ঢাকাবুধবার , ৮ মে ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ছাতক-দোয়ারায় একসাথে ২৭টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে-এমপি মানিক

প্রতিবেদক
নিউজ এডিটর
২৬ অক্টোবর ২০১৯, ৭:৪৪ অপরাহ্ণ

Link Copied!

এম এ মোতালিব ভুঁইয়া :

সুনামগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন,যত দিন বেচে থাকব শিক্ষার উন্নয়নে কাজ করে যাব।অধ্যক্ষ সলিলেন্দু কুমার তালুকদার সমুজ আলী স্কুল এন্ড কলেজের উজ্জল নক্ষত্র ছিল।
উনার পরিশ্রমে বিদ্যালয় টি জুনিয়র থেকে উচ্চ বিদ্যালয় ও কলেজে রূপান্তরিত হয়েছে। আজ বিদায় বেলা ভালবাসা ছাড়া দেবার কিচু নেই তবু বিদায় জানাতেই হয়।সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজকে পর্যায়ক্রমে ডিগ্রী কলেজে উন্নীত করা হবে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। সরকারের আন্তরিকতায় ছাতক-দোয়ারায় একসাথে ২৭টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে কলেজ প্রতিষ্ঠা করা হবে।’

গতকাল (২৬ অক্টোবর) শনিবার দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে অধ্যক্ষ সলিলেন্দু কুমার তালুকদারের অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান মানিক এমপি আরো বলেন, ‘একজন শিক্ষকের যেসব গুনাবলী থাকার দরকার অধ্যক্ষ সলিলেন্দু তালুকদারের মধ্যে তার সবকটিই বিদ্যমান ছিলো। প্রত্যন্ত এলাকার এই প্রতিষ্ঠানটিকে সম্মানজনক পর্যায়ে দাড় করাতে তিনি নিরলসভাবে পরিশ্রম করেছেন। কলেজের সার্বিক উন্নয়নের তার অবদান অপরিসীম।’সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষ ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রভাষক ছোয়াব আহমেদ হৃতুল ও সহযোগী অধ্যাপক রোকনুজ্জামান’র যৌথ সঞ্চালনায় কলেজের গভর্নিং বডির সভাপতি ও দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী বীরপ্রতীক,দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আবুল হাশেম,সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল হক প্রমুখ। অনুষ্ঠানের শুরু স্বাগত বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সদস্য বিনয়ভূষণ পুরকায়স্থ, উপস্থিত ছিলেন,টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহাম্মদ, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফয়েজুর রহমান, নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ মশিউর রহমান, বোগলা ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, সাবেক ইউপি চেয়ারম্যান আহমদ আলী আপন, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাষ্টার,সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের বিদায়ী অধ্যক্ষ সলিলেন্দু কুমার তালুকদার,সহকারী অধ্যাপক রুকনুজ্জামান,কবির আহমদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ব্রজলাল দে, প্রাক্তন ছাত্র জামাল উদ্দিন আহমদ, হারুন অর রশিদ, বিনয় ভুষন পুরকায়স্থ, অত্র বিদ্যালয়ের ছাত্রী হালিমা খাতুন প্রমুখ।

61 Views

আরও পড়ুন

বগুড়া স্টেশনে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাই কালে চার ছিনতাইকারি গ্রেফতার

আদমদীঘিতে স্বামী শ্বশুর ও ভাসুরের নির্যাতনে গৃহবধু এখন হাসপাতালে

ফিলিস্তিনিদের জন্য রাজপথে নামলো কক্সবাজার জেলা ছাত্রলীগ।

লোহাগাড়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব‌ সম্পন্ন

নাগরপুরে শিক্ষক নেতৃত্বে সর্বোচ্চ ৫৬৮ ভোট পেয়ে নির্বাচিত ছানোয়ার

নাগরপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত

বাইশারী বাজারে অগ্নিকাণ্ডে ফ্যামিলি বাসাসহ ৪ দোকান পুড়ে ছাই !!

সুন্দরবন’র আগুন নিয়ন্ত্রণে এলেও শংকা কাটেনি এখনও

শেরপুরে ‌’কানেক্ট জাপান এডুকেশন’ ট্রেনিং সেন্টারের উদ্বোধন

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

চলছে তীব্র তাপদাহ এতে জনজীবন অতিষ্ঠ গ্রীন ভয়েস কক্সবাজার জেলার বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

রাসিক মেয়রের সাথে ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ।