ঢাকামঙ্গলবার , ৭ মে ২০২৪
  1. সর্বশেষ

সুনামগঞ্জে একদিনেই সর্বোচ্চ ৯২ জন করোনায় শনাক্ত

প্রতিবেদক
নিউজ ভিশন
১৪ জুন ২০২০, ২:০১ অপরাহ্ণ

Link Copied!

মিজানুর রহমান রুমান, সুনামগঞ্জ:
সুনামগঞ্জে জেলা সদরসহ সাত উপজেলায় এক দিনেই নতুন করে আরোও ৯২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শনিবার রাত অবধি এ নিয়ে সুনামগঞ্জ জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫২৫ জন। শনিবার রাতে সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ জেলা সদরে ৩৪, শিল্পনগরী ও প্রবাসী অধ্যুষিত ছাতকে ৩০ , হাওরাঞ্চল ও সীমান্ত জনপদ তাহিরপুরে ২ জন, হাওরাঞ্চল জামালগঞ্জে ১৮ জন, দক্ষিণ সুনামগঞ্জে ৪, বিশ্বম্ভরপুরে ২ এবং হাওর উপজেলা শাল্লায় ০১ জন সহ ৯২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

অন্যদিকে, সুনামগঞ্জে করোনা আক্রান্ত রোগী গত ২৪ ঘণ্টা পুর্বেও ছিল ৪৩৩ জন। গত ২৪ ঘণ্টার ব্যবধানে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ায় ৫২৫ জন । নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ জেলা শহরের নতুনপাড়া আবাসিক এলাকার একই পরিবারের ৭ জন রয়েছেন। ওই পরিবারের এক ব্যক্তি প্রথমে করোনা আক্রান্ত হন। পরবর্তীতে পরিবারের আরোও ৬ সদস্য আক্রান্ত হয়েছেন বলে জানাগেছে।

এছাড়া জেলা শহরের আরপিননগর আবাসিক এলাকার অপর একটি পরিবারের ৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন, করেনা উপসর্গে মারা গেছেন অপর এক ব্যবসায়ী।

জানা গেছে, শনিবার ঢাকা ও সিলেটের ল্যাবে পৃথকভাবে এ জেলার ৪৮৫ জনের নমুনা পরীক্ষা করা হলে সেখানে ৯২ জন করোনা পজেটিভ শনাক্ত হন। আসে। শনিবার রাতে সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় দপ্তর জানায়, সিলেটে নমুনা পরীক্ষায় বিলম্বিত হওয়ার কারনে সিলেট বিভাগের বেশকিছু নমুনা ঢাকায় প্রেরণ করা হলে সেখান থেকে সুনামগঞ্জের ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩১ জনের করোনা শনাক্ত হয়। অপরদিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের পিসিআর ল্যাবে পৃথকভাবে আরোও ২০৩জনের নমুনা পরীক্ষা করা হলে সেখান থেকে ৬১ জন করোনা শনাক্ত হন।
শনিবার রাতে সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন বলেন, শনিবার সুনামগঞ্জ জেলা সদর সহ জেলার সাত উপজেলায় রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

72 Views

আরও পড়ুন

আদমদীঘিতে স্বামী শ্বশুর ও ভাসুরের নির্যাতনে গৃহবধু এখন হাসপাতালে

ফিলিস্তিনিদের জন্য রাজপথে নামলো কক্সবাজার জেলা ছাত্রলীগ।

লোহাগাড়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব‌ সম্পন্ন

নাগরপুরে শিক্ষক নেতৃত্বে সর্বোচ্চ ৫৬৮ ভোট পেয়ে নির্বাচিত ছানোয়ার

নাগরপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত

বাইশারী বাজারে অগ্নিকাণ্ডে ফ্যামিলি বাসাসহ ৪ দোকান পুড়ে ছাই !!

সুন্দরবন’র আগুন নিয়ন্ত্রণে এলেও শংকা কাটেনি এখনও

শেরপুরে ‌’কানেক্ট জাপান এডুকেশন’ ট্রেনিং সেন্টারের উদ্বোধন

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

চলছে তীব্র তাপদাহ এতে জনজীবন অতিষ্ঠ গ্রীন ভয়েস কক্সবাজার জেলার বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

রাসিক মেয়রের সাথে ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ।

নাগরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন নেতৃত্বে হোসেন-ওয়াহিদ-কানিজ