ঢাকাশনিবার , ১১ মে ২০২৪
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

বোয়ালখালীতে মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৬ অপরাহ্ণ

Link Copied!

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বোয়ালখালী পৌরসভার উদ্যোগে ১ম বারের মত আয়োজিত মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর মেয়র জহুরুল ইসলাম জহুরের স্বাগত বক্তব্যে এবং সদস্য সচিব ইসমাইল হোসেন আবুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস.এম. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, রিকু ইন্টারন্যাশনাল লি. এর চেয়ারম্যান জহুর চৌধুরী, মাওয়া গ্রুপের চেয়ারম্যান হাজি মোহাম্মদ আলম ববি, শাহাদাত হোসেন, শেখ শহিদুল আলম, সিআইপি জাহাঙ্গীর আলম, সিআইপি জসিম উদ্দিন প্রমূখ। এছাড়াও পৌরসভার সকল কাউন্সিলর, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন বলেন,
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খেলাধুলাসহ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে দেশ। খেলাধুলা শরীর ও মন দুটাই ভালো রাখে। বর্তমান তরুণ প্রজন্মরা যেভাবে মোবাইল ও অপসংস্কৃতিতে লিপ্ত হয়ে পড়ছে সেগুলি থেকে যুবসমাজকে বাঁচাতে এই ধরনের খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম। পড়া-লেখার পাশাপাশি খেলাধুলায়ও নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। এছাড়াও বোয়ালখালীতে ১ম বারের মত মেয়র গোল্ডকাপ ফুটবল আয়োজন করেছে এটা সত্যি প্রশংসনীয়।

উদ্বোধনী খেলায় বোয়ালখালী ফুটবল একাডেমি বনাম হারুন স্মৃতি একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে খেলা গোল শূন্য ড্র হয়। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নিচ্ছে।

179 Views

আরও পড়ুন

সফল অভিযান
আদালতের নির্দেশনায় জব্দকৃত বালু বিলিয়ে দিলেন বারবাকিয়া রেঞ্জ

মাধবী পালের কবিতা “ভালোবাসি প্রকৃতি”

প্রথম ধাপে শেরপুরের দুই উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

শিক্ষকদের সাথে ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণ’ অফিস সহকারীর, প্রশ্রয়ের অভিযোগ সাবেক বিভাগীয় প্রধানের বিরুদ্ধে

বুটেক্সের প্রথম দিনের ভর্তি শেষে ৬০ শতাংশ আসন ফাঁকা

চট্টগ্রামে বিমান বিধ্বস্ত : নিহত এক পাইলট

চট্টগ্রামে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান: আশংকাজনক অবস্থায় দুই পাইলট

জেলা আ.লীগের সভাপতিকে হারিয়ে সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান হলেন এমপি পুত্র

নওগাঁর পত্নীতলায় উপজেলা পরিষদ নির্বাচনে গাফফার জয়ী

বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে পারভেজ কবীরের জয়

জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব উদযাপন বৃহস্পতিবার

তানোরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ বিজয়ী হলেন যারা