ঢাকাবুধবার , ১ মে ২০২৪
  1. সর্বশেষ

পিঠা খাওয়া হলো না টিয়ামণির

প্রতিবেদক
রংপুর ব্যুরো
১৮ নভেম্বর ২০২২, ৫:৩১ অপরাহ্ণ

Link Copied!

ভাপা পিঠা খেতে চেয়েছিল ছোট্ট টিয়ামণি। সেজন্য খুব ভোরে ওঠা। রাস্তার ওপারে সেই পিঠার দোকান। কাকভোরে তাই নানিকে নিয়ে বের হয় পাঁচ বছরের শিশুটি। রাস্তা পার হয়ে ওপারের দোকান থেকে দুটো পিঠা কেনে দুরন্ত টিয়ামণি। তবে সেই পিঠা আর খাওয়া হলো না তার।

পিঠা কিনে রাস্তা পার হচ্ছিলেন সাবিনা বেগম ও টিয়ামণি। সে সময় একটি ঘাতক বাস তাদের পিষে দিয়ে যায়। মুহূর্তেই লাশ হয়ে ফিরতে হয় তাদের।

আজ শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৬টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার ছোট বৌলেরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী সাবিনা বেগম ও তার নাতনি টিয়ামণি।

স্বজনরা জানান, পিঠা কিনে নানি ও নাতনি রাস্তা পার হতে যাচ্ছিলেন।

সে সময় ঢাকা থেকে আসা আল রিয়াদ পরিবহনের একটি বাস দ্রুত তাদের দুজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই সাবিনা ও টিয়ামণির মৃত্যু হয়।

গাইবান্ধা সদর থানার এসআই মাইদুল ইসলাম বাস দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার খবর নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

260 Views

আরও পড়ুন

দোয়ারাবাজারে চেলানদীতে ভেসে উঠলো নিখোঁজ ব্যবসায়ী মঈন উদ্দিনের লা’শ

সজিব মিয়ার কবিতা “মাটি”

ভয়াল ২৯ এপ্রিল নিহতের স্মরণে ধলঘাটা এসোসিয়েশন’র বিভিন্ন কর্মসুচী পালন

নাগরপুরে গাছ কাটা কেন্দ্র করে প্রবাসীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

তীব্র খরায় খাদ্য সামগ্রী নিয়ে নিম্ন আয়ের মানুষের পাশে – ডা. অর্ণা জামান।

কুমারখালীতে বিনামূল্যে পানি, শরবত ও ক্যাপ বিতরণ

কবিতা:- নক্ষত্রের রাত

ফেনী শহরের বিভিন্ন স্হানে পানি স্যালাইন বিতরণ করেন শিবির নেতাকর্মী’রা

স্কুল, মাদ্রাসায় বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

যশোরে দেশের সর্বোচ্চ ৪২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

কুষ্টিয়ায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত