ঢাকাবুধবার , ৮ মে ২০২৪
  1. সর্বশেষ

মাদকের টাকার দ্বন্দ্ব মেটাতে গিয়ে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

প্রতিবেদক
নিউজ এডিটর
১৬ জুলাই ২০২২, ১১:২৯ অপরাহ্ণ

Link Copied!

মোস্তাকিম হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা :

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে টাকা নিয়ে দ্বন্দ্ব মেটাতে গিয়ে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে বারদিন ইসলাম বাতেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার রাত সাড়ে ৮ টায় উপজেলার মধ্যবাসুদেবপুর (মাঠপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বারদিন উপজেলার মাঠপাড়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে ও সে রাজমিস্ত্রীর কাজ করতেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়,বারদিনের ছোট ভাই ইনছান ও মাদক ব্যবসায়ী ইমনের মাঝে মাদক বিক্রির টাকা নিয়ে ঝামেলা চলছিলো। শুক্রবার বিকেলে বাতেন বিষয়টি নিয়ে তাদের মিমাংসা করে দেন। সন্ধ্যায় আবারও কথা কাটাকাটির জের ধরে ইমন মটরসাইকেলে যোগে তিনজনকে সঙ্গে নিয়ে মাঠপাড়া শামীমের চা দোকানের সামনে নেমে বসে থাকা অবস্থায় বাতেনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে নিহতের পরিবার নিশ্চিত করেন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা.সুলতান মাহমুদ বলেন, শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে তাকে গুরুত্বর অবস্থায় হাসপাতালে আনা হয়।রোগীর স্বজনদের ভাষ্যমতে এর আধা ঘন্টা পূর্বে তাকে চাকু মারা হয়েছে।তার বুকে ও উরুতে চাকু দিয়ে বড় ধরনের স্টেপ করা হয়েছে হাসপাতালে আনার সাথে সাথে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু তার ক্ষত গভীর হওয়ার কারনে সেটি সেলাইয়ের সুযোগ নেই ও অবস্থা গুরুত্বর হওয়ার কারনে তাকে আমরা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শরিফুল ইসলাম জানান,খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে। দ্রুত অপরাধীদের আটক করে আইনের আওতায় আনা হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

97 Views

আরও পড়ুন

নগরীতে অপহরণকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

বগুড়া স্টেশনে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাই কালে চার ছিনতাইকারি গ্রেফতার

আদমদীঘিতে স্বামী শ্বশুর ও ভাসুরের নির্যাতনে গৃহবধু এখন হাসপাতালে

ফিলিস্তিনিদের জন্য রাজপথে নামলো কক্সবাজার জেলা ছাত্রলীগ।

লোহাগাড়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব‌ সম্পন্ন

নাগরপুরে শিক্ষক নেতৃত্বে সর্বোচ্চ ৫৬৮ ভোট পেয়ে নির্বাচিত ছানোয়ার

নাগরপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত

বাইশারী বাজারে অগ্নিকাণ্ডে ফ্যামিলি বাসাসহ ৪ দোকান পুড়ে ছাই !!

সুন্দরবন’র আগুন নিয়ন্ত্রণে এলেও শংকা কাটেনি এখনও

শেরপুরে ‌’কানেক্ট জাপান এডুকেশন’ ট্রেনিং সেন্টারের উদ্বোধন

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

চলছে তীব্র তাপদাহ এতে জনজীবন অতিষ্ঠ গ্রীন ভয়েস কক্সবাজার জেলার বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ