ব্যস্ত শহর মনের নগর
কতো মানুষের চলা,
ব্যস্ত শহরে দিন দুপুরে
হচ্ছে ছলা কলা।।
এই শহরে সৎ মানুষের
নেইতো কোন দাম,
সব ছেড়ে ভাই এই শহরে,
কেনো যে এলাম।।
এই শহরে টাকার জোরে,,
মানুষ চেনেনা মানুষ,
ব্যস্ত শহর কথায় কথায়,
খাচ্ছেরে ভাই ঘুষ।।
এই শহরে দিন দুপুরে
হচ্ছে কতো খুন,
বাংলাদেশের রাজনীতিতে
ধরছে বুঝি ঘুন।।
ক্ষমতার জোরে পাজি নেতারা
গরিবের রক্ত খায়,
সব পেলেও তাদের মন ভরেনা
বারবার শুধু চায়।।
প্রমান ছাড়া যায়না ধরা
এসব পাজি নেতা,
পরের অন্ন চুরি করে,
সাজেরে অন্নদাতা।।
এই শহর ভাই মনের নগর
বলে কতো লোকে,
এই শহরে এসে আমার
মনটা আছে দুঃখে।।
ব্যস্ত শহরের দুষ্ট মানুষের
মিষ্টি মুখের ভাষা,
ভোটের আগে কতো মানুষকে
কতো দিয়েছিলো আশা।
এটা দেবে সেটা দেবে
দেয়ার নাইরে হিসাব,
ভোটের পরে এসব নেতার
সমাজে খুব অভাব।।
যে দেশকে নিয়ে করি আমি গর্ব
সে দেশের কি হাল,
ভেবেই পাইনা কি করব আমি
হয়ে যাই বেশামাল।।
ব্যাস্ত শহরের ধনকুবগুলো
বানায় মস্ত বাড়ি,
গরিবের রক্ত চুষে তারা
দেখায় বাহাদুরি।।
টকার নেশা ছেড়ে দিয়ে ভাই
ব্যস্ত শহরকে গড়ো,
টাকার নেশা মরন নেশা
টাকার চেয়ে দেশ বড়ো।।
।।সমাপ্ত।।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০