এম এ মোতালিব ভুঁইয়া :
দোয়ারাবাজারের লক্ষীপুর ইউনিয়নে মহামারি করোনা ভাইরাস ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।
সোমবার ও মঙ্গলবার (১২ ও ১৩ জুলাই )দুইদিন ব্যাপী ইউনিয়ন পরিষদ ও বাড়ী বাড়ী গিয়ে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ২,শত ২২ ইমাম,মুয়াজ্জিন, ও হত দরিদ্র পরিবারের মাঝে স্বাস্থ্য বিধি মেনে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ প্যাকেট সেমাই, ১ কেজি আটা, ১ প্যাকেট মুড়ি ও ১ টি সাবান।
দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় লক্ষীপুর ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেন লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক,উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ও ট্যাগ অফিসার আবু রায়হান, ইউপি সদস্য মোহাম্মদ আলী,আব্দুল হাই, মোস্তফা, আবুল হোসেন প্রমুখ।