আটোয়ারী, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় তিনটি কালীমন্দিরের ১০ টি প্রতিমা ভাংচুরের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় এক ইউপি সদস্য সহ সনাতন ধর্মাবলম্বী দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বহুবাধ সার্বজনীন কালিমন্দির, ঠাকুরপাড়া কালীমন্দির ও দোমুর্কী ঝাকুয়াপাড়া কালীমন্দিরে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো, আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ইউপি সদস্য প্রার্থী শক্তি চন্দ্র পাল (৪৮) ও একই ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকার নির্মাণ শ্রমিক সনাতন পাল (২৮)।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার (১৯ নভেম্বর) সকালে ওই কালীমন্দিরগুলোতে পুজা করতে গিয়ে মন্দিরগুলোর দরজা খোলা এবং মন্দিরের ভিতরে রাখা কালী মূর্তি ও শিব মূর্তিগুলো ভাঙ্গা অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে এলাকার লোকজন মন্দিরগুলোতে ভাঙ্গা মূর্তি দেখতে ভিড় করতে শুরু করেন।
এ সময় স্থানীয়রা বিষয়টি আটোয়ারী থানা পুলিশকে জানায়। খবর পেয়ে আটোয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেন। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউপি সদস্য প্রার্থী শক্তি চন্দ্র পাল ও তার কর্মী একই ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকার নির্মাণ শ্রমিক সনাতন পালকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্তি পুলিশ সুপার মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) মোঃ আরিফ হোসেন ও সিআইডি ও এনএসআই কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।
রাফিউল ইসলাম রাব্বি / এনভি
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০