ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

আটোয়ারীতে প্রতিমা ভাংচুরের ঘটনায় আটক ২

প্রতিবেদক
নিউজ ভিশন
১৯ নভেম্বর ২০২১, ১১:৩৫ অপরাহ্ণ

Link Copied!

আটোয়ারী, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় তিনটি কালীমন্দিরের ১০ টি প্রতিমা ভাংচুরের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় এক ইউপি সদস্য সহ সনাতন ধর্মাবলম্বী দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বহুবাধ সার্বজনীন কালিমন্দির, ঠাকুরপাড়া কালীমন্দির ও দোমুর্কী ঝাকুয়াপাড়া কালীমন্দিরে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো, আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ইউপি সদস্য প্রার্থী শক্তি চন্দ্র পাল (৪৮) ও একই ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকার নির্মাণ শ্রমিক সনাতন পাল (২৮)।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার (১৯ নভেম্বর) সকালে ওই কালীমন্দিরগুলোতে পুজা করতে গিয়ে মন্দিরগুলোর দরজা খোলা এবং মন্দিরের ভিতরে রাখা কালী মূর্তি ও শিব মূর্তিগুলো ভাঙ্গা অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে এলাকার লোকজন মন্দিরগুলোতে ভাঙ্গা মূর্তি দেখতে ভিড় করতে শুরু করেন।

এ সময় স্থানীয়রা বিষয়টি আটোয়ারী থানা পুলিশকে জানায়। খবর পেয়ে আটোয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেন। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউপি সদস্য প্রার্থী শক্তি চন্দ্র পাল ও তার কর্মী একই ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকার নির্মাণ শ্রমিক সনাতন পালকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্তি পুলিশ সুপার মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) মোঃ আরিফ হোসেন ও সিআইডি ও এনএসআই কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।

রাফিউল ইসলাম রাব্বি / এনভি

আরও পড়ুন

‎শান্তিগঞ্জে মেধা যাচাই পরীক্ষায় সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ‎

দোয়ারাবাজারে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টে বোগলাবাজার ইউনিয়ন চ্যাম্পিয়ন

ঘূর্ণিঝড় “সেনিয়ার” আতঙ্ক!

অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ১০৩ চিকিৎসক

অনির্দিষ্টকালের জন্য এনআইডির সকল সেবা বন্ধ

চকরিয়ার হারবাংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মারধরের অভিযোগে চবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

আঞ্চলিক জোট গঠন ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি ঘোষণা করেন জিয়া

গলায় পা দিয়ে চেপে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করে ওসি প্রদীপ

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও জোর করে ফ্লোর পার্টি করছে ইডেনের আবাসিক কিছু শিক্ষার্থী

নাশকতার মামলায় আ’লীগ নেতাদের সাথে জামায়াত নেতার নাম, প্রতিবাদে থানাগেটে বিক্ষোভ

টেকনাফে গহীন পাহাড়ে যৌথ সাঁড়াশি অভিযান,সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা ধ্বংস