আগমনী বসন্ত
পূর্ণিমা সরকার 
শীতের হিমেল হাওয়া ফুরিয়ে আসবে যখন ,
বসন্তের আগমনী গানের সুর বাজবে তখন।
গাছের ঝরা পাতা পড়বে মাটিতে ,                               নতুন পাতা স্থান করে নিবে গাছেতে।
                                                                                    নিত্য নতুন ফুলের সুবাস ছড়াবে প্রকৃতিতে  ,                                                প্রকৃতি প্রাণ ফিরে পাবে সজীবতাতে।            
শিমুলের ডালে বসে গাহে কোকিল গান ,
স্নিগ্ধ সুরে মানুষের মন করে আনচান ।             
পাতায় পাতায়  শুধু আলোর ঝিলিক নাচন ,
 রং বেরঙের ফুলে ফলে সেজে  উঠে গাছ তখন ।
দূর আকাশে ছায়াপথে নীহারিকা করে উত্তাল,
শেষ বিকালে সন্ধ্যা তারা হয়ে উঠে মাতাল ।        
রাতের দৃশ্য মানুষের মনই কাড়ে না,প্রাণ ও জুড়ায় আবার,,
জোনাকি পোকা টিপটিপ করে জ্বলে নিভে বারবার ।
শীতের ম্রিয়মাণ স্পর্শে বসন্ত হয়ে উঠে প্রাণবন্ত ,
মুকুলের গন্ধে মৌমাছি মধু  সংগ্রহে ব্যস্ত ।   
প্রজাপতি ডানা মেলে উড়ে মনের সুখে ,
বসন্ত শোভা পায় তাদের রসনা দেখে ।
প্রকৃতি সৌন্দর্যে  করে ঝলমল ,
গাছে গাছে ফোটে বিচিত্র ফুলের দল ।   
অশোক , পলাশ, কৃষ্ণচূড়ায় করে দৃষ্টিনন্দন ,
রক্তিম রং ছড়িয়ে করে প্রকৃতির সৌন্দর্য বর্ধন ।
আমের মুকুলের ম ম গন্ধে ভরে যায় হৃদয় ,
বাকরুদ্ধ কোকিল তার প্রাণ ফিরে পায় ।  
উদাসীনতার সুর তোলে পথিকের হৃদয়ে  ,
হৃদয় পাগল করা বাংলার দিকে চেয়ে ।
প্রকৃতিতে সুবাতাস প্রবাহিত হোক বারংবার  ,
বসন্ত তুমি ফিরে আসো নব রূপে  বারবার ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০