ঢাকাবুধবার , ১২ মার্চ ২০২৫
  1. সর্বশেষ

মুক্তা খাতুনের কবিতা ‘আত্মহত্যা’

প্রতিবেদক
আবু সুফিয়ান সরকার শুভ
৪ ফেব্রুয়ারি ২০২৩, ৮:১৪ অপরাহ্ণ

Link Copied!

আত্মহত্যা
মুক্তা খাতুন

আমার স্বপ্নগুলো স্বপ্নেই ঝরে যায়,
হারিয়ে যায় অচিন ঠিকানায়।
মনটা দুমড়ে-মুচড়ে যায়,
সীমাহীন কষ্ট ও এক সমুদ্র হতাশায়।

কুরে কুরে খায় আমাকে,
বিষাক্ত কীট-পতঙ্গের মতো করে,
ক্ষত-বিক্ষত করে,বুকের মাঝখানকে।
ছটফট করে কাটে আমার,
প্রতিটি প্রহর, অসহ্য যন্ত্রণায়।

যুদ্ধ বিধ্বস্ত শহরের মতো হৃদয় আমার,
সুসজ্জিত হচ্ছে না কভু, কোনো সেবা-সাধনায়।

প্রতিষ্ঠিত হতে না পারায়
কিংবা ব্যর্থ লেখাপড়ায়,
পরিবারের কলহ -হতাশায়
কিংবা প্রিয়জনকে হারানোর বেদনায়,
বেছে নিতে হয়েছে সেই পথটি আমায়।

চলে গেছি পথের শেষ প্রান্তে।
হঠাৎ চলে গেলাম ভাবনাতে,
হাসপাতালের শয্যা ও ফুটপাতের ধারে।
কতো ঝরে যাওয়া স্বপ্নগুলো,জীবনযুদ্ধ যাচ্ছে করে।
আমি কি পারব না,তাদের মতো করে?
জীবনযুদ্ধে জয়ী হতে,
কঠিন সাধনা ও প্রচেষ্টার মাধমে!

ভাবনায় ভাবতে ভাবতে,
ফিরে এলাম সেই পথ থেকে।
জীবনযুদ্ধে জয়ী হতে।

 

মুক্তা খাতুন
শিক্ষার্থী, বাংলা বিভাগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা।

687 Views

আরও পড়ুন

টঙ্গীতে ময়মনসিংহ শ্রমজীবি সমবায় সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

শরীয়তপুরের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: কিরণ

টঙ্গীতে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চিরিংগা ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসককে বরণ করলেন ইউনিয়ন জামায়াত

শান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা

বাংলাদেশ-কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সাথে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং চুক্তি স্বাক্ষরিত

সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগার হতে শেখ একেএম জাকারিয়াকে অব্যাহতি

মাদারগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে রমজান ও যাকাতের গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জেলা কারাগার ডান্ডাবেরীর বাণিজ্য চরমে
জেলার আবু মুছার হাতে বন্দি কক্সবাজার জেলা কারাগার, বন্দিদের জীবন দুর্বিষহ!

কবিতা:- ছোবল

রংপুরে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড