ঢাকাশুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ

আইন গ্রন্থ প্রণেতা ও ফৌজদারি বিশেষজ্ঞ আইনবীদ জহিরুল হক স্মরণে

প্রতিবেদক
নিউজ এডিটর
২৪ মার্চ ২০২১, ৩:১৪ পূর্বাহ্ণ

Link Copied!

জিয়া হাবীব আহ্‌সান, এডভোকেট

সিনিয়র জহিরুল হক সাহেবের সি.আর.পি.সি, পেনাল কোড, সাক্ষ্য আইন সমগ্র দেশের আইনাঙ্গনে যুগ যুগ ধরে সু-পরিচিত এমন কোন আইনজীবী বা বিচারক নেই যিনি তাঁর পুস্তক সম্পর্কে অবগত নহেন । তাছাড়া ফৌজদারি
বিশেষজ্ঞ আইনজীবী হিসেবেও তাঁর অসাধারণ যশ ও খ্যাতি ছিল । চট্টগ্রাম মহানগরীর দেওয়ানবাজার একই এলাকায় বসবাস এবং আইনজীবী পিতার সন্তান হওয়ার সুবাদে খুব কাছে থেকে এই বরেণ্য আইনজীবীকে দেখার সুযোগ হয়েছে
। মরহুমের মেয়ের জামাই বিশিষ্ট আইনজীবী ও আইন শিক্ষক মরহুম মোহাম্মদ খালেদ চৌধুরী, মরহুমের পুত্র এড. আহসানুল হক (হেনা) ও কন্যা এড. কাওসার পারভিন হক
জুলু আইনাঙ্গনে সুপরিচিত নাম । মরহুম জহিরুল হক সাহেবের মত খ্যাতিমান ফৌজদারি আইনজীবী বর্তমান সময়ে বিরল । তাঁর পিতা নজির আহমদ চৌধুরী একজন সমবায়ী ছিলেন এবং আমার মরহুম পিতা এডভোকেট এ.এম য়্যাহয়্যাও
একজন সমবায় আন্দোলনের পুরোধা হিসেবে উভয়ের মধ্যে যোগাযোগ, সু-সম্পর্ক ও যাতায়ত ছিল । তৎ কন্যা কাউসার পারভিন জুলু আপা আমার শ্বাশুড়ি আম্মার সাথে অনেক ঘনিষ্ট সম্পর্ক থাকার কারণে আমাকে জামাই বলে সম্বোধন
করেন । চট্টগ্রামের প্রখ্যাত আইনজীবী জহিরুল হকের জন্ম সাবেক চকরিয়ার পেকুয়া উপজেলার উজানঠিয়া গ্রামে । ঐ গ্রামের একজন গণ্যমান্য ব্যাক্তি নজির আহমদ চৌধুরী তাঁর পিতা । উনার মা একজন মহীয়সী নারী । তাঁর মায়ের নাম
মায়মুনা খাতুন । জহিরু হকের নাম ছিল নন্না মিয়া । অষ্টম শ্রেণিতে পড়াকালীন এ.কে ফজলুল হকের ছবি দেখে মায়মুনা খাতুন জি.এম.সি ইনিস্টিটিউশনে যান এবং নন্না মিয়ার নাম পরিবর্তন করে জহিরুল হক নাম রাখেন । ঐ স্কুলের প্রধান শিক্ষক জহিরুল হককে খুব পছন্দ করতেন কারণ তিনি
নিয়মিত ৫ ওয়াক্ত নামায আদায় করতেন এবং অত্যন্ত পড়ুয়া ছিলেন । মেট্রিক পাশ করবার পর তিনি চট্টগ্রাম কলেজে আই.এ ও বি.এ পড়েন । সেই সময় তাঁর বন্ধু বিশিষ্ট আইনজীবী এড. ফিরোজ আহমেদের সাথে ঢাকা চলে যান । ঐখানে আইন বিষয়ক ডিগ্রী লাভ করেন । আইনজীবী হওয়ার পরেও তিনি কিছুদিন সচিবালয়ে ও কক্সবাজারের ঈদগাও স্কুলে শিক্ষকতা করেন । ঐ সময় একই স্কুলে মৌলোভী ফরিদ
আহমদ তাঁর সাথে শিক্ষকতা করতেন । পরে জহিরুল হক চট্টগ্রাম আদালতে, ফিরোজ আহমদ চৌধুরী কক্সবাজারে, ফরিদ আহমদ চৌধুরী ঢাকাতে প্র্যাকটিস শুরু করেন । জহিরুল হক বিয়ে করেন চট্টগ্রামের দক্ষিণ আউলর ধন্যাঢ্য জমিদার
সৈয়ুদুর রহমান ওয়ারেসীর জ্যৈষ্ঠা কন্যা আয়েশাকে । জহিরুল হক ৪ সন্তানের পিতা ।

আহসানুল হক হেনা, আরজুমন হক মিনু, কাওসার পারভিন হক জুলু, আরিফুল হক জাবেদ। তাঁর দুই সন্তান এখনো চট্টগ্রাম জেলা জজ কোর্টে আইনজীবী হিসেবে আছেন । এড. আহসানুল হক (হেনা), এড. কাওসার পারভিন হক । তাঁর বড় কন্যার স্বামী খালেদ চৌধুরীও এডভোকেট ছিলেন এবং তিনি অকালে মারা যান । তাঁর নাতি-নাতনীরা স্ব-স্ব স্থানে প্রতিষ্ঠিত আছেন । তাঁর দু নাতি-নাতনি যথাক্রমে মঈনুল আহসান সাঈদ বার-এট-ল এবং সামানজিদ খান ও বাবা এডভোকেট আহসানুল হক (হেনা) এর জুনিয়র হিসেবে আইন চর্চায় নিয়োজিত আছেন । এডভোকেট মরহুম খালেদ চৌধুরীর পুত্র মরহুম জহিরুল হকের নাতি বিশিষ্ট ব্যাংকের কায়েস চৌধুরী ড. মুহাম্মদ শহিদুলারও নাতিন জামাই ।

জহিরুল হক তাঁর জুনিয়রদের নিয়ে সি.আর.পি.সি পেনাল কোড, এবিড্যান্স এক্ট, মাইনর এক্ট, লিখে গেছেন । তাঁর জুনিয়ররাও বাংলাদেশে স্বনামধন্য আইনজীবী হিসেবে সুপরিচিত । ১. জাস্টিস আমিরুল কবির চৌধুরী, ২. খালেদ চৌধুরী, ৩. রানা দাশগুপ্ত, ৪. ক) জাহাঙ্গীর খ) জাহাঙ্গীর, ৫. পর্ণেন্দু বিকাশ চৌধুরী, ৬. ইলিয়াস চৌধুরী, ৭. মীর মোহাম্মদ নাসির উদ্দীন, ৮. রনাংগ বিকাশ চৌধুরী, ৯. মাহমুদুর রহমান, ১০. আজিজুল হাকিম, ১১. রেবেকা সুলতানা, ১২. ডেপুটি এটর্নী, জেনারেল জেসমিন সুলতানা (শামসাদ) উনার দুই সন্তান সহ আমার বন্ধু মেজবাহ উদ্দীন, সর্বশেষ আসফাক আহমদ আরো অনেকেই আছেন তারা পেশাগত জীবনে প্রচুর সুনামের অধিকারী । দীর্ঘজীবন অত্যান্ত নিষ্ঠার সাথে ওকালতি করার পর ৯৮ সালে মার্চ মাসে উনার স্ত্রী মারা যান । এরপর তিনি ওকালতি ছেড়ে দেন ।

জীবদ্দশায় তিনি স্বস্ত্রীক পবিত্র হজ্বব্রত পালন করেন এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর একাধিক দেশ ভ্রমণ করেন । ২৩/০৩/২০০৬ ইং রোজ বৃহস্পতিবার তিনি ইন্তেকাল করেন । তাকে মোলা মিসকিন শাহ (রাহ:) মাজার মসজিদ সংলগ্ন কবরস্থানে তৎ স্ত্রীর পাশে তাকে দাফন করা হয় । একই কবর স্থানে আমার মা-বাবা শ্বাশুড়ী আম্মা সহ অনেক আপন জন ঘুমিয়ে আছেন । আলাহ পাক রহমানুর রহীম তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন । আমিন।

লেখকঃ কলামিষ্ট, আইনজীবী, মানবাধিকার ও সুশাসনকম

66 Views

আরও পড়ুন

ক্রিকেট ইতিহাসে রেকর্ড সৃষ্টি : কোনও রান না দিয়েই ৭ উইকেট

চুয়েট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

এশিয়া এখন জ্বলন্ত উনুন চলছে তীব্র তাপপ্রবাহ

কাটা হবে ৩ হাজার গাছ, বন বিভাগ বলছে ‘গাছ রক্ষার কোনো সুযোগ নাই’

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি !! 

শেরপুর প্রেসক্লাবের নয়া কমিটি ॥ দেবশীষ- সভাপতি, মেরাজ সা: সম্পাদক

রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা।

শেরপুরে চাঞ্চল্যকর গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামী কানন মিয়া গ্রেফতার

আদমদীঘিতে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

BIIHR ও অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত: নেতৃত্বে জবি শিক্ষার্থী ফয়সাল

পেকুয়ায় বনবিভাগকে ফাঁসাতে গভীর ষড়যন্ত্রে নেমেছেন বনদস্যুরা

পেকুয়ায় বনবিভাগকে ফাঁসাতে গভীর ষড়যন্ত্রে নেমেছেন বনদস্যুরা

কুতুব‌দিয়ার ইউ‌পি চেয়ারম্যান আজমগীর কারাগা‌রে