ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

রাজশাহীতে রামেকের পকেট গেটে পকেটমারের উৎপাত বৃদ্ধি

প্রতিবেদক
নিউজ এডিটর
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৪ পূর্বাহ্ণ

Link Copied!

মোঃ শিবলী সাদিক রাজশাহী।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বহির্বিভাগের পকেট গেটে পকেটমারের ঘটনা ঘটেছে। এই পকেট গেট দিয়ে ঢোকা বা বের হতে হয় রোগী ও তাদের স্বজনদের। এতে লোকজনের বেশি উপস্থিতির মধ্যে পাকেটমাররা মানুষের মানিব্যাগ চুরি করে নিচ্ছেন। এমন ঘটনার শিকার হন রোগী ও তাদের স্বজনরা।

গত সোমবার বহির্বিভাগের পকেট গেটে মানিব্যাগ খোয়া গেছে মোস্তাক আহম্মেদ মাছুম নামের এক ব্যক্তির। তার মানিব্যাগে ছিল ১০০০ টাকা। একই সাথে মানিব্যাগে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়েছেন তিনি।

তিনি বলেন, ঘটনার পরে বিষয়টি হাসপাতালের পরিচালককে জানানো হয়েছে। পরিচালক তাকে আশস্ত করে বলেন, বিষয়টি দেখছি।

সরেজমিনে হাসপাতালের বহির্বিভাগে গিয়ে দেখা গেছে, বড় লোহার গেটটির এক পাশে একটি পকেট গেট রাখা হয়েছে। সেই গেট দিয়ে যাওয়া আসা করছেন রোগী ও তাদের স্বজনরা। পথটি সরু হওয়ায় গায়ে গা ঘেষে মানুষকে আসা-যাওয়া করতে হচ্ছে।

মোস্তাক আহম্মেদ মাছুম জানান, সোমবার সকালে চিকিৎসার জন্য হাসপাতালের বহির্বিভাগে ঢোকার সময় পকেটমারা যায়। পরে বিষয়টি তিনি উপপরিচালক, পরিচালককে জানার।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রি. জে. এফএম শামীম আহাম্মদ বলেন, বিষয়টি দেখা হচ্ছে। সেখানে আনসার সদস্য দেওয়া হয়েছে।

383 Views

আরও পড়ুন

ঐতিহাসিক বটতলার হামদ নাতের আসর শেষে শিক্ষার্থীরা পেলেন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

পটিয়ায় চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া বমুবিলছড়িতে মৎস্যর সচেতনতা সভা ও ভিজিএফ বিতরণ

ওআইসিভুক্ত দেশগুলোকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে হবে – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া

স্ক্যাবিস: এক নীরব মহামারী

দলীয় প্রধানরা লড়তে পারেন যেসব আসনে

দিয়ারা সেটেলমেন্ট পেশকারের প্রকাশ্যে ঘুস লেনদেনে নামে মাত্র বদলি জনমনে ক্ষোভ,
শীগ্রই প্রজ্ঞানন্দ ও আলমগীরের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান

হকি খেলতে চীনে যাচ্ছেন শান্তিগঞ্জের নাদিরা তালুকদার ইমা

শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার : আটক-১

শিক্ষার আলোকবর্তিকা মরহুম মোঃ আব্দুল মজিদের স্মরণসভা