ঢাকাশুক্রবার , ২২ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. খেলাধুলা

চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমের বিদায়

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৬ জুলাই ২০২৩, ৯:২২ অপরাহ্ণ

Link Copied!

ষ্পোর্টস ডেস্ক :

চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম ইকবাল। আফগানিস্তান সিরিজের মাঝপথে যেভাবে তিনি অবসরের ঘোষণা দিয়েছেন তাতে মনে হওয়া স্বাভাবিক, এই সিদ্ধান্ত অনেকটাই অভিমান প্রসূত।

বিগত কয়েক বছরে ফিটনেসের সাথে লড়াই, পারফরমেন্সে ঘাটতি; সব মিলিয়ে কম সমালোচনার তীর বিদ্ধ করেনি এই ড্যাশিং ওপেনারকে।

বিদায়ক্ষণে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন, দয়া করে ক্রিকেট সম্পর্কেই লিখুন। সীমা অতিক্রম করাটা অনুচিত।

৬ জুলাই ২০২৩, তারিখটাকে বাংলাদেশ ক্রিকেট বিশেষভাবেই হয়তো মনে রাখবে। তবে এই তারিখটি তার আগের দিন কয়েকের ঘটনা প্রবাহের ফলাফল, এমনটিও হয়তো বলা যায়।

আফগান সিরিজের শুরুতে ম্যাচ খেলে ফিটনেস টেস্ট করার কথা বলে সমালোচনার শিকার হন তামিম। বোর্ড প্রধান থেকে মূল কোচ, সবাই নাকি অসন্তোষ প্রকাশ করেছেন তামিমের এহেন মন্তব্যের।

শেষমেষ, ৬ জুলাই সংবাদ সম্মেলনে অশ্রুসজল চোখে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দিলেন দেশের ইতিহাসে অন্যতম সেরা এই ক্রিকেটার।

তবে এর পেছনে গণমাধ্যমের ভূমিকাও যে ছিল, প্রচ্ছন্নভাবে সে ইঙ্গিতও দিয়েছেন তামিম। আবেগ সামলে কথা বলতে কষ্ট হলেও তামিম ইকবাল বলেন, গণমাধ্যমের প্রতি অনুরোধ, যারা ভবিষ্যতে খেলবে তাদের নিয়ে আপনারা ভালো লিখবেন, খারাপ লিখবেন, যা কিছুই লিখবেন; কিন্তু দয়া করে ক্রিকেট সম্পর্কেই লিখুন। সীমা অতিক্রম করাটা অনুচিত। কেউ ভালো খেললে ভালো বলবেন, খারাপ খেললে খারাপ। কিন্তু ক্রিকেট নিয়েই লিখুন। কিন্তু কখনও কখনও সীমা অতিক্রমের ঘটনাও ঘটে।

গণমাধ্যমের প্রতি বাংলাদেশের ওয়ানডের সদ্য সাবেক অধিনায়ক বলেন, সবাইকে বলবো- পরিস্থিতিকে সম্মান করুন। এভাবে কথা বলা সহজ নয়, যখন এতদিন খেলার পর বিদায় বলতে হয়।

আমি সব গণমাধ্যমকেই ধন্যবাদ জানাই। আমার চ্যাপ্টার এখানেই শেষ করে দিন, অন্তত আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে। এটা নিয়ে আর টানাহেঁচড়া করার দরকার নেই যে, কেন এই সিদ্ধান্ত। কী ভেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে- এসব আর জিজ্ঞেস করার প্রয়োজন নেই। এটা এখানেই শেষ। এটাই ‘দ্য এন্ড’।

543 Views

আরও পড়ুন

পেকুয়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটি গঠন

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার পাবেন এককালীন ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র ও মাসিক ২০ হাজার ভাতা

গর্জনিয়া বাজারে বিদ্যুৎ লাইনে আগুন: পুড়ে গেল জামান ট্রেডার্স।

দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় মোটরসাইকেল আটক

কাপাসিয়ায় জামায়াতের মাদক, গরু চুরি ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ইডেনে ছাত্ররাজনীতি নিষিদ্ধের একবছর পূর্তি, কী ভাবছেন শিক্ষার্থীরা?

চট্টগ্রাম দক্ষিণ জেলায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৭২ ঘন্টার আল্টিমেটাম গণমাধ্যমকর্মীদের
গাইবান্ধায় সাংবাদিকের সাথে অ্যাড. বিশুর অশোভন আচরণ

জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ এ স্থায়ী উপাচার্যের যোগদান

অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার উপকরণ বিতরণ করল গ্রীন ভয়েস

সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

ডাকসু নির্বাচনে উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল