ঢাকাসোমবার , ২১ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ

নিঃস্বার্থ মানব সেবক এডভোকেট নাসির উদ্দীন আহমেদ স্মরণে-জিয়া হাবীব আহ্‌সান

প্রতিবেদক
নিউজ এডিটর
৩ ডিসেম্বর ২০২০, ১:২১ পূর্বাহ্ণ

Link Copied!

—————-
আমাদের আত্মার আত্মীয় আরাফাতী ভাই, বিশিষ্ট সমাজ সেবক, চট্টগ্রাম শহরস্থ হাটহাজারীবাসীদের সংগঠন হাটহাজারী সমিতি,চট্টগ্রামের সভাপতি নাসির ভাই বড্ড অসময়ে চলে গেলেন। সমাজে তাঁর শূন্যতা পূরন হওয়ার নয়।তিনি প্রেসিডেন্সি ইন্টারন্যাশন্যাল স্কুলের অন্যতম পরিচালক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির প্রবীন সদস্য, বহু সামাজিক ও সমাজ উন্নয়ন মূলক সংগঠনের নেতা এডভোকেট নাসির উদ্দিন আহমদ ঢাকা আনোয়ার খান মডার্ন হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় বেশ কয়েকদিন লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ২০২০ সালের ১৮ই জুন বৃহস্পতিবার সকাল ৬ টায় ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যু সংবাদ চট্টগ্রামের সর্বস্থরের মানুষের মাঝে শোকের কালো ছায়া নেমে আসে। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে তিনি অত্যন্ত প্রিয় মুখ ছিলেন । মানব সেবার মাধ্যমে মহান প্রভুর সন্তুষ্টি অর্জন করাই ছিল তাঁর জীবনের প্রধান লক্ষ্য । এডভোকেট নাসির উদ্দিন আহমদ চৌধুরী লালদিঘী ছৈয়দ ফার্মেসির মালিক ও জুবলী রোড, এস এ চৌধুরী রোড নিবাসী মরহুম বিএ সৈয়দ এর ৬ষ্ঠ সন্তান । জুবলী রোডে সৈয়দ আহমদ চৌধুরী লেইনের ডিসেন্ট সালেহা টাওয়ারের এবং হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা ছিলেন । তার পিতার নাম মরহুম সৈয়দ আহমদ চৌধুরী (বি.এ), এলাকায় উনাকে সম্মানার্থে বিএ সৈয়দ বলে ডাকতেন এবং মাতা ছিলেন মরহুমা সালেহা বেগম । তিনি ১৯৫৭ সালের জুনের ২১ তারিখ হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নে জন্মগ্রহণ করেন । তিনি চট্টগ্রাম মিনিসিউপ্যাল মডেল হাই স্কুলের এবং সরকারী মহসিন কলেজের ছাত্র ছিলেন । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে তিনি এলএল.বি ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন । তার স্ত্রীর নাম মিসেস নারগিস আক্তার এবং তাঁর এক পুত্র আশরাফ উদ্দীন আহমেদ জোবাইয়ের ও এক কন্যা সন্তান নাফিসা আহমেদ বিবাহিত । মরহুমের বড় বোন ছাবেরা করিম ছিলেন বিশিষ্ট লেখিকা । নাসির ভাই তাঁর বইগুলো আমাকে পড়তে দিতেন । যা আমি আজো সংরক্ষণ করে রেখেছি । ৫ ভাই ৩ বোন অর্থাৎ মা-বাবার ৮ সন্তানের মধ্যে তিনি ছিলেন ৬ষ্ঠ সন্তান । অত্যন্ত নিরহংকারী, খোদা ভীরু, ধর্মপ্রাণ, বন্ধুবৎসল, সদাহাস্যোজ্জল মানুষটির কথা বন্ধু ও আত্মীয়স্বজন কখনো ভুলতে পারবেন না । ব্যবসা, বানিজ্য, সমাজ কর্ম সর্বক্ষেত্রে ছিল তাঁর সফল বিচরণ । আমি যখন স্কুলে তখন থেকে তাঁর সাথে পরিচয় । তিনি তখন লালদীঘির পশ্চিম পাড়ে বাবার মেডিসিন ব্যবসা দেখতেন । পরে সালেহা এন্টারপ্রাইজ জুবলী রোড- এ বসতেন । আইনজীবী হিসেবে আইন ব্যবসা না করলেও তিনি আইনজীবী বন্ধুদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন । মেহমানদারীতে তাঁর কোন তুলনা ছিলো না । তিনি চট্টগ্রামের শুলকবহর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের চৌধুরীর জামাতা ছিলেন । উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন । তিনি এলিয়ন হোল্ডিং প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এবং ডিসেন্ট হোম বিল্ডার্স লিমিটেডেরও ডাইরেক্টর ছিলেন । তিনি প্রোপ্রাইটর হিসেবে আল-আকসা ট্রেডিং কো. এবং সালেহা এন্টারপ্রাইজের দায়িত্বে ছিলেন । তাছাড়া তিনি এলাকায় ব্যবসায়ীদের যেমনি দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্তের অধিকারী ছিলেন, তেমনি একজন সমাজ সেবক হিসাবে সমাজে সমধিক পরিচিত ব্যক্তিত্ব । সন্ত্রাস চাঁদাবাজ, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার কন্ঠস্বর নাছির ভাই । প্রচ্ছন্নতায় সমাজ সেবায় এক উজ্জ্বল তারকা । তিনি হাঁটি হাঁটি পা পা করে দ্রুত নিজেকে সমাজ সেবক ও বিশিষ্ঠ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন । তিনি এলাকার ছোট বড় বৃদ্ধ বণিতার প্রিয় মানুষ, গরীব দুঃখী সহ সমাজের সাধারন মানুষের সঙ্গী ছিলেন । তিনি এমনি একজন মানুষ, যাকে সকল শ্রেনী পেশার মানুষ ভালবাসতেন । তিনিও তাদেরকে মনে প্রানে ভালবাসতেন । এলাকার সচেতন মহলের মুখ থেকে এডভোকেট নাসির উদ্দিন আহমদ চৌধুরীর বেশ সুনাম শোনা যায়। তিনি সব সময় তার এলাকার মানুষের সুখে দুঃখে এগিয়ে যেতেন এবং গরিব দুঃখীদের প্রচুর দান খয়রাত করতেন । মানুষের সুখে দুঃখে তাদের সেবা করতে পারলে তিনি আনন্দ ও আত্মতুষ্টি পেতেন । তার মতে, “আমি সারাজীবন সাধারন মানুষের সেবা করার জন্য কাজ করে যাবো । আমার সমাজ সেবার প্রধান লক্ষ্যই হল আমার এলাকা বাসি এবং হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নবাসি। আমি যেন আমার বুড়িশ্চর ইউনিয়ন বাসির সুখ দুঃখের অংশীদার হয়ে তাদের সমস্যা সমাধান করতে পারি”। তিনি এলাকার রাস্তাঘাট, মসজিদ মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উন্নয়নে সহযোগিতার পাশাপাশি চট্টগ্রাম শহরের ইংরেজি মাধ্যম প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল ও ন্যাশনাল ইংলিশ স্কুলের ডাইরেক্টর ছিলেন । তিনি জুবলি রোড মার্চেন্ট এ্যাসোসিয়েশনের দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেন । তাছাড়া ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেস ওয়েল ফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ছিলেন । এডভোকেট নাসির উদ্দিন আহমদ চৌধুরী আজ আর নেই কিন্তু রয়ে গেছে তাঁর অনেক স্মৃতি বিশেষ করে তাঁর পরমতসহিষ্ণুতা ও ব্যক্তিগত সু-সম্পর্কের গুন সুন্দর সমাজ গঠনে আমাদের জন্য অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে। তাঁর সাথে ২০০১ সালে পবিত্র হজ্বব্রত পালন করি । সে সুত্রে ভগ্নিপতি এডভোকেট সৈয়দ মোঃ আনোয়ার হোসেন, কার্ডিওলজিষ্ট ডাঃ নুরুল আমিন চৌধুরী অত্যন্ত ঘনিষ্ঠজন হয়ে পড়ি । নিয়মিত যোগাযোগ, কুশল বিনিময় অব্যাহত থাকে । তিনি সস্ত্রীক একই কাফেলায় হজ্বে যান । আমি নিজে হাটহাজারী সমিতির সম্পাদক হিসেবে তাঁর সাথে দীর্ঘ দিন কাজ করার সু্যোগ পাই । অত্যন্ত অমায়িক, সদালাপী, বন্ধুবৎসল মানুষটির জন্য সর্ব সময় মনটা উতলা হয়ে থাকে । নিজ গ্রামে পারিবারিক গোরস্থানে তিনি মা-বাবার পাশে চির নিদ্রায় শায়িত আছেন । মহান মালিক যেন তাঁর করোনায় শাহাদাৎ এর মৃত্যু কবুল ফরমান। আমিন। সকলের কাছে আল্লাহ পাক রহমানুর রাহিম এর শাহী দরবারে মানবদরদী মানুষটির জন্য খাছ রহমত কামনা করে আন্তরিক দোয়া কামনা করি। আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মর্যাদার স্থান দিন । আমিন ।

লেখকঃ এ.এম.জিয়া হাবীব আহ্‌সান, আইনজীবী, কলামিস্ট, মানিবাধীকার ও সু-শাসন কর্মী ।

234 Views

আরও পড়ুন

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে জেলা সুজনের মানববন্ধন

ইসলামপুরে সাপধরী ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ স্বচ্ছ রাজনীতির চর্চায় ঐক্যবদ্ধ

কাপাসিয়ায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

কাপাসিয়ায় নবাগত লেখক ও সাংবাদিকদের সাথে সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা

নীলফামারীতে হবে চিন সরকারের হসপিটাল: স্বাস্থ্যের ডিজি

ঝিনাইগাতীতে কূপ খনন করতে গিয়ে নিহত দুইজনের পরিবারের পাশে বিএনপি

ঠাকুরগাঁওয়ে ব্রাইট স্টার মডেল স্কুল এন্ড কলেজের বর্ষবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

জুরীতে ২৫ নারী উদ্যোক্তাদের গবাদি পশু ও তাঁত শিল্প সামগ্রী বিতরণ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেরপুরের দুই ছাত্রদল নেতা বহিষ্কার

চট্টগ্রাম পিটিআইয়ের প্রশিক্ষণার্থীদের স্কাউটসের ওরিয়েন্টেশন কোর্স

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়তায় জবি ছাত্রদলের হেল্প ডেস্ক

আজ বিশ্ব লিভার দিবস: জেনে নিন লিভার সম্পর্কে