আত্মহত্যা
মুক্তা খাতুন
আমার স্বপ্নগুলো স্বপ্নেই ঝরে যায়,
হারিয়ে যায় অচিন ঠিকানায়।
মনটা দুমড়ে-মুচড়ে যায়,
সীমাহীন কষ্ট ও এক সমুদ্র হতাশায়।
কুরে কুরে খায় আমাকে,
বিষাক্ত কীট-পতঙ্গের মতো করে,
ক্ষত-বিক্ষত করে,বুকের মাঝখানকে।
ছটফট করে কাটে আমার,
প্রতিটি প্রহর, অসহ্য যন্ত্রণায়।
যুদ্ধ বিধ্বস্ত শহরের মতো হৃদয় আমার,
সুসজ্জিত হচ্ছে না কভু, কোনো সেবা-সাধনায়।
প্রতিষ্ঠিত হতে না পারায়
কিংবা ব্যর্থ লেখাপড়ায়,
পরিবারের কলহ -হতাশায়
কিংবা প্রিয়জনকে হারানোর বেদনায়,
বেছে নিতে হয়েছে সেই পথটি আমায়।
চলে গেছি পথের শেষ প্রান্তে।
হঠাৎ চলে গেলাম ভাবনাতে,
হাসপাতালের শয্যা ও ফুটপাতের ধারে।
কতো ঝরে যাওয়া স্বপ্নগুলো,জীবনযুদ্ধ যাচ্ছে করে।
আমি কি পারব না,তাদের মতো করে?
জীবনযুদ্ধে জয়ী হতে,
কঠিন সাধনা ও প্রচেষ্টার মাধমে!
ভাবনায় ভাবতে ভাবতে,
ফিরে এলাম সেই পথ থেকে।
জীবনযুদ্ধে জয়ী হতে।
মুক্তা খাতুন
শিক্ষার্থী, বাংলা বিভাগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০