ঢাকাবুধবার , ২৩ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ

তানভীর বিন জামান এর কবিতা : ব্যস্ত শহর

প্রতিবেদক
নিউজ এডিটর
৫ মার্চ ২০২৩, ৪:২০ অপরাহ্ণ

Link Copied!

ব্যস্ত শহর মনের নগর
কতো মানুষের চলা,
ব্যস্ত শহরে দিন দুপুরে
হচ্ছে ছলা কলা।।
এই শহরে সৎ মানুষের
নেইতো কোন দাম,
সব ছেড়ে ভাই এই শহরে,
কেনো যে এলাম।।
এই শহরে টাকার জোরে,,
মানুষ চেনেনা মানুষ,
ব্যস্ত শহর কথায় কথায়,
খাচ্ছেরে ভাই ঘুষ।।
এই শহরে দিন দুপুরে
হচ্ছে কতো খুন,
বাংলাদেশের রাজনীতিতে
ধরছে বুঝি ঘুন।।
ক্ষমতার জোরে পাজি নেতারা
গরিবের রক্ত খায়,
সব পেলেও তাদের মন ভরেনা
বারবার শুধু চায়।।
প্রমান ছাড়া যায়না ধরা
এসব পাজি নেতা,
পরের অন্ন চুরি করে,
সাজেরে অন্নদাতা।।
এই শহর ভাই মনের নগর
বলে কতো লোকে,
এই শহরে এসে আমার
মনটা আছে দুঃখে।।
ব্যস্ত শহরের দুষ্ট মানুষের
মিষ্টি মুখের ভাষা,
ভোটের আগে কতো মানুষকে
কতো দিয়েছিলো আশা।
এটা দেবে সেটা দেবে
দেয়ার নাইরে হিসাব,
ভোটের পরে এসব নেতার
সমাজে খুব অভাব।।
যে দেশকে নিয়ে করি আমি গর্ব
সে দেশের কি হাল,
ভেবেই পাইনা কি করব আমি
হয়ে যাই বেশামাল।।
ব্যাস্ত শহরের ধনকুবগুলো
বানায় মস্ত বাড়ি,
গরিবের রক্ত চুষে তারা
দেখায় বাহাদুরি।।
টকার নেশা ছেড়ে দিয়ে ভাই
ব্যস্ত শহরকে গড়ো,
টাকার নেশা মরন নেশা
টাকার চেয়ে দেশ বড়ো।।

।।সমাপ্ত।।

256 Views

আরও পড়ুন

জাতীয় দৈনিক ডেসটিনির সিলেট জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া

সিজিপিএ ৩.৯৭ পেয়ে মাস্টার্সে প্রথম হলেন ঢাবি শিবির সেক্রেটারি

সাতদিন ধরে কক্সবাজারে রাজমিস্ত্রীর কাজে গিয়ে সিলেটের ৬ শ্রমিক নিখোঁজ

সুনামগঞ্জে সালিশ বৈঠকে নিষ্পত্তি হলো বানীপুর গ্রামের দু’পক্ষের দ্বন্দ্ব

সুনামগঞ্জে শালিস বৈঠকে দু’পক্ষের দ্বন্দ্বের সমাপ্তি

৬ দফা দাবি বাস্তবায়ন চান স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা

রুহিয়া ব্রাইট স্টার মডেল স্কুল এন্ড কলেজের বর্ষবরণ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

পারভেজ হত্যার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন

হাজী চাঁন্দমিয়া সড়কের করুণ দশা: প্রতিদিনের জীবন যেন এক অনিশ্চিত যাত্রা

শেরপুরে চালককে হত্যা করে অটো ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা

বিশেষ বিসিএস এর মাধ্যমে সেপ্টেম্বরের মধ্যে দুই হাজার চিকিৎসক নিয়োগ হবে: স্বাস্থ্য উপদেষ্টা

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে জেলা সুজনের মানববন্ধন