ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

রংপুর সিটি নির্বাচন : প্রচার সামগ্রী সরানোর নির্দেশ

প্রতিবেদক
রংপুর ব্যুরো
১০ নভেম্বর ২০২২, ৪:৫৬ অপরাহ্ণ

Link Copied!

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন।

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে বেআইনিভাবে ছড়িয়ে থাকা প্রচারণা সামগ্রী আগামী ৩৬ ঘণ্টার মধ্যে সরানোর নির্দেশ দিয়েছে প্রশাসন। এছাড়া সকল প্রকার মিছিল-মিটিং এবং শোডাউনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে বৃহস্পতিবার (১০ নবেম্বর) দুপুরে সাংবাদিকদের এই খবর দেন।

আগামী ২৭ ডিসেম্বর তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে রসিক নির্বাচন।

আচরণবিধি অনুযায়ী তফসিল ঘোষণার পর প্রার্থী কিংবা প্রার্থীর পক্ষে সাঁটানো সকল ব্যানার, পোস্টার, ফেস্টুন, বিলবোর্ডসহ প্রচার সামগ্রী অপসারণ করতে হবে। কিন্তু গত ৭ নভেম্বর তফসিল ঘোষণা হলেও এখনও নগরজুড়ে এসব রয়েছে। কোনো প্রার্থী যদি নিজ দায়িত্বে এসব সামগ্রী অপসারণ না করেন তাহলে তার প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পরও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে নির্বাচন কমিশন।

রিটার্নিং কর্মকর্তা বলেন, প্রার্থীরা নিজ দায়িত্বে আগামী ৩৬ ঘণ্টার মধ্যে প্রচার সামগ্রী না সরালে আচারণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনের অন্যান্য বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, ইভিএমে নির্বাচন হচ্ছে। ইভিএম নিয়ে মাঠপর্যায়ে মক ভোটিং কার্যক্রম চালানো হবে। এজন্য দ্রুত কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি কেন্দ্রকে সিসিটিভির আওতায় আনা হবে। নির্বাচন কমিশন তা মনিটর করবে। কোথাও কোনো অনিয়ম হলে কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধসহ পুরো নির্বাচন বন্ধের বিষয়েও সিদ্ধান্ত নেবে কমিশন।

২০১টি ভোট কেন্দ্রের ১৩৭টি কক্ষে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ২৯ ডিসেম্বর মনোনয়পত্র দাখিলের শেষ দিন। ৮ ডিসেম্বর চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ও ৯ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

2,741 Views

আরও পড়ুন

জুলাই-আগস্ট ভারতীয় আগ্রাসন থেকে মুক্তির মাস: হোসেন আলী

সুনামগঞ্জ হাসপাতালে নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগে সংবাদ সম্মেলন

মধ্যনগর বি.পি.উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক মনির উদ্দিন এর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

সেঞ্চুরিয়ান লিও ক্লাবের নতুন কমিটি ঘোষণা

গাইবান্ধায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কর্মপরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর সহযোগী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

‘মনগড়া অপপ্রচার’: শাহপরীর দ্বীপ জেটি ইজারা বিতর্কে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা দিলেন জামায়াত নেতা ফারুক

চকরিয়ায় দাঁড়িপাল্লার ব্যাপক গণসংযোগ

ইসলামী আদর্শে বলীয়ান যুব শক্তির বিকাশে গাজীপুরে ঐতিহাসিক যুব সম্মেলন

নাসির উদ্দিন সাথীর অপকর্ম এবং মাই টিভি চ্যানেল দখল

তা’মীরুল মিল্লাত মাদ্রাসায় ‘জুলাই’ বিরোধী মন্তব্য: অষ্টম শ্রেণির ছাত্রকে মারধর, উত্তপ্ত পরিস্থিতি