ঢাকাশনিবার , ১১ মে ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

চট্টগ্রামে ফেসবুক গ্রুপ বেস্ট ই কমার্স প্ল্যাটফর্ম কর্তৃক আয়োজিত প্রথম মিলন মেলা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ভিশন
৯ নভেম্বর ২০২০, ১:০১ পূর্বাহ্ণ

Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ করোনার উদ্ভূত পরিস্থিতিতে মানুষের অনলাইনে কেনাকাটায় বিশ্বস্তা বেড়েছে অবিশ্বাস্য গতিতে। সুযোগটি কাজে লাগিয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা অনলাইন বিজনেসকে দিয়েছেন নতুন মোড়। অনলাইন বিজনেসকে আরো অগ্রগতি করতে চট্টগ্রামে সকল উদ্যোক্তাদের
গেট টুগেদার ও দিনব্যাপী মেলার আয়োজন করে, উদ্যেক্তাদের ফেসবুক গ্রুপ বেস্ট ই-কমার্স প্ল্যাটফর্ম (BECP)।
দিনব্যাপী মেলার আয়োজনে স্টল ঘুরে শপিং ও খানাপিনায় ব্যস্থ সময় পার করতে দেখা যায় মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের। করোনায় লম্বা সময় ঘরবন্দী থেকে মেলায় এসে প্রশান্তির অনুভব করছে বলে জানায় মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা।
মেলায় ঘুরতে আসা কয়েকজনে সাথে কথা বলে তারা জানান, করোনার মধ্যে কয়েকমাস ঘরবন্দীতে আমরা ডিপ্রেশনের ভুগছিলাম। এই মেলায় এসে কিছুটা প্রশান্তি অনুভব করছি। কয়েকমাস পর ঘর থেকে বাইরে বের হতে পেয়েছি। তাছাড়া মেলায় যথেষ্ট পরিমাণ স্বাস্থ্য বিধি মেনে প্রবেশ করানো হয়েছে। সেই সাথে সামাজিক দূরের বিষয়টিও লক্ষ্য রেখে স্টল সাজিয়েছেন যা সত্যিই প্রশংসা করতেই হয় মেলার আয়োজকদের।

মেলায় অংশ নেয়া কয়েকজন উদ্যোক্তার সাথে কথা বলে জানা যায়, বেস্ট ই কমার্স প্ল্যাটফর্ম (বিইসিপি) মেলা হচ্ছে নতুন উদ্যোক্তাদের কাজের পরিধি ও পরিচিত আরো বাড়ানোর প্লাটফর্ম।
নতুন উদ্যোক্তাদের মধ্যে সাকি’স টুকিটাকি র ওনার সাইরিন সাকি বলেন, নিজেদের প্রোডাক্টকে সবার সাথে পরিচয় করা দেয়ার জন্য বেস্ট ই কমার্স প্ল্যাটফর্ম (বিইসিপি) যে মেলার আয়োজন করেছেন এটা আমাদের নতুন উদ্যোক্তাদরে জন্য সুবর্ন সুযোগ ছিলো। আমাদের ব্যবসায় পরিধি আরো বৃদ্ধি করার। গ্রুপের এডমিন আপুদের আন্তরিকতা ও নতুন উদ্যােক্তাদের প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে আমরা মেলা সম্পূর্ণ করতে পেরেছি। আমরা ননদ ভাবী মিলে মেলায় স্টল দিয়েছি আল্লাহর রহমতে আমাদের সব পণ্য বিক্রি হয়েছে। এটা আমাদের পরবর্তীতে কোন মেলা আরো সাহস জোগাবে।

শতাধিক দর্শনার্থীদের অংশগ্রহণে প্রানবন্ত ছিলো নগরীর গোলপাহাড় মোড়স্থ লাউঞ্জ রেস্টুরেন্টের হলটি। তারমধ্যে স্টল ছিলো ২১টি লোগো স্পন্সর করেছে ৫৯টি, পেইজ স্পন্সর করেছে ৩০টি।
মেলার আয়োজনে চট্টগ্রামে ফেসবুক গ্রুপ বেস্ট ই কমার্স প্ল্যাটফর্ম (বিইসিপি) এডমিন প্যানেল বলেন,
নতুন উদ্যেক্তাদের কাজের অগ্রগতিকে বাড়িয়ে দিতে আমরা এই মেলার আয়োজন করেছি। এর আগেও আমরা অনলাইনের মেলার আয়োজন করেছিলাম। উদ্যোক্তাদের আগ্রহে এবার আমারা অফলাইন মেলার আয়োজন করেছি। সব উদ্যোক্তাদের আন্তরিকতায় আমরা মেলা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পেরেছি। মেলায় অংশগ্রহণ করা সব উদ্যোক্তারা সন্তুষ্ট। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আরো বড় পরিসরে মেলা আয়োজন করার পরিকল্পনা আছে।
তারা আরও বলেন, উদ্যোক্তাদের প্রবল আগ্রহের কারণেই আমাদের কারোনার মধ্যে এই মেলার আয়োজন করা। তাও আমর স্বাস্থ্য বিধি মানার বিষয়টি মাথায় রেখে স্ট সাজানো দর্শনার্থীদের প্রবেশ করানো যাবতীয় বিষয় লক্ষ রেখেই এই আয়োজন। আলহামদুলিল্লাহ দর্শনার্থী ও উদ্যোক্তাদরে আন্তরিকতায় সুষ্ঠুভাবে মেলা সম্পূর্ণ হয়েছে। মেলায় উদ্যোক্তাদের পরিচিত বৃদ্ধির সাথে বিক্রির পরিমাণও বেড়েছে। কিছু কিছু উদ্যোক্তার সকালে স্টল ভর্তি পণ্য সাজিয়ে বসেছেম কিন্তু দিন শেষে সব পণ্য বিক্রি করে বাড়ি ফিরেছেন। এটা নতুন উদ্যোক্তা এবং মেলার জন্য একটা আত্মবিশ্বাস জোগাচ্ছে।
গতকাল (রবিবার) সকাল ১০ টা থেকে রাত ১১টা পর্যন্ত নগরীর গোলপাহাড় মোড়স্থ লাউঞ্জ
রেস্টুরেন্টের হল রুমে চলে এই মেলা। সকল উদ্যেক্তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে, চট্টগ্রামে জনপ্রিয় ফেসবুক গ্রুপ বেস্ট ই কমার্স প্ল্যাটফর্ম (বিইসিপি) কতৃক আয়োজিত প্রথম মিলন মেলা।
মেলায় ছবি স্পন্সর হিসেবে ছিলেন এস
ক্লিক ফোটোগ্রাফি। এডমিন প্যানেল মধ্যে ছিলেন, নিপু হাসান, রোকসানা রলি, তানিয়া ইসলাম, রিতা সুলতানা। মডারেটর প্যানেল ছিলেন, মো: সোহেল, ফাহিমা আকতার মাহি, শেখ মামুন। এবং রাইজিং স্টার প্যানেল, তানিয়া ইসলাম, আশরাফ উদ্দীন মিন্টু, উম্মে হাবিবা আরশিন, শাফায়েত হোসেন।

37 Views

আরও পড়ুন

সফল অভিযান
আদালতের নির্দেশনায় জব্দকৃত বালু বিলিয়ে দিলেন বারবাকিয়া রেঞ্জ

মাধবী পালের কবিতা “ভালোবাসি প্রকৃতি”

প্রথম ধাপে শেরপুরের দুই উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

শিক্ষকদের সাথে ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণ’ অফিস সহকারীর, প্রশ্রয়ের অভিযোগ সাবেক বিভাগীয় প্রধানের বিরুদ্ধে

বুটেক্সের প্রথম দিনের ভর্তি শেষে ৬০ শতাংশ আসন ফাঁকা

চট্টগ্রামে বিমান বিধ্বস্ত : নিহত এক পাইলট

চট্টগ্রামে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান: আশংকাজনক অবস্থায় দুই পাইলট

জেলা আ.লীগের সভাপতিকে হারিয়ে সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান হলেন এমপি পুত্র

নওগাঁর পত্নীতলায় উপজেলা পরিষদ নির্বাচনে গাফফার জয়ী

বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে পারভেজ কবীরের জয়

জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব উদযাপন বৃহস্পতিবার

তানোরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ বিজয়ী হলেন যারা