ঢাকামঙ্গলবার , ৬ মে ২০২৫
  1. সর্বশেষ

পূর্ণিমা সরকারের কবিতা ❝ আগমনী বসন্ত ❞

প্রতিবেদক
জুবায়েদ মোস্তফা
১৬ মার্চ ২০২৫, ৩:০৯ অপরাহ্ণ

Link Copied!

আগমনী বসন্ত
পূর্ণিমা সরকার

শীতের হিমেল হাওয়া ফুরিয়ে আসবে যখন ,
বসন্তের আগমনী গানের সুর বাজবে তখন।
গাছের ঝরা পাতা পড়বে মাটিতে , নতুন পাতা স্থান করে নিবে গাছেতে।
নিত্য নতুন ফুলের সুবাস ছড়াবে প্রকৃতিতে , প্রকৃতি প্রাণ ফিরে পাবে সজীবতাতে। ‌
শিমুলের ডালে বসে গাহে কোকিল গান ,
স্নিগ্ধ সুরে মানুষের মন করে আনচান ।

পাতায় পাতায় শুধু আলোর ঝিলিক নাচন ,
রং বেরঙের ফুলে ফলে সেজে উঠে গাছ তখন ।
দূর আকাশে ছায়াপথে নীহারিকা করে উত্তাল,
শেষ বিকালে সন্ধ্যা তারা হয়ে উঠে মাতাল ।

রাতের দৃশ্য মানুষের মনই কাড়ে না,প্রাণ ও জুড়ায় আবার,,
জোনাকি পোকা টিপটিপ করে জ্বলে নিভে বারবার ।
শীতের ম্রিয়মাণ স্পর্শে বসন্ত হয়ে উঠে প্রাণবন্ত ,
মুকুলের গন্ধে মৌমাছি মধু সংগ্রহে ব্যস্ত ।

প্রজাপতি ডানা মেলে উড়ে মনের সুখে ,
বসন্ত শোভা পায় তাদের রসনা দেখে ।
প্রকৃতি সৌন্দর্যে করে ঝলমল ,
গাছে গাছে ফোটে বিচিত্র ফুলের দল ।

অশোক , পলাশ, কৃষ্ণচূড়ায় করে দৃষ্টিনন্দন ,
রক্তিম রং ছড়িয়ে করে প্রকৃতির সৌন্দর্য বর্ধন ।
আমের মুকুলের ম ম গন্ধে ভরে যায় হৃদয় ,
বাকরুদ্ধ কোকিল তার প্রাণ ফিরে পায় ।

উদাসীনতার সুর তোলে পথিকের হৃদয়ে ,
হৃদয় পাগল করা বাংলার দিকে চেয়ে ।
প্রকৃতিতে সুবাতাস প্রবাহিত হোক বারংবার ,
বসন্ত তুমি ফিরে আসো নব রূপে বারবার ।

182 Views

আরও পড়ুন

টেকনাফে পৃথক অভিযানে পৌনে৪কোটি টাকার মাদকদ্রব্যসহ আটক-২,সিন্ডিকেটের অপর সদস্যরা অধরা

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সঃ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি!

উখিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোহাম্মদ ইসহাকের জানাযা সম্পন্ন

এইচএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি -২০২৫

টঙ্গীতে উঠান বৈঠকে কামরুল ইসলাম কামু : “ভোট বিক্রি মানেই নিজের ভবিষ্যৎ নষ্ট করা”

পরিবারের সাংবাদিক সম্মেলন
চকরিয়ায় সাজানো ধর্ষণ ঘটনায় মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ

বি এম কলেজ উত্তরণের সভাপতি নুসরাত- সম্পাদক প্রকাশ।

অভিযোগে আলোচিত এসিল্যান্ড রয়া ত্রিপুরা, শেষমেশ পতেঙ্গায়

ইউএনও অনুমতিপত্র জালিয়াতি করে মিয়ানমারে নির্মাণ সামগ্রী পাচারের ঘটনায় মামলা

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই মুহুর্তে জায়গা পরিবর্তনের কোন সুযোগ নাই ——————-সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের

বোয়ালখালীতে ১৯৫তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন

সাগর পথে মিয়ানমারে পাচারকালে৬০০বস্তা সারসহ ট্রলার জব্দ,আটক-১০