ঢাকাবৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ

আতিক সুজনের কবিতা : আছিয়া

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৪ মার্চ ২০২৫, ৫:০১ পূর্বাহ্ণ

Link Copied!

আছিয়া
— আতিক সুজন

আছিয়া চলে গেলো,
একটি পাতা ঝরল শুধু নয়,
সাথে নিয়ে গেলো পুরো বৃক্ষের শেকড়।
এই সমাজের সবুজ ছায়া কেড়ে,
বুকভরা আকাশের নিচে ফেলে গেলো এক অন্ধকার।

কী অপরাধ তার?
তার শ্বাস, তার স্পন্দন, তার স্বপ্ন?
নাকি আমরা অপরাধী?
নির্বাক, নিস্তব্ধ, নপুংসক এক সমাজ?

আছিয়া, তুমি মুক্তি পেয়েছ,
তোমার নিঃশ্বাস থেমে গেছে,
কিন্তু রেখে গেলে প্রশ্নের ঝড়,
আরেক আছিয়ার জন্য অপেক্ষা
আর কতকাল?
আর কত শ্বাসের দাম দিতে হবে
এই নির্জীব সভ্যতার ভ্রান্তির কাছে?

এবার শুধু শোক নয়,
এবার আর্তনাদের প্রতিরোধ হোক।
প্রতিটি স্পর্শে আগুন জ্বলে উঠুক,
প্রতিটি নির্জীব প্রাণে ঝনঝন করুক ন্যায়বিচারের দাবানল।

আছিয়া, ওপারে তুমি অভিশাপ দিও—
এই সমাজের গভীর নির্লজ্জতাকে,
তার অমানবিক নির্লিপ্ততাকে।
অথবা মাফ করে দিও,
আমাদের হৃদয়হীন দেহগুলোকে।

তুমি মুক্তি পেয়েছ,
কিন্তু মানবতা আজও শেকলে বাঁধা।
হে আরশের অধিপতি,
তাকে জান্নাতের নরম মাটিতে স্থান দাও।
তোমার বাগানের ফুল হয়ে ফুটুক সে,
তার মিষ্টি সুবাসে জেগে উঠুক মানুষ।

181 Views

আরও পড়ুন

ইসলামপুরে জামায়াতে যোগদান করা সেই বিএনপি নেতা বহিষ্কার

ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবীর মায়ের জানাজায় মুসল্লিদের ঢল

আইএমসি প্রধান বয়েজ হোস্টেলের মনিটরশীপ থেকে আবির এবং ফয়সালের আনুষ্ঠানিক বিদায়

জন্মগত ৩শ’ হৃদরোগী শিশু পাচ্ছে ফ্রি চিকিৎসা

হঠাৎ দেশের আলোচিত গর্জনিয়া বাজার পরিদর্শন করেন কক্সবাজার জেলা প্রশাসক সালাহউদ্দিন।

পুলিশ সুপার কক্সবাজারের সাথে জামায়াত নেতৃবৃন্দের সাক্ষাত

কাপাসিয়ায় সাংবাদিক ফোরামের কমিটি গঠিত

বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে বাঁশখালী সংস্কার আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত

অপহৃতের ছয়দিন পর সিলেটের নিখোঁজ সেই ছয় রাজমিস্ত্রীকে টেকনাফের পাহাড় থেকে উদ্ধার

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

রক্ত পরিসঞ্চালন খরচ সকল হাসপাতালে ১ হাজার টাকা নির্ধারণের দাবি মানব কল্যাণ ফাউন্ডেশনের

জাতীয় দৈনিক ডেসটিনির সিলেট জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া