ঢাকাবৃহস্পতিবার , ২ মে ২০২৪
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

টিকিট এবং নিবন্ধন ফি’র জন্য অনিশ্চিত সোনাজয়ী খুশবুর এশিয়ান দাবা

প্রতিবেদক
খান মোহাম্মদ হোসেন
২৯ সেপ্টেম্বর ২০২২, ৮:৪২ অপরাহ্ণ

Link Copied!

ওয়ারসিয়া খুশবু বাংলাদেশের প্রতীভাবান এক ক্ষুদে দাবাড়ু। মাত্র ১০ বছর বয়সেই নিজের প্রতিভার জানান দিয়েছেন তিনি।ইতোমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় প্রতিযোগিতায় স্বর্ণ জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন এই দাবাড়ু।

প্রতিভাবান এই দাবাড়ুর দুইটি বিমান টিকেট এবং নিবন্ধন ফি’র অর্থের অভাবে ইন্দোনেশিয়া এশিয়ান দাবা চ্যাম্পিয়নশিপে যাওয়া হয়ে পড়েছে অনিশ্চিত।

গুরুত্বপূর্ণ এবং মর্যাদাকর এই টুর্নামেন্টে অংশ নেওয়ার মতো সবরকম যোগ্যতা থাকার পরও শুধু অর্থের অভাবে খুশবুর ইন্দোনেশিয়া যাওয়া এখন অনিশ্চিত। এই কারণে হতাশ খুশবু।

তাকে সাহায্য করার জন্য সমাজের বিত্তবান ও ক্রীড়াপ্রেমীদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন এই ক্ষুদে দাবাড়ু। তিনি বলেন, ‘কেউ কি আমাকে দুইটি টিকেট দিতে পারেন না!’ একটি সংগঠন থেকে ইন্দোনেশিয়া যাওয়ার টিকিট দেওয়ার কথা দিয়েও হঠাৎ করে শেষ মুহূর্তে না বলায় চোখে অন্ধকার দেখছেন খুশবুর বাবা।

খুশবুর বাবা বলেন, ‘খুশবুর স্বপ্ন ছিল অনূর্ধ্ব-১০ এশিয়ান দাবার এই আসরে অংশ নেয়া। এবারই এই আসরে অংশগ্রহন করার শেষ সুযোগ। এই সুযোগটা সে কাজে লাগাতে চায়। ’

ইন্দোনেশিয়া যেতে কত টাকা আর লাগবে খুশবুর? হাতে এখনও ১৫-২০ দিন সময় আছে। তবে যতই দিন গড়াচ্ছে ততই টিকিটের দাম বাড়ছে। বিমান টিকেটের মূল্য এখন ৭০/৮০ হাজার টাকা। বছর খানেক দেশের বাইরে ছয়টি টুর্নামেন্টে অংশ নিতে অনেক ঋণ নিয়ে ও বন্ধুদের সহায়তা নিয়ে খুশবুকে খেলিয়েছেন মেহেদী। কিন্তু আর পারছেন না তিনি।

২০১৮ সাল থেকে জাতীয় ও আন্তর্জাতিক দাবায় ১৩ টি পদক জিতেছে খুশবু। ২০১৮ সাল থেকে জাতীয় বয়সভিত্তিকে অনূর্ধ্ব-৮ বিভাগে বয়সভিত্তিক চ্যাম্পিয়ন, বর্তমান অনূর্ধ্ব-১০ বালিকা চ্যাম্পিয়ন, ২০২১ ও ২০২২ সালে শেখ রাসেল স্মৃতি স্কুল দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন পদক লাভ করে।

আন্তর্জাতিক দাবায়ও কিস্তিমাত করেছে খুশবু। ২০১৮ সালে  উজবেকিস্তানে ওয়েস্টার্ন ইয়ুথ এশিয়া চেস টুর্নামেন্টে অনুর্ধ্ব-৬ বিভাগে এবং থাইল্যান্ডে এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়শিপে অনূর্ধ্ব-৬ বিভাগে স্বর্নপদক, ভারতের কলকাতায় দ্য টেলিগ্রাফ স্কুল দাবায় পদক জেতে। থাইল্যান্ডের শেষের টুর্নামেন্টে অন্য দুইটি ক্যাটাগরিতে দুইটি রৌপ্যপদকও লাভ করে।

দেশী-বিদেশী সবধরনের টুর্নামেন্ট মিলিয়ে খুশবু ১০টিতে চ্যাম্পিয়ন, ৬টিতে রানারআপ এবং ১টিতে তাম্রপদক পেয়েছে।

156 Views

আরও পড়ুন

তীব্র তাপদাহে বাড়ছে রোগী : বারান্দা-মেঝেতে একের স্থানে তিন

সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায় ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস

দোয়ারাবাজারে ধ’র্ষ’ণের পর কলেজ ছাত্রী খু’ন, খু’নী লিটন আটক!

দোয়ারাবাজারে চেলানদীতে ভেসে উঠলো নিখোঁজ ব্যবসায়ী মঈন উদ্দিনের লা’শ

সজিব মিয়ার কবিতা “মাটি”

ভয়াল ২৯ এপ্রিল নিহতের স্মরণে ধলঘাটা এসোসিয়েশন’র বিভিন্ন কর্মসুচী পালন

নাগরপুরে গাছ কাটা কেন্দ্র করে প্রবাসীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

তীব্র খরায় খাদ্য সামগ্রী নিয়ে নিম্ন আয়ের মানুষের পাশে – ডা. অর্ণা জামান।

কুমারখালীতে বিনামূল্যে পানি, শরবত ও ক্যাপ বিতরণ

কবিতা:- নক্ষত্রের রাত

ফেনী শহরের বিভিন্ন স্হানে পানি স্যালাইন বিতরণ করেন শিবির নেতাকর্মী’রা

স্কুল, মাদ্রাসায় বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের