মোঃ শিবলী সাদিক রাজশাহী।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বহির্বিভাগের পকেট গেটে পকেটমারের ঘটনা ঘটেছে। এই পকেট গেট দিয়ে ঢোকা বা বের হতে হয় রোগী ও তাদের স্বজনদের। এতে লোকজনের বেশি উপস্থিতির মধ্যে পাকেটমাররা মানুষের মানিব্যাগ চুরি করে নিচ্ছেন। এমন ঘটনার শিকার হন রোগী ও তাদের স্বজনরা।
গত সোমবার বহির্বিভাগের পকেট গেটে মানিব্যাগ খোয়া গেছে মোস্তাক আহম্মেদ মাছুম নামের এক ব্যক্তির। তার মানিব্যাগে ছিল ১০০০ টাকা। একই সাথে মানিব্যাগে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়েছেন তিনি।
তিনি বলেন, ঘটনার পরে বিষয়টি হাসপাতালের পরিচালককে জানানো হয়েছে। পরিচালক তাকে আশস্ত করে বলেন, বিষয়টি দেখছি।
সরেজমিনে হাসপাতালের বহির্বিভাগে গিয়ে দেখা গেছে, বড় লোহার গেটটির এক পাশে একটি পকেট গেট রাখা হয়েছে। সেই গেট দিয়ে যাওয়া আসা করছেন রোগী ও তাদের স্বজনরা। পথটি সরু হওয়ায় গায়ে গা ঘেষে মানুষকে আসা-যাওয়া করতে হচ্ছে।
মোস্তাক আহম্মেদ মাছুম জানান, সোমবার সকালে চিকিৎসার জন্য হাসপাতালের বহির্বিভাগে ঢোকার সময় পকেটমারা যায়। পরে বিষয়টি তিনি উপপরিচালক, পরিচালককে জানার।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রি. জে. এফএম শামীম আহাম্মদ বলেন, বিষয়টি দেখা হচ্ছে। সেখানে আনসার সদস্য দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০