আদালত প্রতিবেদক :
কর্ণফুলী শিপ বিল্ডার্স এর এমডি মোহাম্মদ আব্দুর রশিদ এবং জিএম মোঃ নজরুল ইসলাম এর বিরুদ্ধে স্বাধীনতার প্রথম পত্রিকা দৈনিক আজাদীর সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব এম.এ মালেক এর দায়ের করা মানহানির মামলায় অভিযুক্ত দুই আসামীর বিরুদ্ধে অপরাধ আমলে নিয়ে আসামীদেরকে স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রাপলিটন ম্যাজিষ্ট্রেট ২য় আদালতের বিচারক আবু সালেম মোহাম্মদ নোমান। বাদীর পক্ষে বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেন ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি আজাদী পত্রিকার সাংবাদিক জাহেদুল কবির চৌধুরী। বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করায় দৈনিক আজাদী পত্রিকার বিরুদ্ধে মিথ্যা হয়ারনিমূলক মামলা দায়ের করে তা পত্রিকার মাধ্যমে প্রচার করে বাদী পরিচালিত পত্রিকা এবং বাদীর মানহানির কারণ সংগঠন করায় সিএমএম আদালত, চট্টগ্রামে ৩০০কোটি টাকা ক্ষতির মানহানির অভিযোগ আনয়ন করে আসামীদ্বয়ের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। বাদীর অভিযোগে প্রকাশ, মামলার ১নং আসামী কর্ণফুলী শিপ বিল্ডার্স লিঃ এর এমডি মোহাম্মদ আব্দুর রশিদ একের পর এক মিথ্যা মানহানির মামলা দায়ের করে দৈনিক আজাদী সম্পাদক ও সাংবাদিকদের হয়রানি করায় এবং ইতিপূর্বে ১নং আসামীর দায়ের করা সি.আর মামলা নং-১৭৪৩/০৯, ধারা ৫০০/৫০১/২০২/৩৪ দ: বি: মামলায় বিগত ০৭/১০/২০১০ইং তারিখে প্রাথমিক উপাদান না থাকায় তদানিন্তন বিজ্ঞ এম.এম আজিজুল হকের আদালত মামলার দায় থেকে অভিযুক্তদের অব্যাহতি প্রদান করেন। উক্ত আদেশের বিপরীতে বিজ্ঞ মহানগর আদালতে ফৌ: রিভিশন ৩৫১/১০ দায়ের করিলে ০৭/০৮/১৩ইং তারিখে তাহাও দন্ডবিধির ৪৯৯ ধারায় মানহানির ব্যতিক্রমের আওতায় পড়ায় বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালত নি¤œ আদালতের অব্যাহতির আদেশ বহাল রাখেন। মামলার পরবর্তী ধার্য্য তারিখ ২৩/১২/২০১৯ইং আসামীদ্বয়ের স্ব-শরীরে হাজির হ্ওয়ার জন্য সমন জারির আদেশ দেন আদালত। মামলার শুনানীতে বাদীপক্ষে নিয়োজিত সিনিয়র আইনজীবী এ.এম জিয়া হাবীব আহসান কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রাম হইতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুল্ক ফাঁকির অভিযোগে জনস্বার্থে “কর্ণফুলী শিপ বিল্ডার্স সহ ৫০ প্রতিষ্ঠানের ১২৯ কোটি টাকা রাজস্ব ফাঁকি” শিরোনামে দৈনিক আজাদী পত্রিকার প্রথম পাতায় নিউজ ছাপানো হয়। একই সাথে এই বিষয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ ছাপানো হলেও আসামীগণ শুধুমাত্র আজাদী সম্পাদকের বিরুদ্ধে একর পর এক মিথ্যা মামলা করে বাকস্বাধীনতা,তথ্য অধিকার, ও সংবাদপত্রের স্বাধীনতার প্রতি হুমকি স্বরুপ। আসামীদের আচরণ অসম্মানজনক,প্রতিহিংসামূলক,বিদ্বেষাত্বক। আসামীরা আজাদী সম্পাদকের মতো সম্মানীত ব্যক্তিকে নানা ভাবে হয়রানি করে আসছে।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন মানবাধিকার আইনজীবীবৃন্দ- এডভোকেট এ.এম.জিয়া হাবীব আহসান, এডভোকেট এ.এইচ এম জসিম উদ্দিন,এডভোকেট সৈয়দ মোহাম্মদ হারুন, এডভোকেট দেওয়ান ফিরোজ আহমদ, এডভোকেট জান্নাতুল নাঈম রুমানা,এডভোকেট মোঃ খায়রুল ইসলাম, এডভোকেট প্রদীপ আইচ দীপু,এডভোকেট সাইফুদ্দিন খালেদ, এডভোকেট মোঃ হাসান আলী, এডভোকেট মোঃ বদরুল হাসান প্রমুখসহ বিপুল সংখ্যক মানবাধিকার আইনজীবীগণ।