ঢাকাবুধবার , ১ মে ২০২৪
  1. সর্বশেষ

কাহারোলের সুন্দরপুরে বঙ্গবন্ধু’র জন্মশতবর্ষ উদযাপন

প্রতিবেদক
নিউজ এডিটর
২০ মার্চ ২০২০, ২:০০ পূর্বাহ্ণ

Link Copied!

কাহারোল প্রতিনিধি :

কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নে ছাত্রলীগের আহবায়ক এম.এ রায়হান সরকার’র সভাপতিত্বে বঙ্গবন্ধু’র জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষ‌্যে(১৭মার্চ) রোজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব‌্যে রায়হান বলেন, আজ আমাদের বাঙালি জাতির স্থপতি ও জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী,এই দিনে বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলো বলেই উনার ডাকে সাড়া দিয়ে জাতি স্বাধীনতা অর্জন করেছে। তাইতো বঙ্গবন্ধুর কারণে পেয়েছি সোনার বাংলাদেশ আর উনার কন্যার হাতে পেয়েছি ডিজিটাল বাংলাদেশ।
এই বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য একমাত্র ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতিবাদ করবার জন্য প্রস্তুত থাকতে হবে, অন্যায়কে রুখে দেবার জন্য। আমাদের ছাত্রলীগের জন্ম হয়েছিল অধিকার আদায়ের জন্য,ছাত্রনেতা হিসেবে তিনি এই সরকারের উন্নয়ন ও বঙ্গবন্ধুর জীবনী ভিডিও চিত্র প্রদর্শনী এলাকার বাসীর কাছে তুলে ধরেন। সেই সাথে তিনি নিজের এলাকার পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে বলেন, কিছু দিন থেকে এলাকায় কয়েকটি মানুষের জন্য অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হচ্ছে তা আমাদের সমাজের জন্য খুবই ভয়ংকর বিষয়, তাই এলাকায় কোন প্রকার সন্ত্রাসবাদ সৃষ্টি করতে দেওয়া হবে না । সাধারণ জনগণকে সাথে নিয়ে ছাত্রলীগ তা প্রতিহত করবে ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো:মজিদুল ইসলাম বলেন,আজকের পর থেকে এই এলাকায় কোন প্রকার অপকর্ম হতে দেওয়া যাবে না, তাতে করে এলাকার ও দলের সুনাম ক্ষুন্ন হচ্ছে,তাই আসুন সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই,অন্যায়কে রুখে দিতে। আগামী দিনে আওয়ামীলীগের অস্তিত্ব টিকিয়ে রাখার দ্বায়িত্ব এই সময়ের ছাত্রলীগকেই কাধে নিতে হবে,কারন এই সময়ের ছাত্রলীগার হচ্ছে ভবিষ্যতে আওয়ামীলীগার,তাই এখান থেকেই সঠিক নেতৃত্ব আমাদের বেছে নিতে হবে আগামীর জন্য যে কিনা আওয়ামীলীগের হাল ধরতে পারে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: হামিদুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোসাদ্দেক হোসেন বাবু,আওয়ামীলীগের সহ-সভাপতি আলামত মেম্বার,রাসেদুল ইসলাম চন্দ্র,যুবলীগ নেতা ,ইউনিয়ন ছাত্রলীগের, হুসাইন মাহমুদ নাসির, ছাত্রনেতা মজিদুল,
সূচনা বক্তব‌্যে ছাত্রনেতা মেহেদী বঙ্গবন্ধু’র জন্মশতবর্ষ উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার লেখা চিঠিটি অনুষ্ঠানে সবার উদ্দেশ্যে পাঠ করেন।এর আগে দিনের শুরুতে রায়হান সরকার কয়েক জন মেধাবী শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন রিপন,রাকিব,মজনু,আকাশ,রিদয়,মুন্না,সুজন,রকি,রাতুল,মিম, ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

106 Views

আরও পড়ুন

দোয়ারাবাজারে ধ’র্ষ’ণের পর কলেজ ছাত্রী খু’ন, খু’নী লিটন আটক!

দোয়ারাবাজারে চেলানদীতে ভেসে উঠলো নিখোঁজ ব্যবসায়ী মঈন উদ্দিনের লা’শ

সজিব মিয়ার কবিতা “মাটি”

ভয়াল ২৯ এপ্রিল নিহতের স্মরণে ধলঘাটা এসোসিয়েশন’র বিভিন্ন কর্মসুচী পালন

নাগরপুরে গাছ কাটা কেন্দ্র করে প্রবাসীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

তীব্র খরায় খাদ্য সামগ্রী নিয়ে নিম্ন আয়ের মানুষের পাশে – ডা. অর্ণা জামান।

কুমারখালীতে বিনামূল্যে পানি, শরবত ও ক্যাপ বিতরণ

কবিতা:- নক্ষত্রের রাত

ফেনী শহরের বিভিন্ন স্হানে পানি স্যালাইন বিতরণ করেন শিবির নেতাকর্মী’রা

স্কুল, মাদ্রাসায় বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

যশোরে দেশের সর্বোচ্চ ৪২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড