ঢাকাবুধবার , ১ মে ২০২৪
  1. সর্বশেষ

নিউজ ভিশনের উপ-আইন সম্পাদক মামুনকে মিথ্যা মামলায় হয়রানি : নিন্দা ও প্রতিবাদ

প্রতিবেদক
নিউজ এডিটর
৮ এপ্রিল ২০২১, ৩:০৪ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী ও অনলাইন নিউজ পোর্টাল নিউজ ভিশনের উপ-আইন সম্পাদক রেজাউল হোসাইন মামুনকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

উল্লেখ্য যে, গত ২৮ মার্চ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড়ের দুই ইয়াবা কারবারির মধ্যেকার ঘটে যাওয়া খুনের ঘটনায় এই তরুণ শিক্ষানবিশ আইনজীবীকে কোন ধরণের সংশ্লিষ্টতা ছাড়া শুধুমাত্র এলাকায় তাহার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে ষড়যন্তের অংশ হিসেবে মামলায় আসামী করে তার ক্যারিয়ার ও সামাজিক মান ক্ষুণ্ণ করার পায়তারা চালাচ্ছে একটি মহল।

রেজাউল হোসাইন মামুনকে উক্ত মামলায় মিথ্যা অভিযোগে আসামী করায় বিভিন্ন মহল থেকে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন।

তাকে মিথ্যা ও হয়রানিমুলকভাবে আসামী করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন নিউজ ভিশন এর সম্পাদক রফিকুল ইসলাম, নির্বাহী সম্পাদক শহিদুল ইসলাম সুমন, সম্পাদকীয় কমিটির বিভাগীয় সম্পাদকবৃন্দ যথাক্রমে এস.এম রুবেল, এজি লাভলু,শামীম ইকবাল,রাকিবুল হাসান তামিম, আব্দুল হালিম,এম.এইচ শাওন,সাইফুল আলম,ফারুক আজম, তানজীল শুভ, ওয়াহেদ আমীর, তাইবুর রহমান,রশিদ আহমেদ,আব্দুল ওয়াহিদ,ফরহাদ আমিন,ওমর ফারুক তানভীর,আব্দুল্লাহ তাহের, আব্দুর রহিম,ইলিয়াস মাহমুদ,রাজু আহমেদ,নিগার সুলতানা সুপ্তি,শামীম আরা,নুরুল ইসলাম,ফারজানা আক্তার, সাজিদ মাহমুদ,ইকবাল আজাদ,আব্দুল্লাহিল কাইয়ুম,রাজিব হোসেন,জাহিদুল ইসলাম পলাশ, সোহাগ মনি, এইচ.এম তালহা, খবির সরদার প্রমুখ।

বিবৃতিতে বলেন – রেজাউল হোসাইন মামুন একজন সৎ ও মেধাবী ছেলে। তার নিজ এলাকা হোয়াইয়্যং এ রয়েছে তার বেশ সুনাম ও সুখ্যাতি। এবারে নির্বাচনে ইউপি সদস্য পদে ইলেকশন করার জন্য নমিনিশন পেপার ও নিয়েছিলেন। মুলত তার সামাজিক মান মর্যাদা এবং আগামীর সম্ভাবনা নষ্যাৎ
করার কুমানসে প্রশাসনকে ভুল তথ্য দিয়ে এহেন মামলায় জড়িয়েছে মামুনকে।

আমরা মামুনকে এই মিথ্যা ও হয়রানিমুলক অভিযোগের ভিত্তিতে হয়রানি না করার জন্য প্রশাসনের প্রতি জোর
দাবী জানাচ্ছি একই সাথে সুষ্টু ও নিরেপেক্ষ তদন্ত করে উক্ত মামলা থেকে অব্যাহতি দেওয়ার আহবান করছি।।

————–

129 Views

আরও পড়ুন

সজিব মিয়ার কবিতা “মাটি”

ভয়াল ২৯ এপ্রিল নিহতের স্মরণে ধলঘাটা এসোসিয়েশন’র বিভিন্ন কর্মসুচী পালন

নাগরপুরে গাছ কাটা কেন্দ্র করে প্রবাসীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

তীব্র খরায় খাদ্য সামগ্রী নিয়ে নিম্ন আয়ের মানুষের পাশে – ডা. অর্ণা জামান।

কুমারখালীতে বিনামূল্যে পানি, শরবত ও ক্যাপ বিতরণ

কবিতা:- নক্ষত্রের রাত

ফেনী শহরের বিভিন্ন স্হানে পানি স্যালাইন বিতরণ করেন শিবির নেতাকর্মী’রা

স্কুল, মাদ্রাসায় বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

যশোরে দেশের সর্বোচ্চ ৪২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

কুষ্টিয়ায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত

রাজশাহীর সিল্কসিটি ট্রেনে আগুন, ১০ যাত্রী আহত।