ঢাকামঙ্গলবার , ৭ মে ২০২৪
  1. সর্বশেষ

জাবির সামাজিক সংগঠন ইচ্ছা’র ইদ সামগ্রী বিতরণ।

প্রতিবেদক
নিউজ এডিটর
১২ মে ২০২১, ৫:৫৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন
Inspire Care & Cultivate Human Aid- ইচ্ছা’র পক্ষ থেকে চতুর্থ ধাপে (১১.০৫.২০২১) তারিখ বিকাল ৩ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ৫৫ টি নিম্নবিত্ত,অসহায়, দুস্থ পরিবারের মধ্যে ইদ সামগ্রী প্রদান করা হয়।

৪র্থ ধাপে ক্যাম্পাস সংশ্লিষ্ট রিক্সাচালক, ছোট দোকানদার, বাদাম বিক্রেতা, চা বিক্রেতা, শারীরিকভাবে অক্ষম, ভিক্ষাবৃত্তি পেশার সাথে জড়িত এমন যাদের এই মহামারী পরিস্থিতিতে পরিবারের জন্য ইদ সামগ্রী ক্রয় করার সামর্থ্য নাই সেইসব পরিবারের সাথে ইদের আনন্দ ভাগাভাগি করার ক্ষুদ্র চেষ্টা করেছে এই সংগঠনটি ।

#জ্ঞাতব্যঃ
ইদ আনন্দ প্যাকেজে মধ্যে ছিল – –
✪পোলাও চাউল
✪সেমাই
✪গুড়া দুধ
✪ লিকুইড দুধ
✪তেল
✪চিনি
✪কিসমিস

এসময় ইচ্ছা’র সভাপতি এস এন সোহেল রানা (ইতিহাস ৪৫ ব্যাচ) বলেন, লকডাউনে গরিব মানুষের জীবন খুবই কষ্টে অতিবাহিত হচ্ছে । আমরা সামাজিক সংগঠন ইচ্ছা থেকে ক্যাম্পাস সংশ্লিষ্ট রিক্সাচালক, ছোট দোকানদার, বাদাম বিক্রেতা, চা বিক্রেতা, শারীরিকভাবে অক্ষম, ভিক্ষাবৃত্তি পেশার সাথে জড়িত
মানুষদেরকে ইদ সামগ্রী বিতরণ করি। জাবিয়ান বড় ভাই আপু ও নন জাবিয়ান সহ যারা আমাদের ফান্ডে টাকা দিয়ে সহযোগিতা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ । আপনারা সবসময় আমাদের পাশে
থাকবেন ।

সাধারণ সম্পাদক স্বপ্নীল সাগর (ইংরেজি ৪৭ ব্যাচ) বলেন, সরকার প্রদত্ত কঠোর লকডাউনের কারণে ক্যাম্পাসের শ্রমজীবী মানুষের অবস্থা খুবই সংকটপূর্ণ। পরিবারের জন্য ইদ সামগ্রী ক্রয় করার সামর্থ্যও হারিয়েছে। এমতাবস্তায় আমরা তাদের সাথে ইদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করেছি ।কয়েকটা পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটাতে পেরেছি।

সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান (চারুকলা ৪৭ ব্যাচ) বলেন, মানুষ মানুষের জন্য মানুষের বিপদে
-আপদে মানুষই পাশে থাকবে এটাই স্বাভাবিক। চলমান করোনা মহামারিতে বহু মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে। এরকম কিছু অসহায় পরিবারের মুখে হাসি ফুটাতে আমরা সংগঠনের পক্ষ থেকে তাদেরকে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।”
এ কাজে যারা সংগঠনটিকে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামীতেও এরকম উদ্যোগ অব্যাহত থাকবে।

এছাড়াও ইদ সামগ্রী বিতরণকালে দপ্তর সম্পাদক আল আমিন ইমন ও সদস্য রিফাত সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।

উল্লেখ্যঃ পবিত্র রমজান মাসে প্রায় দুই শতাধিক দরিদ্র, ছিন্নমূল, ভাসমান মানুষের ইফতারের আয়োজন করেছে ইচ্ছা। তাছাড়া প্রায় অর্ধ শতাধিক অসহায় মানুষের মধ্যে ১ সপ্তাহের খাদ্য সামগ্রী প্যাকেজও প্রদান করেছে এই সামাজিক সেচ্ছাসেবী সংগঠনটি। তাছাড়াও রমজান মাসে ফ্রি কোরআন শিক্ষার আয়োজন করেছিল সংগঠনটি।

72 Views

আরও পড়ুন

বগুড়া স্টেশনে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাই কালে চার ছিনতাইকারি গ্রেফতার

আদমদীঘিতে স্বামী শ্বশুর ও ভাসুরের নির্যাতনে গৃহবধু এখন হাসপাতালে

ফিলিস্তিনিদের জন্য রাজপথে নামলো কক্সবাজার জেলা ছাত্রলীগ।

লোহাগাড়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব‌ সম্পন্ন

নাগরপুরে শিক্ষক নেতৃত্বে সর্বোচ্চ ৫৬৮ ভোট পেয়ে নির্বাচিত ছানোয়ার

নাগরপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত

বাইশারী বাজারে অগ্নিকাণ্ডে ফ্যামিলি বাসাসহ ৪ দোকান পুড়ে ছাই !!

সুন্দরবন’র আগুন নিয়ন্ত্রণে এলেও শংকা কাটেনি এখনও

শেরপুরে ‌’কানেক্ট জাপান এডুকেশন’ ট্রেনিং সেন্টারের উদ্বোধন

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

চলছে তীব্র তাপদাহ এতে জনজীবন অতিষ্ঠ গ্রীন ভয়েস কক্সবাজার জেলার বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

রাসিক মেয়রের সাথে ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ।