ঢাকারবিবার , ৪ মে ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

অভিযোগে আলোচিত এসিল্যান্ড রয়া ত্রিপুরা, শেষমেশ পতেঙ্গায়

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৪ মে ২০২৫, ৯:০৯ পূর্বাহ্ণ

Link Copied!

জে. জাহেদ, চট্টগ্রাম :

বহুল আলোচিত ও সমালোচিত চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরাকে ২৯ এপ্রিল বদলি করে পাঠানো হয় নগরীর কাট্টলী সার্কেল ভূমি অফিসে। একই আদেশে কক্সবাজারের মহেশখালী উপজেলা এসিল্যান্ড দীপক ত্রিপুরাকে কর্ণফুলীতে পদায়ন করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের রাজস্ব শাখার সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) এস.এম. অনিক চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উক্ত আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরকারি দাবি আদায় আইন, ১৯১৩-এর ৩(৩) ধারায় সার্টিফিকেট অফিসারের ক্ষমতা প্রদান করা হয়। তবে পরদিন ৩০ এপ্রিল নতুন একটি প্রজ্ঞাপনে পূর্বের আদেশ বাতিল করে বদলি তালিকায় বড় পরিবর্তন আনা হয়।

এতে আনোয়ারা উপজেলার এসিল্যান্ড হুছাইন মুহাম্মদকে কাট্টলী সার্কেল ভূমি অফিসে, সদ্য কর্ণফুলীতে পদায়িত দীপক ত্রিপুরাকে আনোয়ারায়, রয়া ত্রিপুরাকে পতেঙ্গা সার্কেলে এবং সাতকানিয়া উপজেলার এসিল্যান্ড ফারিস্তা করিমকে কর্ণফুলীতে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপন প্রকাশের পর কর্ণফুলী উপজেলার অনেক সেবাপ্রার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, সাবেক এসিল্যান্ড পিযুষ কুমার চৌধুরী ব্যতিক্রমধর্মী জনসেবার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন। তার বিপরীতে রয়া ত্রিপুরার দশ মাসের দায়িত্বকাল ছিল বিতর্কিত ও কার্যকর সেবার অভাবে পরিপূর্ণ।

তথ্য অনুযায়ী, রয়া ত্রিপুরার বিরুদ্ধে পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বকালে জন্মনিবন্ধন ফি আদায়ে অনিয়ম, ভূমি উন্নয়ন প্রকল্পে ভ্যাট ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। গত রমজানে বাজার মনিটরিং ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে তার ব্যর্থতাও সমালোচিত হয়।

বিশ্বস্ত সূত্র জানায়, প্রাথমিকভাবে কাট্টলীতে বদলি হওয়া রয়া ত্রিপুরাকে শেষ পর্যন্ত পতেঙ্গা সার্কেল ভূমি অফিসে পদায়ন করা হয়। তবে সূত্র মতে, তিনি কর্ণফুলীতে থেকে যেতে বিভাগীয় কমিশনার কার্যালয় ও ঢাকায় তদবির চালিয়ে যাচ্ছেন। এর মধ্যেই স্থানীয় জনগণ তার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন।

এ বিষয়ে জানতে এসিল্যান্ড রয়া ত্রিপুরার মুঠোফোনে একাধিকবার কল করেও মন্তব্য পাওয়া যায়নি। তবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) এস.এম. অনিক চৌধুরী বলেন, ‘জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। সরকারি চাকরিতে বদলি-পদায়ন একটি নিয়মিত প্রক্রিয়া।’

19 Views

আরও পড়ুন

জামালপুরে নকল ব্যান্ডরোল সহ রশিদা বিড়ির দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ডিবি 

ইসলামপুরে আন্তর্জাতিক মে দিবস পালিত 

নালিতাবাড়ীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

আমরা কি সামাজিকভাবে অবক্ষয়ের পথে হাঁটছি?

কাপাসিয়ায় মহান মে দিবস উপলক্ষে ছাত্র শিবিরের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকের ন্যায্য অধিকার আদায় সম্ভব নয়: মাওলানা দেলওয়ার হোসেন

হিউম্যান রাইটস ওয়াচ’ সুনামগঞ্জ জেলা কমিটি গঠন,সভাপতি শহীদুল,সম্পাদক আবু সঈদ

ফেনীতে এবি পার্টির সাবেক নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, জামায়াতের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

নাফনদী থেকে৪রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

দোয়ারাবাজারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

টেকনাফে পাচারকারীর ফেলে যাওয়া ইজিবাইকে মিলল৫০হাজার ইয়াবা

কাপাসিয়ায় সিভিল সার্জনকে বাঁচাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফদের ফরমায়েশি মানববন্ধন