ঢাকামঙ্গলবার , ৭ মে ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কাপাসিয়ার রানীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ৩ ডিসেম্বর

প্রতিবেদক
নিউজ এডিটর
১৮ নভেম্বর ২০২২, ৮:০১ অপরাহ্ণ

Link Copied!

শামসুল হুদা লিটন, কাপাসিয়া (গাজীপুর) থেকেঃ

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বৃহত্তম বানিজ্যিক কেন্দ্র রানীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নবম কার্য্যকরী কমিটির নির্বাচন ২০২২ এর তফসিল ঘোষণা করা হয়েছে।

১৫ সদস্যবিশিষ্ট কার্য্যকরী কমিটির এ নির্বাচন অনুষ্ঠিত হবে ৩ ডিসেম্বর। ১১ পদের মধ্যে ইতোমধ্যে ৫ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকী ৬ পদের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নবম কার্য্যকরী কমিটির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সভাপতি হারিস মিয়া( ছাতা), সাবেক সভাপতি ফজলুল হক খান (চেয়ার)।
সহ-সভাপতি পদে মোঃ ইমাম হোসেন (দোয়াত- কলম), মোঃ সাইফুল ইসলাম (টেবিল), মোঃ সেলিম খান (মোমবাতি)।

সাধারণ সম্পাদক পদে মোঃ তাজুল ইসলাম (আনারস), মোঃ সেলিম মিয়া (মোটরসাইকেল)।

যুগ্ম সম্পাদক পদে আক্রাম হোসেন মাসুম (উড়োজাহাজ),
সাইদুল ইসলাম রনি (হাতপাখা)।

সাংগঠনিক সম্পাদক পদে সাবেক সদস্য ও সাংগঠনিক সম্পাদক রোবেল মাহমুদ বিশাল (রিকশা), মোঃ লুৎফর রহমান (তালা)।

কোষাধ্যক্ষ পদে মোঃ তোফাজ্জল হোসেন (কলসি), মোঃ শফিকুল ইসলাম (মই)।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সমাজকল্যাণ সম্পাদক পদে আব্দুল মজিদ, নাট্য ও ক্রীড়া সম্পাদক পদে মোঃ নুরুল ইসলাম, প্রচার সম্পাদক পদে মোঃ আরিফ, দপ্তর সম্পাদক পদে পবিত্র চন্দ্র দাস।
তাছাড়া কার্য্যকরী কমিটির ৪ জন সদস্য ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সদস্য পদে নির্বাচিতরা হলেন, মোঃ ইউসুফ, মোঃ ইব্রাহিম, মোঃ এমদাদুল ও মোঃ আনোয়ার হোসেন।

রানীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্য্যকরী কমিটির নির্বাচন পরিচালনার জন্য ৭ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার হলেন মোঃ নুরুল হক। নির্বাচন কমিশনের অপর ৬ সদস্যরা হলেন,মোঃ সাইফুল ইসলাম (৭১), মোঃ মোশাররফ হোসেন, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন, মোঃ মজিবুর রহমান, মোঃ সুলতান উদ্দিন।

প্রধান নির্বাচন কমিশনার নুরুল হক বলেন, আগামী ৩ ডিসেম্বর ব্যবসায়ী সমিতির নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৩১৮ জন। অত্যন্ত আনন্দঘন পরিবেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিলে নির্বাচনে পেশিশক্তি ও কালো টাকার ব্যবহারকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। প্রমাণ পেলে ১০ হাজার টাকা জরিমানা সহ প্রার্থীতা বাতিলের ব্যাপারে কমিশন কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

258 Views

আরও পড়ুন

বগুড়া স্টেশনে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাই কালে চার ছিনতাইকারি গ্রেফতার

আদমদীঘিতে স্বামী শ্বশুর ও ভাসুরের নির্যাতনে গৃহবধু এখন হাসপাতালে

ফিলিস্তিনিদের জন্য রাজপথে নামলো কক্সবাজার জেলা ছাত্রলীগ।

লোহাগাড়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব‌ সম্পন্ন

নাগরপুরে শিক্ষক নেতৃত্বে সর্বোচ্চ ৫৬৮ ভোট পেয়ে নির্বাচিত ছানোয়ার

নাগরপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত

বাইশারী বাজারে অগ্নিকাণ্ডে ফ্যামিলি বাসাসহ ৪ দোকান পুড়ে ছাই !!

সুন্দরবন’র আগুন নিয়ন্ত্রণে এলেও শংকা কাটেনি এখনও

শেরপুরে ‌’কানেক্ট জাপান এডুকেশন’ ট্রেনিং সেন্টারের উদ্বোধন

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

চলছে তীব্র তাপদাহ এতে জনজীবন অতিষ্ঠ গ্রীন ভয়েস কক্সবাজার জেলার বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

রাসিক মেয়রের সাথে ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ।