
সেদিন আমরা ছায়াপথ মাড়িয়ে যাব
নক্ষত্রের চাদর,
ভরা পূর্ণিমা রাত হবে,
নারকেল পাতার চুলের ফাঁকে
দেখা দিবে ঝলমলে চাঁদ
রমনীর ললাট যেন ।
আমরা তখন গাইব গান
কাজলা দিদির ছড়া আছে যত।
জোনাক পোকা উড়ে যাবে
তমসা আছে যেখানে।
হারিকেনের আলোয় খুকির
বই পড়ার কথা বলব।
নিরবে জমে ছিল কেরোসিন
নিগূঢ় শক্তিসম।
651 Views