ঢাকামঙ্গলবার , ৭ মে ২০২৪
  1. সর্বশেষ

শামসুল আরেফিন শান্ত’র কবিতা : স্বল্প প্রাণের আকুতি

প্রতিবেদক
নিউজ এডিটর
২০ এপ্রিল ২০২৩, ১২:২১ পূর্বাহ্ণ

Link Copied!

——
ব্যথিত কোনো এক কণ্ঠস্বরে
আর সুর উঠে না গো
মিথ্যাচার হোক আমার এই বাস্তবতা,
নবীনতা আর ফিরে না আসুক
বিকৃত করে দিয়ে সব আমার বন্ধুরতা।
ফিরে পাক সব তারা তার আলো
ভেঙে দিয়ে রাতের‌ নিস্তব্ধতা।
পাহাড়ের পাদদেশে জন্মানো
সব ফুলের নাম আমার জানা নেই
আমি অসাধারণে খুবই সাধারন,
সাধারণে খুবই সামান্য আর
সামান্যে খুবই স্বল্প প্রাণের আকুতিতে
ভালোবাসা চেয়ে বসা এক সৃষ্টি।

নরম তরুর শান্ত চালচলনে
নির্বাক ভাষা লুকিয়ে আছে।
সরলতা যদি মিথ্যে হয়,
আমি হেরে যাই ভালোবাসার কাছে।
ফুলে ফুলে যারে দেখি,
সে তো ভালোবাসা চায়।
রাতের আকাশে চাঁদের মতো মুখ,
সে তো কাছে আসতে চায়।
সিলিং এর কোনো এক ফাঁকে
ছোট্ট এক সোনামণি বট-বৃক্ষ জন্মেছিল,
এই পাশবিক পৃথিবীর মানুষ তাকে
মাটিতে আশ্রয় না দিয়ে উপড়ে ফেলেছিল।
উত্তম বুদ্ধিমত্তার অপব্যবহার-
এই মানুষই তো প্রথম শুরু করেছিল।
তবুও হারিয়ে যেতে দ্বিধা নাই প্রিয়,
সকালের রোদের কোনো নরম আলোতে।

ভালোবাসার উঠানে এসে কেউ যেন আর
খালি হাতে ফিরে না যায়,
কেউ যেন আর চোখের জল
ফেলতে ফেলতে জীবনটা না কাটিয়ে দেয়,
কেউ যেন আর নিজের জীবন
উৎসর্গ করে প্রতিফলক রেখে না যায়
একটু খেয়াল রেখো প্রভু,
একটু খেয়াল রেখো প্রভু।
স্বপ্নের মতো মমতায় ভরা,
ভালোবাসায় সিক্ত কোন এক ফুলের গন্ধে-
মাতোয়ারা করে দাও এই পৃথিবী।
ভাবনার জগতকে সমৃদ্ধ করে
মুক্ত করুন, মুক্ত করুন।
রাত আরো কালো হোক শুধু ভালোবেসে,
দিন আরো আলোকিত হোক তোমায় কাছে পেয়ে,
একই তো আকাশ, একই তো মন –
শুধু এই সাদাকালোর মায়াজল।

 

লেখক : ছাত্র( সমাজবিজ্ঞান বিভাগ)
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

144 Views

আরও পড়ুন

আদমদীঘিতে স্বামী শ্বশুর ও ভাসুরের নির্যাতনে গৃহবধু এখন হাসপাতালে

ফিলিস্তিনিদের জন্য রাজপথে নামলো কক্সবাজার জেলা ছাত্রলীগ।

লোহাগাড়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব‌ সম্পন্ন

নাগরপুরে শিক্ষক নেতৃত্বে সর্বোচ্চ ৫৬৮ ভোট পেয়ে নির্বাচিত ছানোয়ার

নাগরপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত

বাইশারী বাজারে অগ্নিকাণ্ডে ফ্যামিলি বাসাসহ ৪ দোকান পুড়ে ছাই !!

সুন্দরবন’র আগুন নিয়ন্ত্রণে এলেও শংকা কাটেনি এখনও

শেরপুরে ‌’কানেক্ট জাপান এডুকেশন’ ট্রেনিং সেন্টারের উদ্বোধন

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

চলছে তীব্র তাপদাহ এতে জনজীবন অতিষ্ঠ গ্রীন ভয়েস কক্সবাজার জেলার বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

রাসিক মেয়রের সাথে ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ।

নাগরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন নেতৃত্বে হোসেন-ওয়াহিদ-কানিজ