ঢাকাশুক্রবার , ১১ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

ছাতকের অসহায় তিন শিশুর পাশে দাঁড়ালেন ব্রাহ্মণবাড়িয়ার জিল্লুর

প্রতিবেদক
নিউজ এডিটর
১৫ নভেম্বর ২০১৯, ৬:২৫ অপরাহ্ণ

Link Copied!

অলিউর রহমান,স্টাফ রিপোর্টার ছাতকঃ

ছাতকে লেগুনা খালের পানিতে পড়ে মর্মান্তিক সড়কে দূর্ঘটনায় মারা যাওয়া মখজ্জুল আলী ও তার স্ত্রী হাসিনা বেগমের রেখে যাওয়া তিন অসহায় শিশুদের পাশে সহায়তা নিয়ে ছুটে গেলেন মানব দরদী জিল্লুর রহমান জিলু। তিনি ব্রাক্ষণবাড়িয়া জেলা সদরের পশ্চিম মেগদা পীরবাড়ি গ্রামের মৃত উমর আলীর পুত্র। মঙ্গলবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বাউভোগলী গ্রামে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকদের সাথে নিয়ে শিশুদের দেখতে যান এবং নিজের পক্ষ থেকে তাদেরকে নগদ ১০হাজার টাকা প্রদান করেন। এসময় এতিম অনাথ সামছিয়া বেগম (৫), ফেরদৌসী বেগম (৩) ও ১৮ মাস বয়সি শিশু পুত্র আমিনুর রহমানকে কোলে তুলে নিয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন।
তিনি বলেন, শিশুদের অসহায়ত্বের বিষয়টি গেল ১৪ অক্টোবর দৈনিক পত্রিকায় ও অনলাইনে পড়ে নিজেকে ঠিক রাখতে পারিনি। অভিভাবকহীন অনাথ শিশুদের নিজ চোখে দেখতে ক’দিন ধরে তার মনটা বেশ চটপট করছিলো। এক পর্যায়ে তিনি গেল রোববার রাতে ব্রাাক্ষণবাড়িয়া থেকে সুনামগঞ্জের গাড়িতে উঠেন এবং পত্রিকায় দেয়া শিশুদের ঠিকানায় পৌঁছার চেষ্টা করেন। কিন্তু একদিন জেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঠিকানা খোঁজতে ব্যর্থ হলে পরের দিন সঠিক ঠিকানায় ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমানের কাছে চলে যান। পরে ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান ওই মানব দরদীকে সাথে নিয়ে অনাথ শিশুদের বাড়িতে যান।
৬৫ বছর বয়সী জিলু আরো বলেন, শিশুদের কষ্টের মতো তাঁর পিতা ও ফুফুর কষ্ট অনেকটাই মিল রয়েছে। অসহায় শিশুদের দু:খ কষ্ট দেখলেই সহ্য করতে পারেন না জিলু। তাই তিনি এতিম অনাথ শিশুদের কষ্ট দেখলেই তাদের কাছে ছুঁটে যান এবং সাধ্যনুয়ায়ি সহায়তার হাতটাও বাড়িয়ে দেন। এসময় ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, সাংবাদিক অলিউর রহমান, গ্রামের মুরব্বি কুটি মিয়া, রুশন আলম, মুকিত মিয়া, গয়াস মিয়া, আবদুল কাইয়ুম, ইসমাঈল আলী, মমশর আলী, আশিকুর রহমান, জিল্লুর রহমানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এদিকে ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান বলেন, মানুষ মানুষের জন্য কথাটি সঠিক। এ কথাটির বাস্তবতা দেখালেন জিল্লুর রহমান জিলু। তিনি একজন মানব দরদী ও ভালো মানুষ। শিশুদের দেখতে এবং তাদের সহায়তা করতে পএিকায় পড়ে প্রায় দেড়শ কিলো মিটার রাস্তা ফাড়ি দিয়ে এখানে আসায় ইউনিয়নবাসীর পক্ষ থেকে তিনি তাকেসহ সাংবাদিকদের মানববতার সেবায় এগিয়ে আসায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।তিনি বলেন এর আগে ঢাকা গাজিপুরের জনৈক দু’ব্যক্তি এসে সাড়ে ৬হাজার টাকা দিয়েছিলেন। তিনিও তার ব্যক্তিগত পক্ষ থেকে ২০হাজার টাকা আর্থিক সহায়তা করেছেন।

প্রসঙ্গত, গেল ১ অক্টোবর বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের আলাপুর গ্রাম সংলগ্গ এলাকায় যাত্রীবাহী লেগুনা নং-(সিলেট-ছ-১১-২০৭৩) খালের পানিতে পড়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত হয় মখজ্জুল আলী ও তার স্ত্রী হাসিনা বেগম এবং তাদের এ তিন সন্তান। ওই দিন রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান দিনমজুর মখজ্জুল আলী (৪২)। ৮দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে স্বামীর পথে ফিরে যান স্ত্রী হাসিনা।

255 Views

আরও পড়ুন

আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল

১৪ জুলাই পাবলিক হল ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল জনসভা

ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার নতুন দায়িত্বে যারা

টেকনাফে মিনি ড্রাম-ট্রাকে মিললো৫০হাজার ইয়াবা,আটক-২

মহাসড়কে দুর্ঘটনা রোধে সমন্বিত সচেতনতামূলক মতবিনিময় সভা

গাজীপুরে বিএনপি নেতা সাথী বহিষ্কার ও গ্রেফতার সমীকরণে : নিরব ক্ষোভে তৃণমূলের নেতাকর্মীরা

কাপাসিয়ায় খাল বিলে অভিযান চালিয়ে ২৫ টি ম্যাজিক চাই ও জাল পুড়িয়ে ধ্বংস

মাদারীপুর জেলা জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে সাগরকন্যা কুয়াকাটা ভ্রমণ

কেরোয়ার একমাত্র রাস্তাটি আজ জনভোগান্তির প্রতীক

টেকনাফে বিজিবি অভিযানে৮১হাজার৩৫৫পিস ইয়াবা ও নগদ টাকাসহ স্ত্রী আটক,স্বামী পলাতক

গর্জনিয়া কচ্ছপিয়া নদী ভাঙ্গন পরিদর্শনে সাবেক এমপি কাজল

উখিয়ায় কেন্দ্র প্রতিনিধি সমাবেশে জেলা আমীর আনোয়ারী