এম এ মোতালিব ভুঁইয়া :
দোয়ারাবাজারের বিশিষ্ট শিক্ষানুরাগী বিশিষ্ট সালিশ ব্যাক্তিত্ব, সমাজসেবক, বগুলা ইউনিয়নের পেস্কারগাও ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও পেস্কারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা,পেস্কারগাও নিবাসী আমজদ আলী মাষ্টার ১০৫ বছর বয়সে রবিবার ভোর ৪ঘটিকায় উনার নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি………..রাজিউন)। মৃত্যুকালে ২ স্ত্রী, ৩ ছেলে, ৫মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
রবিবার ২.৩০ঘটিকায় পেস্কারগাও ইসলামীয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
মরহুম আমজাদ আলী মাষ্টারকে শেষ বিদায় জানাতে তার জানাযায় বিভিন্ন এলাকা থেকে প্রায় সহস্রাধিক মানুষের সমাগম ঘটে। জানাযার নামাজের শুরুতে আমজাদ আলী মাষ্টারের বর্ণাঢ্য কর্মময় জীবন সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার,লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক,বগুলা ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল,সাবেক চেয়ারম্যান আহমদ আলী আপন,বগুলা রোসমত আলী-রামসুন্দর স্কুল এন্ড কলেজ গভনিং বডির সাবেক সভাপতি মিলন খান,কলাউড়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাও.আব্দুস সাত্তার,প্রিন্সিপাল সিরাজুল ইসলাম,প্রিন্সিপাল মোস্তফা কামাল,এডভোকেট ছায়াদুর রহমান ছায়াদ প্রমুখ। বক্তব্যে বক্তারা বলেন,আমজাদ আলী মাষ্টার ছিলেন অত্র অঞ্চলের একজন আলোকিত মানুষ। তিনি সারাজীবন শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে গেছেন।তিনি এলাকার সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করেছেন।এলাকায় সামাজিক,সাংস্কৃতিক ধর্মীয় উন্নয়নে শিক্ষা বিস্তারে তার অবদান চিরস্মরনীয় হয়ে থাকবে।’জানাযায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিশিষ্টজন, গনমাধ্যমকর্মী,বিভিন্ন জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সকাল থেকে আমজাদ আলী মাষ্টারের মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকে পুরো এলাকার শোকের ছায়া নেমে এসেছে।