মোস্তাকিম হোসেন, হিলি স্থলবন্দর সংবাদদাতা :
সরকারি সেবা দেয়ার শপথ নিয়ে এসেছি। নিজে অন্যায় দুর্নীতি করব না এবং কাউকে করতেও দিব না। নির্বাচন করতে গিয়ে বলেছেন, টাকার বিনিময়ে যদি কোন জনপ্রতিনিধি ভাতাভোগীদের সাথে প্রতারণার আশ্রয় নেয় তথ্য ও প্রমাণ স্বাপেক্ষে অভিযোগ পেলে দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়া হবে। বুধবার সকাল ১১টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নে ভাতাভোগীদের যাচাই বাছাই শেষে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার উপরোক্ত কথা গুলো বলেন।
প্রকাশ্যে ব্যাপক গণপ্রচারের মাধ্যমে স্ব স্ব ইউনিয়ন পরিষদে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, সমাজসেবা কর্মকর্তাসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের নিয়ে ভোটার আইডি’র বয়স অনুযায়ী সরকারি ভাতাভোগী নির্বাচন প্রক্রিয়া ইতোমধ্যেই ৭ টি ইউনিয়নের যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। এমন উদ্যোগে গ্রহনে বিভিন্ন শ্রেণির পেশাজীবি মানুষের নিকট জনপ্রিয় হয়ে উঠেছে।
ভাতার কার্ড নেয়ার জন্য আসা ব্যক্তিরা জানান এ পদ্ধতি আগেই যদি অনুসরণ করা হতো তাহলে, টাকার বিনিময়ে বিধি বিধান লংঘন করে কার্ড বাণিজ্য হতো না।
সরেজমিন গিয়ে দেখা গেছে,অসহায় নারী-পুরুষ লাইনবদ্ধ হয়ে তাদের অধিকার আদায়ের জন্য ইউনিয়ন পরিষদে ভীড় জমাচ্ছে। দেখে মনে হচ্ছে হয়তো ভোট কেন্দ্র কিন্তু না, এ লম্বা লাইন হচ্ছে অসহায় মানুষদের ন্যায্য অধিকার ফিরে পাবার দাবী।
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক জানান ,আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার।প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার রয়েছে। সরকার ঘোষিত ভাতা যারা পাওয়ার উপযুক্ত তারাই পাবে। বঙ্গবন্ধুর শতবর্ষ উদ্যান উপলক্ষে তার নির্বাচিত আসনে ব্যাপক সরকারি সেবা উন্নয়ন ও মূলক কর্মকান্ড রেকর্ড পরিমাণ কাজ চলছে। ৪ উপজেলার বিভিন্ন সমস্যা নির্ণয় করে একের পর এক উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে।