঃ

গাজীপুরের কাপাসিয়ায় আমেরিকার প্রবাসী সেজে, এক আমেরিকান প্রবাসীর বাড়ি থেকে সাড়ে সাত লাখ টাকা চুরির দায়ে এক দুর্ধর্ষ নারী চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রবাসী সেজে ওই নারী সাড়ে সাত লাখ টাকা চুরির করে পালিয়ে যায়। এঘটনায় অজ্ঞাতনামা এক মহিলাকে আসামি করে কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের হয় গত ১ অক্টোবর। গত রবিবার তাকে গাজীপুর জেলার জয়দেবপুর থানা পুলিশ গজারিয়া পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে। ওই নারীর নাম তানিয়া শিকদার (২৮)। সে গজারিয়া পাড়ার মৃত হাসানের মেয়ে। তার নামে ঢাকাসহ বিভিন্ন থানায় চুরি ও প্রতারনার সহ মোট ১৫টি মামলা রয়েছে।

উল্লেখ্য, কাপাসিয়া উপজেলার চাঁদ ইউনিয়নের চাঁদপুর বাজারের পূর্বপাশে সবুজ মাহমুদ নামের এক ব্যক্তি দীর্ঘদিন যাবত আমেরিকায় বসবাস করতেন। সেই সুবাদে তাদের বাড়ির অনেকেই এখন আমেরিকা প্রবাসী। ওই দিন বিকেলে হঠাৎ করে এক নারী আধূনিক পোশাক পরিহিত ও স্বর্ণালংকার সম্বলিত সেজেগুজে সবুজ মাহমুদের বাড়িতে এসে জানায় সে আমেরিকা থেকে এসেছে। সে সবুজের সাথে আমেরিকা থাকেন। সবুজের অনেক অনুরোধে বেড়াতে এসেছেন বলে জানান। সম্প্রতি তাদের বাড়িতে ঘটে যাওয়া কিছু ঘটনার অবিকল বর্ণনা দিয়ে তাদের আস্থা অর্জন করেন। পরে ওই নারী সবুজের মাকে জানায় সে সেপ্টেম্বরের ৮ তারিখে দেশে এসেছেন। আগামী তিন মাস দেশে থাকবেন এবং ওই নারী জানান সবুজ ৬ সেপ্টেম্বরে বিদেশে যাওয়ার আগে সাড়ে সাত লাখ টাকা বাড়িতে রেখে গেছেন। ওই টাকার সাথে আমার কিছু টাকান রাখেন বলে কিছু টাকা বের করে সবুজের মায়ের কাছে দেন। সবুজের মা আলমারির ড্রয়ারে তার টাকা গুলো রাখেন এবং কেবিনেটের ভেতর চাবি রাখেন। বাড়ির সদস্যরা অতিথিকে আপ্যায়ণ করাতে বিশেষ ভাবে সবাই কাজে ব্যস্ত হয়ে পড়েন। এই সুযোগে চাবি দিয়ে ড্রয়ার খুলে সাড়ে সাত লাখ টাকা নিয়ে মুহূর্তের মধ্যেই উধাও হয়ে যায়।
বাড়িতে স্থাপিত সিসি টিভি ফোটেজে দেখো যায়, ওই নারী তিনচাকার একটি ব্যাটারী চালিত অটোরিকশা চড়ে চলে যাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, চুরির ঘটনায় কাপাসিয়া থানায় একটি মামলা হয়। পুলিশ বহু দিন ধরে খুঁজছিল তাকে গত রবিবার জয়দেবপুর থানায় পুলিশ গজারিয়া পাড়া এলাকা থেকে ওই প্রতারক নারীকে আটক করেছে।

58 Views

আরও পড়ুন

প্রথম ধাপে শেরপুরের দুই উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

শিক্ষকদের সাথে ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণ’ অফিস সহকারীর, প্রশ্রয়ের অভিযোগ সাবেক বিভাগীয় প্রধানের বিরুদ্ধে

বুটেক্সের প্রথম দিনের ভর্তি শেষে ৬০ শতাংশ আসন ফাঁকা

চট্টগ্রামে বিমান বিধ্বস্ত : নিহত এক পাইলট

চট্টগ্রামে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান: আশংকাজনক অবস্থায় দুই পাইলট

জেলা আ.লীগের সভাপতিকে হারিয়ে সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান হলেন এমপি পুত্র

নওগাঁর পত্নীতলায় উপজেলা পরিষদ নির্বাচনে গাফফার জয়ী

বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে পারভেজ কবীরের জয়

জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব উদযাপন বৃহস্পতিবার

তানোরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ বিজয়ী হলেন যারা

বিশ্ব গাধা দিবস উদযাপন করবেন যেভাবে

গাইবান্ধার ফুলছড়িতে ভোট বর্জন করলেন চেয়ারম্যান প্রার্থী জিএম সেলিম