ঢাকাবৃহস্পতিবার , ২ মে ২০২৪
  1. সর্বশেষ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আনোয়ারা শাখার মতবিনিময় সভা

প্রতিবেদক
নিউজ এডিটর
১০ ডিসেম্বর ২০১৯, ৮:৪৪ অপরাহ্ণ

Link Copied!

এম এইচ ইমরান চৌধুরী::

আর ও উন্নত সেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড আনোয়ারা শাখায় আয়োজিত হলো গ্রাহকদের মতবিনিময় সভা। ১০ই ডিসেম্বর (মঙ্গলবার)বেলা ১১টায় আনোয়ারা শাখার সেকেন্ড অফিসার ইসমাইল হোসেনের পরিচালনায় শাখা ম্যানেজার আলী নেওয়াজ এর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেইপিজেট গার্মেন্টসের ডিজিএম মুহাম্মদ আরিফুল ইসলাম। গেষ্ট অব অনার ছিলেন চট্টগ্রাম জোনাল অফিসের সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট এএফএম ফয়সাল কবির। বিশেষ অতিথি চাতরী ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন হিরু। কাফকো জামে মসজিদের খতিব মুফতি আবুল হোসেন সহ ব্যাংকের গ্রাহক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। প্রধান অতিথির বক্তৃতায় কেএসআই শ্রমিকদের জন্য আরো এটিএম বুথ বাড়ানোর দাবী জানান। এএফএম ফয়সাল কবির বলেন,আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বিনা জামানতে ১০লক্ষ টাকা পর্যন্ত প্রকৃত ব্যবসায়ীদেরকে কোনো ধরণের হয়রানি ছাড়া ঋণ দিয়ে সুবিধা দিচ্ছে। সেইসাথে গ্রাহকদের দোরগোড়ায় ব্যাংকের সেবা পৌছেঁ দিয়ে গ্রাহকদের মন জয় করাই হবে আমাদের প্রধান রণ কৌশল মর্মে তিনি উল্লেখ করেন। পরে গ্রাহকদের সাথে মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। চাতরী ইউনিয়নের চেয়ারম্যন ইয়াছিন হিরু বলেন, আনোয়ারায় প্রয়াত নেতা আখতারুজ্জামান চৌধূরী (বাবু)র হাত ধরে প্রথম প্রাইভেট ইউনাইটেড কর্মাশিয়াল (ইউসিবিএল) ব্যাংকের মাধ্যামে যাত্রা শুরু করেন তারই ধারাবাহিকতায় আজ অনেক প্রাইভেট ব্যাংক এসেছে। আনোয়ারা দিনে দিনে অর্থনীতিক ভাবে সমৃদ্ধশালী হচ্ছে। তিনি ব্যাংকের কার্যক্রমের পাশাপাশি গরীবদের জন্য চিকিৎসা এবং এতিম ছেলেমেয়েদের লেখাপড়ার দিকে দৃষ্টি দেওয়ার জন্য ব্যাংকের শাখা ম্যানেজারদের কাছে আবেদন রাখেন। সভাপতির বক্তব্য আলী নেওয়াজ শাখার বিভিন্ন লক্ষ্যমাত্রা এবং ব্যবসায়িক অর্জনের তথ্যচিত্র উপস্থাপন করেন এবং নতুন বছরের লক্ষ্যমাত্রা অর্জনে আনোয়ারা ব্যবসায়ীদের সহযোগিতায় শতভাগ সফল হওয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। মুফতি আবুল হোসাইন উপস্থিত সকলকে হারাম থেকে দূরে থেকে হালালভাবে উপার্জন করার এবং ইসলামী ব্যাংকগুলোতে লেনদেন করার আহবান জানিয়ে মোনাজাতের মাধ্যমে মতবিনিময় সভা সমাপ্তি করেন।

82 Views

আরও পড়ুন

তীব্র তাপদাহে বাড়ছে রোগী : বারান্দা-মেঝেতে একের স্থানে তিন

সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায় ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস

দোয়ারাবাজারে ধ’র্ষ’ণের পর কলেজ ছাত্রী খু’ন, খু’নী লিটন আটক!

দোয়ারাবাজারে চেলানদীতে ভেসে উঠলো নিখোঁজ ব্যবসায়ী মঈন উদ্দিনের লা’শ

সজিব মিয়ার কবিতা “মাটি”

ভয়াল ২৯ এপ্রিল নিহতের স্মরণে ধলঘাটা এসোসিয়েশন’র বিভিন্ন কর্মসুচী পালন

নাগরপুরে গাছ কাটা কেন্দ্র করে প্রবাসীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

তীব্র খরায় খাদ্য সামগ্রী নিয়ে নিম্ন আয়ের মানুষের পাশে – ডা. অর্ণা জামান।

কুমারখালীতে বিনামূল্যে পানি, শরবত ও ক্যাপ বিতরণ

কবিতা:- নক্ষত্রের রাত

ফেনী শহরের বিভিন্ন স্হানে পানি স্যালাইন বিতরণ করেন শিবির নেতাকর্মী’রা

স্কুল, মাদ্রাসায় বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের