সেদিন আমরা ছায়াপথ মাড়িয়ে যাব
নক্ষত্রের চাদর,
ভরা পূর্ণিমা রাত হবে,
নারকেল পাতার চুলের ফাঁকে
দেখা দিবে ঝলমলে চাঁদ
রমনীর ললাট যেন ।
আমরা তখন গাইব গান
কাজলা দিদির ছড়া আছে যত।
জোনাক পোকা উড়ে যাবে
তমসা আছে যেখানে।
হারিকেনের আলোয় খুকির
বই পড়ার কথা বলব।
নিরবে জমে ছিল কেরোসিন
নিগূঢ় শক্তিসম।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০