ঢাকাবুধবার , ১ মে ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৫ বছর পূর্তি

প্রতিবেদক
নিউজ এডিটর
২ ডিসেম্বর ২০২২, ৮:৩৯ অপরাহ্ণ

Link Copied!

|| মুহাম্মদ ইলিয়াস,রাঙামাটি ||

রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৫ বছর পূর্তি পালন করেছে। পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে শুক্রবার (২ ডিসেম্বর ) বিকেলে অনুষ্ঠিত শান্তি চুক্তির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি দীপংকর তালুকদার এমপি।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান
অংসুইপ্রু চৌধুরী’র সভাপতিত্বে ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণের এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি রিজিয়ন
কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন এনডিসি, পিএসসি, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. তরিকুল ইসলাম, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার), পার্বত্য জেলা পরিষদ’র মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম,
জেলা পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বর
প্রমূখ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা পরিষদ সদস্য সুবির কুমার চাকমা, বিপুল ত্রিপুরা, দীপ্তিময় তালুকদার ও অংসুইছাইন চৌধুরী।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ’র আন্তরিকতায় পার্বত্য চট্টগ্রাম চুক্তির সিংহ ভাগ বাস্তবায়িত হয়েছে। পৃথিবীর অনেক দেশ চুক্তি করেও বাস্তবায়ন করতে পারেনি। অথচ আমরা আন্তরিক বলেই সাফল্য পেয়েছি। অনেক দেশ রোডম্যাপ করেও চুক্তি বাস্তবায়ন করতে পারেনি। আমরা পেরেছি। চুক্তি বাস্তবায়নে আসুন বসি, সমঝোতায় আসি। চুক্তি বাস্তবায়ন হচ্ছে, বাকিটুকুও হয়ে যাবে।

বিকেল ৩ টায় রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে আড়াই টার সময় রাঙামাটি সরকারি কলেজ গেইট থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট পর্যন্ত একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শান্তিচুক্তির বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটি সেনা রিজিয়নের পক্ষ থেকে শুক্রবার সকালে রিজিয়নের প্রান্তিক মাঠে হতদরিদ্রদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

একইভাবে পার্বত্য শান্তি চুক্তির ২৫ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শহরের জিমনেশিয়াম প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)ও পৃথকভাবে কর্মসূচি পালন করেছে। জেএসএস’র গণ সমাবেশ থেকে সাবেক সাংসদ ঊষাতন তালুকদার পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধান দাবী করেছেন।

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৫ বছর পূর্তির আলোচনা সভা শেষে সেনাবাহিনীর উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)’র মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।

90 Views

আরও পড়ুন

ভয়াল ২৯ এপ্রিল নিহতের স্মরণে ধলঘাটা এসোসিয়েশন’র বিভিন্ন কর্মসুচী পালন

নাগরপুরে গাছ কাটা কেন্দ্র করে প্রবাসীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

তীব্র খরায় খাদ্য সামগ্রী নিয়ে নিম্ন আয়ের মানুষের পাশে – ডা. অর্ণা জামান।

কুমারখালীতে বিনামূল্যে পানি, শরবত ও ক্যাপ বিতরণ

কবিতা:- নক্ষত্রের রাত

ফেনী শহরের বিভিন্ন স্হানে পানি স্যালাইন বিতরণ করেন শিবির নেতাকর্মী’রা

স্কুল, মাদ্রাসায় বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

যশোরে দেশের সর্বোচ্চ ৪২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

কুষ্টিয়ায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত

রাজশাহীর সিল্কসিটি ট্রেনে আগুন, ১০ যাত্রী আহত।

তীব্র তাপপ্রবাহের কারণে ৫ জেলার স্কুল-কলেজ বন্ধ ঘোষণা।