চট্টগ্রাম প্রতিনিধি::
চট্টগ্রাম কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও ২টি মোটরযানকে একত্রে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২২শে অক্টোবর মঙ্গলবার বিকেলে কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপজেলায় ফিটনেস বিহীন গাড়ী ও ভারী অতিরিক্ত মালামাল পরিবহনে রাস্তার ক্ষতিসাধন, খাদ্যে ভেজাল এবং অ-পরিস্কার স্যাতস্যাত পরিবেশ খাদ্যজাত সামগ্রী তৈরি করার অপরাধে ৫টি খাবার রেস্টুরেন্ট কে ৩৮ হাজার টাকা এবং ২টি মোটরযানকে ৪ হাজার টাকা সর্বমোট ৪২ হাজার টাকা জরিমানা করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিলেন সেনেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মনোয়ারা বেগম, উপজেলা নির্বাহী অফিসারের সিএ দীপু চাকমা কর্ণফুলী থানার এসআই শামশু উদ্দিন ও সঙ্গীয় ফোর্স।
অভিযান প্রসঙ্গে কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ জানান, ভোক্তভোগীদের কাছ থেকে নানা অভিযোগ পেয়ে এই অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে।