ঢাকাবৃহস্পতিবার , ২ মে ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন কক্সবাজার জেলা কমিটি গঠিত : সভাপতি এড. নুরুল ইসলাম, সেক্রেটারি এড. সাকী

প্রতিবেদক
নিউজ এডিটর
৪ মার্চ ২০২১, ৮:৩৫ অপরাহ্ণ

Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি :

বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন ( বিএইচ আর এফ) কক্সবাজার জেলা কমিটি গঠন উপলক্ষ্যে এক সভা গত ১ মার্চ সোমবার বিকেল ৩:০০ টায় কক্সবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট নুরুল ইসলামের সভাপতিত্বে ও এডভোকেট সাকী এ কাউছার এর সঞ্চালনায় এতে আলোচনায় অংশগ্রহন করেন রফিকুল ইসলাম( সম্পাদক, নিউজ ভিশন),ফরিদুল আলম, এডভোকেট বেদারুল আলম, সাংবাদিক আমান উল্লাহ ( সম্পাদক দৈনিক গনসংযোগ), এডভোকেট খালেদুল কবির, এডভোকেট মো: শওকত আলী, লায়ন আব্দুস সালাম, নুরুল আমিন বাবুল,নাহিদুল ইসলাম,আমান উল্লাহ প্রমুখ।

সভায় সর্ব্ সম্মতি ক্রমে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট নুরুল ইসলামকে সভাপতি, এ্যাডভোকেট সাকী এ কাউছারকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কক্সবাজার জেলা কমিটি প্রস্তাবনা করা হয়।
উক্ত প্রস্তাবিত কমিটি বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর অর্গানাইজিং সেক্রেটারি ও চট্টগ্রাম চ্যাপ্টার সভাপতি এডভোকেট জিয়া হাবীব আহসানের সুপারিশক্রমে বিএইচ আর. এফ এর চেয়ারপার্সন বিশিষ্ট মানবাধিকার নেত্রী এডভোকেট এলিনা খাঁন গতকাল ৩ মার্চ অনুমোদন করেন।

 

অনুমোদিত কক্সবাজার জেলা কমিটি নিম্নরুপ :
———————————-

১। সভাপতি : এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম(সাবেক পিপি ও সাবেক সভাপতি, কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ।
২। সহ-সভাপতি, সাংবাদিক তোফায়েল আহমদ
৩। সাধারণ সম্পাদক : এডভোকেট সাকী এ কাউছার( এপিপি)
৪। যুগ্ম সাধারণ সম্পাদক : এডভোকেট সরোয়ার আলম
৫। সাংগঠনিক সম্পাদক : মু:রফিকুল ইসলাম( সম্পাদক, নিউজ ভিশন)
৬। অর্থ-সম্পাদক : ফরিদুল আলম
৭। দপ্তর সম্পাদক :এডভোকেট বেদারুল আলম
৮। প্রচার সম্পাদক : সাংবাদিক আমান উল্লাহ ( সম্পাদক, দৈনিক গনসংযোগ)

নির্বাহী সদস্য :
——————–
৯। এডভোকেট হোছাইন আহমদ আনছারী ( সাবেক সহ-সভাপতি, কক্সবাজার জেলা আইনজীবী সমিতি)
১০। ডা: জিএম কাদেরী
১১। চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন
১২। এডভোকেট খালেদুল কবির
১৩। এডভোকেট মো: শওকত আলী (মহেশখালী)
১৪। লায়ন আব্দুস সালাম(ব্যাংকার )
১৫। কাজী নুরুল কাদের ( নিকাহ রেজিঃ)
১৬। নুরুল আমিন বাবুল
১৭। নাহিদুল ইসলাম ( ফার্মাসিস্ট, এনজিও কর্মী)

কক্সবাজার জেলা টিমের ইতোপুর্বের কর্মতৎপরতার সংবাদ : চন্দনাইশের দুই ভাইকে হত্যার ঘটনা সুষ্ঠু তদন্তের লক্ষ্যে পুলিশ সুপারের সাথে সাক্ষাতে BHRF টিম ও নিহতদের পরিবারবর্গ

সভায় সংগঠনের কাজকে গতিশীল করার লক্ষে বিভিন্ন সাব কমিটি ও টিম গঠন করা হয়।

তদন্ত/তথ্যানুসন্ধান/প্যারালাল ইনভেস্টিগেশন টিম:
এডভোকেট সাকী এ কাউছার(টিম প্রধান),রফিকুল ইসলাম,ফরিদুল আলম, এডভোকেট নজরুল ইসলাম খাঁন
রেজাউল হোছাইন মামুন।

সালিশ ও মেডিয়েশান কমিটি :
এডভোকেট নুরুল ইসলাম (টিম প্রধান),এডভোকেট সব্বির আহমদ,এডভোকেট সাকী এ কাউছার, আ.ন.ম শহিদ উদ্দিন ছোটন,এডভোকেট হোছাইন আহমদ আনছারী।

লিগ্যাল এইড টিম :

এডভোকেট এরশাদ মোঃ ইয়াহিয়া(টিম প্রধান),এডভোকেট খালেদুল কবির,এডভোকেট শওকত আলী,এডভোকেট দিদারুল মোস্তফা,এডভোকেট বেদারুল আলম,এডভোকেট ছৈয়দুল আলম,এডভোকেট ছৈয়দা মায়মুনা আলী,এডভোকেট ছৈয়দুল ইসলাম,এডভোকেট জালাল উদ্দিন,এভোকেট শাহিন, এডভোকেট খুরশেদ আলম বুলু।

মানবিক সাহায্য টিম :

ডা: জিএম কাদেরী (টিম প্রধান),নুরুল আমিন বাবুল,সুমন শর্মা, জসিম উদ্দিন,মাস্টার এখলাছুর রহমান( উখিয়া)

মিডিয়া উইংস :
সাংবাদিক আমান উল্লাহ(টিম প্রধান),সাংবাদিক আমিনুল হক,সাংবাদিক মোঃ আব্দুল হালিম,সাংবাদিক ওয়াহেদ আমীর,সাংবাদিক মিসবাহ উদ্দিন,সাংবাদিক ইয়াসির আরাফাত।

বিএইচ.আর.এফ আরো সংবাদ দেখতে নিচের লিংকে ক্লিক করুন :

হিউম্যান রাইটস্ নাজিরহাট পৌর শাখা গঠিত
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন-বিএইচআরএফ এর আইন সচেতনতা মূলক কর্মসূচীর আওতায় মানবাধিকার প্রকাশনা বিতরণ
বিএইচআরএফ মীরসরাই উপজেলা কমিটি গঠন : সভাপতি আবু সুফিয়ান,সেক্রেটারি বারী

বিএইচআরএফ-এর একসেস টু জাস্টিস শীর্ষক সেমিনার শনিবার ; আসছেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম

763 Views

আরও পড়ুন

দোয়ারাবাজারে ধ’র্ষ’ণের পর কলেজ ছাত্রী খু’ন, খু’নী লিটন আটক!

দোয়ারাবাজারে চেলানদীতে ভেসে উঠলো নিখোঁজ ব্যবসায়ী মঈন উদ্দিনের লা’শ

সজিব মিয়ার কবিতা “মাটি”

ভয়াল ২৯ এপ্রিল নিহতের স্মরণে ধলঘাটা এসোসিয়েশন’র বিভিন্ন কর্মসুচী পালন

নাগরপুরে গাছ কাটা কেন্দ্র করে প্রবাসীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

তীব্র খরায় খাদ্য সামগ্রী নিয়ে নিম্ন আয়ের মানুষের পাশে – ডা. অর্ণা জামান।

কুমারখালীতে বিনামূল্যে পানি, শরবত ও ক্যাপ বিতরণ

কবিতা:- নক্ষত্রের রাত

ফেনী শহরের বিভিন্ন স্হানে পানি স্যালাইন বিতরণ করেন শিবির নেতাকর্মী’রা

স্কুল, মাদ্রাসায় বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

যশোরে দেশের সর্বোচ্চ ৪২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড