ঢাকারবিবার , ২৮ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় বাহারছড়া রনক্ষেত্র, আহত -৭

প্রতিবেদক
নিউজ এডিটর
২৯ ডিসেম্বর ২০২১, ১২:৫৪ পূর্বাহ্ণ

Link Copied!

উপকুলীয় প্রতিনিধি(টেকনাফ)

টেকনাফের বাহারছড়া ইউপি নির্বাচনে পরাজিত দুই মেম্বার প্রার্থীর আত্মীয় স্বজনের মধ্যে সহিংসতায় উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ইকবাল নামের একজনকে চট্টগ্রাম রেফার করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকাল ৫.০০ টার দিকে বাহারছড়া উত্তর শিলখালী স্থানীয় মোঃ সোনালি মেম্বারের গ্রুপের সাথে মৃত লাল মোহাম্মদ পুত্র আবু বক্করের ছেলে-মেয়েদের সঙ্গে নির্বাচনে পরাজিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা সংঘটিত হয়।
এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়। এর মধ্যে সোনালি মেম্বারের পুত্র আবুল ফয়েজ(২৫) আব্বাসের ছেলে মোহাম্মদ ইকবাল আহত হয়।অপর পক্ষে আবু বক্করের স্ত্রী,মেয়ে ও পুত্র মহিব উল্লাহ(২২) ও রহমত উল্লাহ(৩০) আহত হয়। আহতদের মধ্যে ইকবালকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম রেফার করা হয়েছে বলে জানা গেছে।
বাকি আহতরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মেম্বার পদপ্রার্থী
সৈয়দ আহমেদ বলেন, নির্বাচনের পরের দিন থেকে সোনালী মেম্বারের লোকজন আমার কর্মী সর্মথকদের হুমকি ধমকি দিয়ে আসছিল এবং পর্যন্ত থাকতে পারিনি। আজকে আমার বড় ভাই আবু বক্করের ছেলেদের সাথে নির্বাচনের ইস্যুকে কেন্দ্র করে বাড়ি ঘরের ঘেরা বেড়া কেটে তচনচ করা হয়েছে এবং আমাদের বাড়ি ঘরে এসে আমাদের উপর হামলা করেছে। এতে আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজনসহ অনেকে আহত হয়েছে।

এ ব্যাপারে সোনালি মেম্বার এর কাছে জানতে চাইলে বলেন,” আমার পুত্র ফয়েজসহ ভাতিজা ইকবাল গুরুতর আহত হয়েছে। ইকবালের অবস্থা মারাত্মক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছে “।এদিকে

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদ জানান,” ঘটনার খবর পেয়ে পুলিশ তড়িৎ গতিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছি ।উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে নিশ্চিত করেন তিনি । পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ধাওয়া করে ছত্রভঙ্গ করে পরিস্হিতিকে স্বাভাবিক করেছে। সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় আর ও অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন এলাকার সচেতন মহল।

75 Views

আরও পড়ুন

নাগরপুরে তীব্র তাপদাহ কারনে হাসপাতালে রোগীদের চাপ বেড়েছে

আনোয়ারায় রায়পুরে সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রদর্শনী ও আনন্দ শোভাযাত্রা

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের দুর্ভোগ লাঘবে ৩০ কেবি ক্ষমতাসম্পন্ন জেনারেটর দিলেন সাবেক ভূমিমন্ত্রী

নাইক্ষ্যংছড়িতে বিএনপির কর্মী সমাবেশে জেলা সম্পাদক জাবেদ রেজা !! প্রহসনের নির্বাচন বর্জন করুন।

কুষ্টিয়ায় মসজিদ কমিটি নিয়ে সংঘ’র্ষে আ’হত ৫

বিসিএস পরীক্ষা যেনো সড়কে গড়াগড়ির কান্নায় স্বপ্ন হয়ে রয়ে গেল!

কুষ্টিয়ায় সর্বোচ্চ ৪১.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড, তীব্র পানি সংকট

নতুন কর্মসূচী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

উপজেলা নির্বাচন পরিক্রমা...
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সাংসদ ইবরাহীমের বিরুদ্ধে

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ঢাকায় প্রথম ফার্মা সামিট’২৪ অনুষ্ঠিত

ক্রিকেট ইতিহাসে রেকর্ড সৃষ্টি : কোনও রান না দিয়েই ৭ উইকেট

চুয়েট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ